বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫, ১৩ ভাদ্র ১৪৩২
ইসকনের আলোচনায় নেতারা

বিএনপির ওপর ধর্মীয় সংখ্যালঘুদের আস্থা রাখার আহ্বান

কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৪ জুলাই ২০২৫, ১১:৫৪ পিএম
আপডেট : ০৫ জুলাই ২০২৫, ১২:১০ এএম
রাজধানীর স্বামীবাগে ইসকন আশ্রমে ইসকন বাংলাদেশ আয়োজিত আলোচনা সভা। ছবি : কালবেলা
রাজধানীর স্বামীবাগে ইসকন আশ্রমে ইসকন বাংলাদেশ আয়োজিত আলোচনা সভা। ছবি : কালবেলা

ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের উদ্দেশে বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব ও সাবেক সচিব এ বি এম আব্দুস সাত্তার বলেছেন, ‘আপনারা বিএনপির প্রতি আস্থা রাখবেন। কোনো অপপ্রচারে বিভ্রান্ত হবেন না। কথা দিচ্ছি, বিএনপি আগামীতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান সম্প্রদায়ের লোকদের ওপর আমরা কাঁটার আঁচড়ও লাগতে দেব না।’

শুধু তাই নয়, গত ১৮ বছরে আওয়ামী লীগের শাসনামলে সারা দেশে আপনাদের ওপর সংঘটিত প্রতিটি সহিংস ঘটনার সুষ্ঠু তদন্ত হবে। এখানে বিএনপির কোনো লোক যদি জড়িত থাকে, তাদেরও বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না।

শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব উপলক্ষে শুক্রবার (০৪ জুলাই) সন্ধ্যায় রাজধানীর স্বামীবাগে ইসকন আশ্রমে ইসকন বাংলাদেশ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির চেয়ারপারসন ও ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা থাকলেও অসুস্থতার কারণে তিনি আসতে পারেননি। তবে তিনি এক বার্তায় ভবিষ্যতে ইসকন মন্দিরে আসার প্রত্যাশা ব্যক্ত করেন।

আব্দুস সাত্তার আরও বলেন, একটি মহল বিএনপিকে নিয়ে নানা কথা বলার চেষ্টা করে, অপপ্রচার চালায়। আপনারা (ধর্মীয় সংখ্যালঘুরা) কেউ এসব অপপ্রচারে কান দেবেন না। অপপ্রচারে কান দিয়ে বিএনপিকে ভুল বুঝলে তা হবে দুঃখজনক। এ দেশ সবার। বিএনপি সব ধর্মের মানুষের স্বাধীনতায় বিশ্বাসী। বিএনপি আগামীতে রাষ্ট্রীয় ক্ষমতায় এলে স্বামীবাগ ইসকন মন্দিরের চলমান উন্নয়ন কাজ সম্পন্নে কমপক্ষে ৫০ কোটি টাকা অনুদানের ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস দেন তিনি।

বিশেষ অতিথির বক্তব্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের চেয়ারম্যান বিজন কান্তি সরকার বলেন, হিন্দু সম্প্রদায়ের মানুষ দেশে এখন আস্থার সংকটে ভুগছে। তারা এখন নিশ্চয় ভাবছেন, আগামী নির্বাচনে কাকে ভোট দেবেন?

আমি বলব, বিএনপির প্রতি যদি আপনাদের আস্থা থাকে, আপনারা বিএনপিকে ভোট দেন। তবে নিজেদের স্বার্থে আমাদের (হিন্দু সম্প্রদায়) সবসময় ঐক্যবদ্ধ থাকতে হবে। একই সঙ্গে এটাও নিশ্চিত করতে হবে, আমাদের কেউ যেন কোনো একটি দলের ঘরের লোক মনে না করে। এ সময় অন্তর্বর্তীকালীন সরকার খুব তাড়াতাড়ি ভালো একটি নির্বাচন দেবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

বিজন কান্তি সরকার বলেন, ইসকনকে বিভিন্ন সময় জঙ্গি তকমা দেওয়ার চেষ্টা হয়; কিন্তু ইসকনে জঙ্গি হওয়ার কোনো কারণ নেই। তারা হিন্দু সম্প্রদায়ের পাশাপাশি বিশ্বব্যাপী মানবতার কল্যাণে কাজ করে থাকে। এটা আমাদের মনে রাখতে হবে।

বিগত আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান তপন চন্দ্র মজুমদার বলেন, আওয়ামী লীগ নিজেদের স্বার্থে ‘হিন্দু কার্ড’ খেলেছে; কিন্তু হিন্দুদের কল্যাণে সত্যিকার অর্থে কোনো কাজ করেনি।

বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্ট্রের ট্রাস্টি সুশীল বড়ুয়া বলেন, ‘নিজেদের স্বার্থে ধর্মীয় সংখ্যালঘুদের ‘মাইন্ডসেট’-এ পরিবর্তন আনতে হবে। বর্তমান বাস্তবতায় এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

ইসকন বাংলাদেশের সভাপতি সত্য রঞ্জন বাড়ৈ অনুষ্ঠানে সভাপতিত্বে করেন। আর সঞ্চালনায় ছিলেন কার্যনির্বাহী কমিটির সদস্য হৃষিকেশ গৌরাঙ্গ দাস। এতে আরও বক্তব্য রাখেন বিএনপির সহধর্মবিষয়ক সম্পাদক অমলেন্দু দাস অপু, ইসকন বাংলাদেশের সাধারণ সম্পাদক চারুচন্দ্র দাস ব্রহ্মচারী, সংগঠনের ঢাকা-ময়মনসিংহ বিভাগের যুগ্ম সম্পাদক শুভ নিতাই দাস ব্রহ্মচারী, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৪০নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মকবুল ইসলাম খান টিপু প্রমুখ।

মন্তব্য করুন

চাকরিচ্যুত বিডিআর সদস্যদের ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ
তিন দফা দাবিতে রাজধানীর কাকরাইল মসজিদ মোড়ে অবস্থান নেওয়া চাকরিচ্যুত বিডিআর সদস্যদের ছত্রভঙ্গ করতে পুলিশ জলকামান ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করেছে।  সোমবার (৭ জুলাই) দুপুর ১২টায় রাজধানীর শাহবাগ থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে যাওয়ার সময় কাকরাইল মোড়ে তাদের ওপর জলকামান নিক্ষেপ করে পুলিশ।  এর আগে, সোমবার সকাল থেকে রাজধানীর শাহবাগে জাদুঘরের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন আন্দোলনকারীরা। তারা জানান, দাবি পূরণ না হলে আন্দোলন চালিয়ে যাবেন।  সরেজমিনে দেখা যায়, আন্দোলনকারীদের সরে যেতে আহ্বান জানায় পুলিশ। তবে তারা সাড়া না দিলে, বেলা সোয়া ১২টার দিকে পুলিশ জলকামানের পানি ছোড়ে এবং কয়েকটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে পুলিশ ও আন্দোলনকারীদের কয়েকজন আহত হন। আন্দোলনকারীদের মধ্যে বেশ কয়েকজনকে আটকও করা হয়। পরে পুলিশ ধীরে ধীরে তাদের মৎস্যভবনের দিকে সরিয়ে নেয়। এদিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম আন্দোলনকারীদের একজন প্রতিনিধিকে যমুনায় পাঠানোর প্রস্তাব দেন এবং তাদের সরে যেতে ১০ মিনিট সময় দেন। তবে আন্দোলনকারীরা তাতে রাজি না হয়ে অবস্থান চালিয়ে যাওয়ার ঘোষণা দিলে পুলিশ বল প্রয়োগ শুরু করে। সকাল পৌনে ১২টার দিকে শাহবাগ মোড় থেকে যমুনার উদ্দেশে মিছিল নিয়ে রওনা দেন চাকরিচ্যুত বিডিআর সদস্যরা। মিছিলটি কাকরাইল মসজিদ মোড়ে পৌঁছলে পুলিশ বাধা দেয়, ফলে তারা সেখানেই অবস্থান নেন। আন্দোলনকারীদের তিন দফা দাবি হলো : ১. চাকরিচ্যুত বিডিআর সদস্যদের ক্ষতিপূরণ দিয়ে পুনর্বহাল করা, ২. পিলখানা হত্যাকাণ্ড বিষয়ে গঠিত তদন্ত কমিশনের বিভিন্ন ধারা বাতিল ও ৩. বিডিআর নাম পুনঃস্থাপন এবং কারাবন্দি সদস্যদের মুক্তি।
চাকরিচ্যুত বিডিআর সদস্যদের ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ
ঢাকায় বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা
আজ ঢাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সে সঙ্গে দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। সোমবার (০৭ জুলাই) ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকার জন্য দেওয়া ৬ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। পূর্বাভাসে বলা হয়, ঢাকার আকাশ আজ মেঘলা থাকতে পারে। সে সঙ্গে হতে পারে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি। এ ছাড়া দিনের তাপমাত্রা অপরিবর্তিত  থাকতে পারে। এ সময় পশ্চিম/দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। এদিকে সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৭ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতার পরিমাণ ছিল ৮৭ শতাংশ। গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এদিকে সবশেষ সারা দেশের জন্য দেওয়া ১২০ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে—আজ ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। সে সঙ্গে বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে। সারা দেশে দিনের ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
ঢাকায় বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা
রাজধানীর খিলগাঁওয়ে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
রাজধানীর খিলগাঁওয়ে পারিবারিক বিরোধের জেরে তানিশা আক্তার লাইজু (২১) নামে এক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। তিনি তেজগাঁও মহিলা কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। রোববার (৬ জুলাই) রাত সাড়ে ৩টার দিকে তাকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন। তানিশা আক্তার লাইজু ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শাহাপুর গ্রামের মুজিবুর রহমানের মেয়ে। বর্তমানে তিনি রাজধানীর খিলগাঁওয়ের তিলপাপাড়া এলাকায় স্বামী ফয়সাল আহমেদের সঙ্গে ভাড়া বাসায় বসবাস করছিলেন। তানিশার বাবা মুজিবুর রহমান জানান, তার মেয়ের বিয়ে হয়েছিল ফয়সাল আহমেদ নামে একজন সরকারি চাকরিজীবীর সঙ্গে। বিয়ের পরও তানিশা তেজগাঁও মহিলা কলেজে অনার্সে পড়াশোনা চালিয়ে যাচ্ছিলেন। তিনি বলেন, গত রাতে পারিবারিক কলহের একপর্যায়ে স্বামীর ওপর অভিমান করে তানিশা নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে ফাঁস দেয়। পরে খিলগাঁও থানা পুলিশের সহায়তায় তাকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা আমার মেয়ে আর নেই বলে জানান। খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) আল আমিন বলেন, রাতের দিকে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছাই। রুমের দরজা খুলে দেখি, তানিশা নামের এক তরুণী গলায় ওড়না পেঁচিয়ে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলছেন। দ্রুত তাকে উদ্ধার করে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  তিনি আরও জানান, নিহতের পরিবারকে জিজ্ঞাসাবাদ করে প্রাথমিকভাবে জানা গেছে, স্বামীর সঙ্গে পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটেছে। তবে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হতে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
রাজধানীর খিলগাঁওয়ে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
রাজধানীতে কাভার্ডভ্যান চাপায় ২ পরিচ্ছন্নতা কর্মী নিহত
রাজধানীর খিলক্ষেতে কাভার্ডভ্যানের চাপায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) একজন নারী ও পুরুষ পরিচ্ছন্নতাকর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাকচালক আবুল কাশেমকে আটক করেছে পুলিশ। রোববার (৬ জুলাই) সকালে রাজধানীর ‘লা মেরিডিয়ান’ হোটেলের সামনে এ দুর্ঘটনা ঘটে।  নিহতরা হলেন- আশরাফ আলী (৬০) ও  নিহার (৪০)।  বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ হোসেন। তিনি বলেন, দুজন নিহত হয়েছেন। তারা ঢাকা উত্তর সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কর্মী। আমরা ট্রাক চালককে আটক করেছি। প্রত্যক্ষদর্শীরা জানান, রাস্তার পাশে পরিচ্ছন্নতার কাজ করার সময় একটি দ্রুতগতির কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে দুজনকে চাপা দেয়। দুর্ঘটনার পর চালক পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাকে আটক ও কাভার্ডভ্যানটি জব্দ করে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
রাজধানীতে কাভার্ডভ্যান চাপায় ২ পরিচ্ছন্নতা কর্মী নিহত
রোববার ঢাকার যেসব এলাকায় মার্কেট বন্ধ
রোববার ঢাকার যেসব এলাকায় মার্কেট বন্ধ
খানাখন্দ
খানাখন্দে ভরা সড়কে প্রতিদিনই যুদ্ধ
খিলক্ষেত থেকে জনতা ব্যাংকের উপমহাব্যবস্থাপক নিখোঁজ
খিলক্ষেত থেকে জনতা ব্যাংকের উপমহাব্যবস্থাপক নিখোঁজ
শাহবাগে আসিফ নজরুলের প্রতীকী কফিন নিয়ে মিছিল
শাহবাগে আসিফ নজরুলের প্রতীকী কফিন নিয়ে মিছিল