শুক্রবার, ২৯ আগস্ট ২০২৫, ১৪ ভাদ্র ১৪৩২

পঞ্চম সপ্তাহে ১০ হলে ‘টগর’

তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩০ নভেম্বর -০০০১, ১২:০০ এএম
আপডেট : ০৫ জুলাই ২০২৫, ১২:৪০ পিএম
আদর আজাদ ও পূজা চেরি। ছবি: সংগৃহীত
আদর আজাদ ও পূজা চেরি। ছবি: সংগৃহীত

বেশ আশা নিয়ে এবারের ঈদে মুক্তি পায় আদর আজাদ ও পূজা চেরি অভিনীত সিনেমা ‘টগর’। তবে মুক্তির পরপরই ‘তাণ্ডব’, ‘উৎসব’, ‘ইনসাফ’, ‘নীলচক্র’ ও ‘এশা মার্ডার: কর্মফল’ সিনেমার সঙ্গে প্রতিযোগিতায় টিকতে না পেরে বক্স অফিসে ব্যাপকভাবে ভরাডুবির মুখে পড়ে মুভিটি। তবে ঈদের পঞ্চম সপ্তাহে এসে দেশের ১০টি প্রেক্ষাগৃহে আবার প্রদর্শিত হচ্ছে ‘টগর’।

আলোক হাসানের পরিচালনায় তৈরি ‘টগর’ মুক্তির প্রথম দিন থেকেই দর্শকের কাছ থেকে হতাশাজনক প্রতিক্রিয়া পায়। যার ফলে এটি সিনেপ্লেক্স থেকেও নামিয়ে দেওয়া হয়।

ঢাকা ও ঢাকার বাইরে যে ১০টি হলে ‘টগর’ বর্তমানে প্রদর্শিত হচ্ছে তা হলো—আনন্দ (ঢাকা), বিজিবি (ঢাকা), নিউ মেট্রো (নারায়ণগঞ্জ), পৃথিবী কমপ্লেক্স (জয়পুরহাট), রাজতিলক (রাজশাহী), মধুমতি (ভৈরব), শ্রীবাস (সান্তাহার), নিউ গুলশান (জিনজিরা), শাপলা (শ্রীপুর) ও সোনিয়া (বগুড়া)।

আদর আজাদ ও পূজা চেরি ছাড়াও সিনেমাটিতে আরও অভিনয় করেছেন রোজী সিদ্দিকী, সুমন আনোয়ার প্রমুখ।

মন্তব্য করুন

ঈশালের স্বপ্ন
মাহদীয়া ঈশাল—বাংলা ভাষাভাষী সংগীতপিপাসু শ্রোতা-দর্শকের কাছে এই প্রজন্মের প্রিয় একজন শিল্পী। ‘আরটিভি ইয়ং স্টার ২০২৩’ প্রতিযোগিতায় প্রথম রানারআপ হওয়ার একই বছরে উত্তর আমেরিকার ‘চ্যানেল আই সেরা কণ্ঠ’-তে চতুর্থ স্থান অর্জন করেন তিনি। এরপর আমেরিকার বাংলাদেশি কমিউনিটিতে তার জনপ্রিয়তা বাড়তে থাকে। এবার আলোচনায় এলেন তার প্রথম একক মৌলিক গান ‘লাল নীল ভালোবাসা’ দিয়ে। গানটি লিখেছেন কবির বকুল, সুর করেছেন শেখ সাদী খান এবং সংগীতায়োজন করেছেন উজ্জ্বল সিনহা। এরই মধ্যে ঈশালের এ গানটি মাহদীয়া ঈশাল ইউটিউব চ্যানেলসহ অডিও প্ল্যাটফর্ম স্পটিফাই, আইটিউনস ও অ্যামাজন মিউজিকে প্রকাশ পেয়েছে। গানটি প্রকাশের পর থেকে বাংলা ভাষাভাষী শ্রোতা-দর্শকের কাছে ঈশালের গায়কি প্রশংসিত হচ্ছে। এই গানের মিউজিক ভিডিওর শুটিং হয়েছে আমেরিকার বিভিন্ন লোকেশনে। কোরিওগ্রাফি করেছেন ঈশালের মা রোকেয়া জাহান হাসি এবং ভিডিও ধারণ করেছেন অ্যান্ড্রু বিরাজ। সম্প্রতি ঈশাল ও তার কয়েকজন বন্ধু মিলে ‘ল্যুমিনারি’ নামে একটি ব্যান্ড দল গঠন করেছেন। গান নিয়ে মাহদীয়া ঈশাল বলেন, “ছোটবেলা থেকেই গান আর নাচের প্রতি আমার পরম ভালোবাসা। মায়ের কাছেই নাচে হাতেখড়ি, তিনিই আমার নাচের গুরু। আর গানের প্রতি ভালোবাসাটা এমন যে, আমার স্বপ্ন—গানে গানেই এই প্রজন্মের শিল্পী হিসেবে বিদেশের মাটিতে বাংলা গানকে আরও ছড়িয়ে দিতে চাই। এই পথচলায় বাবা-মা আমাকে পূর্ণ সমর্থন দিচ্ছেন, তারা প্রতিনিয়ত আমাকে অনুপ্রেরণা দিচ্ছেন। ‘লাল নীল ভালোবাসা’ গানটি প্রকাশের শুরু থেকেই অভূতপূর্ব সাড়া পেয়েছি। এতে করে আরও মৌলিক গান করার ভীষণ অনুপ্রেরণা পেলাম। যেখানেই বাংলা গানের শ্রোতা, সেখানেই পৌঁছে যাক আমার কণ্ঠ—এই স্বপ্ন আমার।”
ঈশালের স্বপ্ন
রাজশাহীতে ওয়ারফেজ
দেশের শ্রোতাপ্রিয় রক ব্যান্ড ওয়ারফেজ। তরুণদের মাঝে যাদের জনপ্রিয়তা আকাশচুম্বী। তাই তো দেশের স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে কোনো কনসার্টের আয়োজন হলেই এই দলটির গ্রহণযোগ্যতা থাকে সবচেয়ে বেশি। সেই ধারাবাহিকতায় এবার তারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘সামার কার্নিভাল ২০২৫’-এ গান পরিবেশন করল। শনিবার রাতে বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের আয়োজনে ‘সাবাস বাংলাদেশ’ মাঠে শোটি অনুষ্ঠিত হয়। এই কনসার্ট নিয়ে ওয়ারফেজ ব্যান্ডের শেখ মনিরুল আলম টিপু বলেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠানগুলোয় কনসার্ট করা সবসময়ই আনন্দের। কারণ, এখানে উপস্থিত শ্রোতারা বয়সে সবাই তরুণ থাকে—যাদের ব্যান্ড সংগীতের ওপর আলাদা ভালোবাসা থাকে। তাই আমরা এই সুযোগ কখনো হাতছাড়া করতে চাই না।’ এই কনসার্ট শেষে রাজশাহীতে ৯ জুলাই আরও একটি কনসার্ট করবে ওয়ারফেজ। যেটি অনুষ্ঠিত হবে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। তাদের জনপ্রিয় গানের তালিকায় রয়েছে: ‘অসামাজিক’, ‘জীবনধারা’, ‘ধূসর মানচিত্র’, ‘মহারাজ’, ‘অবাক ভালোবাসা’, ‘মৃত্যু এলিজি’, ‘পথচলা’, ‘পূর্ণতা’। ওয়ারফেজের বর্তমান লাইনআপ: টিপু (দলনেতা, ড্রামস), পলাশ (ভোকাল), কমল (লিড গিটার), রজার (বেজ), শামস (কি-বোর্ড), সামির (লিড গিটার), সৌমেন (লিড গিটার)।
রাজশাহীতে ওয়ারফেজ
প্রশংসিত মেট্রো ইন দিনো
দীর্ঘদিন ধরেই খবরের শিরোনামে অনুরাগ বসু পরিচালিত ‘মেট্রো ইন দিনো’ ছবিটি। এই ছবির মুক্তির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন দর্শকরা। অনুরাগ বসু বরাবরই তার ছবিতে গল্পের এমন জাল বুনেন, যা দর্শকদের মনে গভীর ছাপ ফেলে। এবারেও তার অন্যথা হয়নি। শুক্রবার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘মেট্রো ইন দিনো’। সিনেমাটি সমালোচকদের কাছ থেকে দুর্দান্ত রিভিউ পেয়েছে। এরই মাঝে ছবির প্রথম দিনের বক্স অফিস রিপোর্ট সামনে এসেছে, যা বেশ চমকপ্রদ। স্যাচনিল্কের প্রাথমিক প্রতিবেদন অনুসারে, ‘মেট্রো ইন দিনো’ প্রথম দিনে ৩.৩৫ কোটি টাকা সংগ্রহ করেছে। তবে এত পজিটিভ রিভিউ ও দর্শকমুখে ছড়িয়ে পড়া প্রশংসার কারণে, সিনেমাটির সংগ্রহ আরও বাড়বে বলে মনে করা হচ্ছে। ‘মেট্রো ইন দিনো’ ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন আদিত্য রায় কাপুর, সারা আলি খান, আলি ফজল, ফাতিমা সানা শেখ, পঙ্কজ ত্রিপাঠি, কঙ্কনা সেনশর্মা, অনুপম খের এবং নীনা গুপ্তা। সিনেমায় যেভাবে সম্পর্কগুলো দেখানো হয়েছে, তা সত্যিই দুর্দান্ত। চার বয়সের জুটির গল্প তুলে ধরা হয়েছে ‘মেট্রো ইন দিনো’তে। এক চরিত্র তার স্ত্রীর মধ্যে প্রেম খুঁজে পায়, আরেকজন তার পুরোনো প্রেমের কাছে ফিরে যায়। অন্যদিকে তৃতীয় জুটি জীবন ও আবেগের মধ্যে দীর্ঘদিন ধরে সংগ্রাম করে চলেছে। নানান বয়সের মিষ্টি রসায়নই ফুটে উঠেছে অনুরাগ বসুর দক্ষ পরিচালনায়।
প্রশংসিত মেট্রো ইন দিনো
দর্শক মজা পাবেন: তানজিকা
অভিনেত্রী তানজিকা আমিন কানাডা-আমেরিকা ঘুরে দেশে ফিরেছেন। এসেই শুরু করেছেন নাটকের কাজ। এরই মধ্যে তৌকীর আহমেদের পরিচালনায় একটি ধারাবাহিকের কাজও সম্পন্ন করেছেন তিনি। নিজের কাজের ব্যস্ততা ও পরিকল্পনা নিয়ে তানজিকা কথা বলেছেন কালবেলার সঙ্গে। জানিয়েছেন, রায়হান রাফীর ওয়েব ফিল্ম ‘অমীমাংসিত’ মুক্তির অনুমতি পেয়েছে। শুরুর দিকে তানজিকা বলেন, ‘দেশের বাইরে থেকেও এরই মধ্যে কাজ শুরু করেছি। কানাডাতেও পাঁচটি নাটকের শুটিং করেছি, যার মধ্যে কয়েকটি নাটক প্রকাশের পর দর্শকপ্রিয়তাও পেয়েছে। এরপর দেশে এসে তৌকীর ভাইয়ের পরিচালনায় একটি ধারাবাহিকের কাজ করেছি। সামনে আরও কিছু কাজ করব, যার সম্পর্কে সময় হলে জানানো হবে।’ এ সময় ‘অমীমাংসিত’ ওয়েব ফিল্ম মুক্তির অনুমতি নিয়েও কথা বলেন তানজিকা। তিনি বলেন, ‘বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে মুক্তির অনুমতি পেয়েছে সিনেমাটি। এখন আর এটি মুক্তিতে কোনো বাধা নেই—জেনে খুব ভালো লাগছে। কারণ, এ কাজটি আমার অনেক পছন্দের। শুটিং সম্পন্ন হওয়ার পর থেকেই আমরা মুক্তির অপেক্ষায় ছিলাম। এরপর নানা কারণে এটি আটকে দেওয়া হয়। যেহেতু এখন প্রকাশে আর কোনো বাধা নেই, তাই আশা করছি ওয়েব ফিল্মটি দর্শকের কাছে ভালো লাগবে। তারা দেখে মজা পাবেন। তবে আলোচনায় থাকতে মুক্তি পেলে আরও ভালো লাগত।’ এ সময় তার অভিনীত ওয়েব সিরিজ ‘বোহেমিয়ান ঘোড়া’-র সাফল্য নিয়েও কথা বলেন তিনি। জানান, এমন চরিত্রে অভিনয় করতে সবসময়ই আগ্রহী তিনি। নাটক ও ওটিটি প্ল্যাটফর্মে ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয় করে দর্শক হৃদয়ে জায়গা করে নেওয়া তানজিকা আমিন বরাবরই গল্পনির্ভর কাজ পছন্দ করেন। তার অভিনীত জনপ্রিয় কাজের তালিকায় রয়েছে: ‘বোহেমিয়ান ঘোড়া’, ‘কালপুরুষ’, ‘ক্রিমিনালস’, ‘কে?’, ‘এক অলৌকিক বিকেলের গল্প’, ‘মহানগর’, ‘মৌসুম ২’, ‘গহীনের গান’, ‘ভালোবাসা এমনই হয়’ ও ‘বকুল ফুলের মালা’।
দর্শক মজা পাবেন: তানজিকা
তারাবেলায় আজকের অতিথি রোজী সিদ্দিকী
তারাবেলায় আজকের অতিথি রোজী সিদ্দিকী
ওটিটিতে ‘জ্বীন ৩’
ওটিটিতে ‘জ্বীন ৩’
জেমসের সঙ্গে এক মঞ্চে দুই ভাই
জেমসের সঙ্গে এক মঞ্চে দুই ভাই
অভিনয়ে নিজেকে উন্নত করা জরুরি
আলাপন / অভিনয়ে নিজেকে উন্নত করা জরুরি