বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫, ১৩ ভাদ্র ১৪৩২

তেজগাঁওয়ে সৌদি রিয়াল ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ১৩ 

কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৪ জুলাই ২০২৫, ০৪:৫৭ পিএম
আপডেট : ০৪ জুলাই ২০২৫, ০৫:০১ পিএম
ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় পাঁচ ৫ লাখ সৌদি রিয়াল ডাকাতির ঘটনায় সন্দেহভাজন ১৩ জনকে গ্রেপ্তার করেছে তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশ ও ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)। এ সময় খোয়া যাওয়া রিয়ালসহ ডাকাতির সময় ব্যবহার করা তিনটি মোটরসাইকেলও জব্দ করেছে পুলিশ।

শুক্রবার (০৪ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপি মিডিয়া অ্যাান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-কমিশঅনার তালেবুর রহমান। তিনি বলেন, এই ঘটনায় জড়িত ১৩ জনকে বিভিন্ন এলাকা থেকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে।

এর আগে, গত বুধবার (০২ জুলাই) একই ঘটনায় ছয়জনকে আটক করে পুলিশ। একই সঙ্গে লুট হওয়া পাঁচ লাখ সৌদি রিয়ালের মধ্য থেকে ২ লাখ ৬৯ হাজার রিয়াল উদ্ধার করা হয়। গত মঙ্গলবার সন্ধ্যায় তেজগাঁও পলিটেকনিক ইনস্টিটিউটের বিপরীতে এসেনসিয়াল ড্রাগ অফিসের সামনে এ ঘটনা ঘটে। লুট হয় পাঁচ লাখ রিয়াল, যা বাংলাদেশি টাকায় প্রায় কোটি টাকা। এদিন সন্ধ্যায় পল্টন অফিস থেকে এক প্রাইভেটকারে ওই রিয়াল উত্তরায় নেওয়া হচ্ছিল।

মন্তব্য করুন

মুরাদনগরের ঘটনায় চাঞ্চল্যকর তথ্য দিল র‍্যাব
কুমিল্লার মুরাদনগরে এক নারীকে ধর্ষণ, নির্যাতন ও বিবস্ত্র করে ভিডিও ধারণ এবং তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ঘটনার অন্যতম পরিকল্পনাকারী শাহ পরানকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। শুক্রবার (৪ জুলাই) রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে র‌্যাব জানায়, বৃহস্পতিবার (৩ জুলাই) রাতে কুমিল্লার বুড়িচং উপজেলায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। সংবাদ সম্মেলনে র‍্যাব জানায়, পূর্বশত্রুতার জেরেই এই জঘন্য ঘটনা ঘটানো হয়। দীর্ঘদিন ধরেই দুই ভাই শাহ পরান ও ফজর আলী মিলে ভুক্তভোগী নারীকে উত্ত্যক্ত করে আসছিল।  র‌্যাব আরও জানায়, দুই মাস আগে ফজর আলী ও তার ছোট ভাই শাহ পরানের বিরোধের জের ধরে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। গ্রাম্য সালিশে জনসম্মুখে বড় ভাই ফজর আলী তার ছোট ভাই শাহ পরানকে চড়-থাপ্পড়ও মারে। বড় ভাইয়ের ওপর প্রতিশোধ নিতে সুযোগের সন্ধানে থাকে শাহ পরান। সালিশের কিছু দিন পর ওই নারীর মা ফজর আলীর কাছ থেকে ৫০ হাজার টাকা সুদের বিনিময়ে ঋণ নেয়। ঋণের টাকা আদায়ের জন্য মাঝেমধ্যেই ফজর আলী ওই বাসায় যেত। এটাকেই অপমানের প্রতিশোধ নেওয়ার জন্য সুযোগ হিসেবে বেছে নেয় শাহ পরান। র‌্যাব জানায়, ঘটনার দিন সন্ধ্যার পর নারীর বাবা-মা সনাতন ধর্মাবলম্বীদের মেলা দেখতে যান। এ সময় ফজর আলী সুদের টাকা আদায়ের অজুহাতে নারীর ঘরে প্রবেশ করে। এর কিক্ষুক্ষণ পরে ওত পেতে থাকা শাহ পরান ও আবুল কালাম, অনিক, আরিফ, সুমন, রমজান এবং অজ্ঞাত আরও ৮-১০ জন ঘরের ভেতরে প্রবেশ করে নারীকে শারীরিক নির্যাতন করে। এ সময় অশ্লীল ভিডিওচিত্র ধারণ করে তারা। পরে সেই ভিডিওচিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। ঘটনার পর থেকে শাহ পরানসহ অভিযুক্ত সবাই আত্মগোপনে চলে যায়। র‌্যাব জানিয়েছে, বাকিদেরও গ্রেপ্তারে অভিযান চলছে।
মুরাদনগরের ঘটনায় চাঞ্চল্যকর তথ্য দিল র‍্যাব
জামিনের ২ মাস পর আবারও গ্রেপ্তার সন্ত্রাসী ‘টুন্ডা বাবু’
রাজধানীর মোহাম্মদপুরের আলোচিত সন্ত্রাসী গোষ্ঠী ‘কবজিকাটা গ্রুপ’-এর প্রধান সহযোগী মো. বাবু খান ওরফে টুন্ডা বাবুকে (৩১) আবারও গ্রেপ্তার করা হয়েছে।  বৃহস্পতিবার (৩ জুলাই) রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব-২-এর পরিচালক মোহাম্মদ খালিদুল হক হাওলাদার। তিনি জানান, বিভিন্ন শ্রেণিপেশার সাধারণ মানুষকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ত্রাস সৃষ্টি করেন টুন্ডা বাবু। দিনে দিনে গড়ে তোলেন বিভিন্ন সন্ত্রাসী গ্রুপ। ছিলেন মোহাম্মদপুরের ‘কবজিকাটা গ্রুপে’র অন্যতম প্রধান সহযোগী। চুরি, ছিনতাই, হত্যা, অপহরণসহ নানা সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে গত ২৮ ফেব্রুয়ারি তাকে রাজধানীর শ্যামলী থেকে গ্রেপ্তার করেছিল র‍্যাব। তবে দুই মাস কারাগারে থাকার পর জামিনে বের হন টুন্ডা বাবু। এরপর আগের তুলনায় দ্বিগুণ শক্তিতে শুরু করেন সন্ত্রাসী কার্যক্রম।   পরে ২ জুলাই নড়াইলে র‍্যাব-২ ও ৬-এর যৌথ অভিযানে টুন্ডা বাবুকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় হত্যা, হত্যাচেষ্টা, ডাকাতি, ছিনতাই, চুরি, ডাকাতিসহ বিভিন্ন অভিযোগে ১০টির বেশি মামলা রয়েছে বলে জানায় র‍্যাব। সম্প্রতি মোহাম্মদপুর এলাকায় র‍্যাব-২-এর অভিযানে মাদক কারবারি ও সন্ত্রাসী ভূঁইয়া সোহেল ওরফে বুনিয়া সোহেল, চুয়া সেলিম গ্রুপের প্রধান মো. সেলিম আশরাফী ওরফে চুয়া সেলিম ওরফে চোরা সেলিম, কবজিকাটা গ্রুপের প্রধান মো. আনোয়ার ওরফে শুটার আনোয়ার ওরফে কবজিকাটা আনোয়ারকে তাদের সহযোগীসহ গ্রেপ্তার করা হয়।
জামিনের ২ মাস পর আবারও গ্রেপ্তার সন্ত্রাসী ‘টুন্ডা বাবু’