শুক্রবার, ২৯ আগস্ট ২০২৫, ১৪ ভাদ্র ১৪৩২

অভিনেত্রীকে বাসায় ডেকে অশালীন আচরণ পরিচালকের

বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৪ জুলাই ২০২৫, ০৩:৫৬ পিএম
অভিনেত্রীকে বাসায় ডেকে অশালীন আচরণ পরিচালকের

দক্ষিণ আফ্রিকান অস্কারজয়ী অভিনেত্রী শার্লিজ থেরন সম্প্রতি তার অভিনয় ক্যারিয়ারের শুরুর দিকের এক অপ্রীতিকর অভিজ্ঞতা নিয়ে মুখ খুলেছেন। জনপ্রিয় পডকাস্ট ‘কল হার ড্যাডি’তে ‘দ্য ওল্ড গার্ড ২’ সিনেমার প্রচারের সময় তিনি সেই ঘটনার বিস্তারিত বর্ণনা দেন। থেরনের ভাষায়, এটি ছিল ‘অডিশনের নামে ধোঁকা, যেখানে অভিনয় নয়, তিনি ছিলেন অন্য একটি উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ।’

শার্লিজ থেরন জানান, তার এজেন্সি তাকে জানায় একটি সিনেমার কাস্টিং চলছে এবং তাকে শনিবার রাতে একটি পরিচালকের বাড়িতে যেতে বলা হয়। সে সময় থেরন জানতেন না একজন নবাগত অভিনেত্রীর জন্য এ ধরনের ‘অডিশন’ কতটা অস্বাভাবিক।

পরিচালকের বাড়িতে পৌঁছানোর পরই তিনি বিস্মিত হন- পরিচালক দরজা খুলে হাজির হন পায়জামা পরে। তারপর কথোপকথনের একপর্যায়ে তিনি থেরনের হাঁটুর ওপর হাত রাখেন। থেরনের ভাষায়, ‘আমি সঙ্গে সঙ্গে উঠে চলে এসেছিলাম। আমি জানতাম, আমি ওই সিনেমায় কোনো চরিত্র পেতে যাচ্ছি না। কারণ ওর কাছে আমি শুধু অভিনয়ের জন্য গুরুত্বপূর্ণ ছিলাম না।’

তখনকার মানসিক অবস্থার কথা বলতে গিয়ে থেরন বলেন, তার ষষ্ঠ ইন্দ্রিয় তাকে সতর্ক করেছিল। তবু মনে হচ্ছিল, হয়তো অভিনয়ের জগতে এমন পরিবেশই ‘স্বাভাবিক’।

২০১৯ সালে প্রথম হাওয়ার্ড স্টার্নের শোতে থেরন এই ঘটনার ইঙ্গিত দেন। এবার আরও বিস্তারিত বলার পর, জানা যায়- ঘটনাটি প্রকাশ্যে আসার কিছুদিন পর ওই পরিচালক তাকে একটি চিঠি পাঠান, যাতে তিনি বলেন- থেরন ‘ভুল বুঝেছেন’।

থেরনের প্রতিক্রিয়া ছিল স্পষ্ট। তিনি বলেন, “চিঠিটি ছিল সম্পূর্ণ ভুয়া। এটা ছিল শুধুই নিজের ভয়ের মুখে এক প্রচেষ্টা। খুবই ক্লিশে। যেসব পুরুষ এমন কাজ করে, তারাই পরে বলে- ‘তুমি ভুল বুঝেছ’।”

শার্লিজ থেরন কখনোই সেই পরিচালকের নাম প্রকাশ করেননি। তবে তিনি বলেন, “আমি নাম বলি না, কারণ আমি চাই না এই গল্পটা তার নাম ঘিরেই ঘুরুক। এটা তাকে রক্ষা করার জন্য নয়। বরং আমি চাই সে বুঝুক- আমি চাইলে তার নাম বলতেই পারি। এবং সেটা হলে সে চাপে পড়ে যাবে।”

তিনি আরও বলেন, “আমি চাই সে এই অনিশ্চয়তায় থাকুক। যেন কখন আবার আমি তার নাম বলে ফেলি- এই চিন্তায় সে স্নায়ুচাপে ভোগে।”

মন্তব্য করুন

অভিনেতা মাইকেল ম্যাডসেন আর নেই 
অভিনেতা মাইকেল ম্যাডসেন মারা গেছেন। ‘কিল বিল’ খ্যাত অভিনেতা বৃহস্পতিবার (৩ জুলাই) হৃদরোগে আক্রান্ত হয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের মালিবুর বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর।  অভিনেতার বোন ভার্জিনিয়া ভ্যারাইটিকে একটি বিবৃতি পাঠিয়েছেন। তিনি বলেন, “আমার ভাই মাইকেল মঞ্চ ছেড়ে চলে গেছেন। সে ছিল বজ্র এবং মখমলের মতো। দুষ্টুমি কোমলতায় মোড়ানো। একজন কবি, একজন বাবা, একজন ছেলে, একজন ভাই। আমি তার জোকস, হাসির শব্দ মিস করব। আমি সেই ছেলেটিকে মিস করব; যে কিংবদন্তি ছিল, আমি আমার বড় ভাইকে মিস করব।”  মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগোতে ১৯৫৭ সালের ২৫ সেপ্টেম্বর  জন্মগ্রহণ করেন মাইকেল ম্যাডসেন। মঞ্চনাটকের মাধ্যমে ক্যারিয়ার শুরু করেন তিনি। ১৯৮৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘ওয়ার গেম’ সিনেমা বড় পর্দায় অভিষেক তার। ছোট একটি চরিত্রে অভিনয় করেছিলেন সেই সিনেমায়। ১৯৯২ সালে মুক্তিপ্রাপ্ত থ্রিলার ঘরানার ‘রিজার্ভার ডগস’ সিনেমায় সাইকোপ্যাথ খুনি মিস্টার ব্লন্ড চরিত্রে দর্শকদের নজর কাড়েন মাইকেল ম্যাডসেন। ‘কিল বিল’ সিনেমায় খলনায়কের ছোট ভাই বাড চরিত্র রূপায়ণ করে দর্শক মনে এখনো গেঁথে আছেন মাইকেল।   তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্র হলো— ‘ওয়ান্স আপন আ টাইম ইন হলিউড’, ‘দ্য ন্যাচারাল’, ‘দ্য ডোরস’, বন্ড সিরিজের ‘ডাই অ্যানাদার ডে’, ‘সিন সিটি’, ‘ব্যাটম্যান: ডাইয়িং ইজ ইজি’ প্রভৃতি।
অভিনেতা মাইকেল ম্যাডসেন আর নেই 
দেশে মুক্তি পাচ্ছে হলিউডের দুই সিনেমা
প্রতি সপ্তাহেই হলিউড সিনেমাভক্তদের জন্য নতুন ছবি মুক্তি দেয় স্টার সিনেপ্লেক্স। সেই ধারাবাহিকতায় এ সপ্তাহে আরও দুটি সাড়া জাগানো ছবি নিয়ে আসছে প্রতিষ্ঠানটি। যার মধ্যে রয়েছে জনপ্রিয় জুরাসিক ওয়ার্ল্ড ফ্র্যাঞ্চাইজির নতুন সিনেমা ‘জুরাসিক ওয়ার্ল্ড রিবার্থ’ এবং ‘২৮ ইয়ারস লেটার’। দুটি সিনেমাই শুক্রবার (৪ জুলাই) মুক্তি পাবে।     ‘জুরাসিক ওয়ার্ল্ড রিবার্থ’ হলিউডের অন্যতম জনপ্রিয় একটি ফ্র্যাঞ্চাইজি ‘জুরাসিক ওয়ার্ল্ড’। যেটি পরিচালনা করেছেন গ্যারেথ এডওয়ার্ডস। এটি ২০২২ সালে মুক্তিপ্রাপ্ত ‘জুরাসিক ওয়ার্ল্ড ডোমিনিয়ন’র একটি স্বতন্ত্র সিক্যুয়েল, যা চতুর্থ জুরাসিক ওয়ার্ল্ড সিনেমা এবং জুরাসিক পার্ক ফ্র্যাঞ্চাইজির সামগ্রিকভাবে সপ্তম কিস্তি। ১৮০ মিলিয়ন ডলার ব্যয়ে নির্মিত ইউনিভার্সেল পিকচার্সের এই ছবি এরই মধ্যে দর্শকদের বিশেষ আগ্রহ তৈরি করেছে। ছবির প্রধান চরিত্রে আছেন স্কারলেট জোহানসন। তার সঙ্গে আরও আছেন মাহেরশালা আলী এবং জোনাথন বেইলি।  ১৯৯৩ সালে ‘জুরাসিক পার্ক’ মুক্তির মধ্য দিয়ে এর যাত্রা শুরু। এ যাবৎ পর্দায় এসেছে এই সিরিজের ৬টি সিনেমা। সব ছবিই দর্শকমহলে আলোড়ন তুলেছে। এবার আসছে নতুন ছবি ‘জুরাসিক ওয়ার্ল্ড রিবার্থ’। চলতি বছর হলিউড ইন্ডাস্ট্রিতে প্রচুর হরর সিনেমা মুক্তি পাচ্ছে এবং বক্স অফিসে দারুণ পারফর্মও করছে। এই তালিকায় সর্বশেষ যুক্ত হলো ‘২৮ ডেজ লেটার’ সিরিজের নতুন ছবি ‘২৮ ইয়ারস লেটার’। গত ২০ জুন মুক্তি পাওয়া এ সিনেমাটি উত্তর আমেরিকায় উদ্বোধনী দিনে রেকর্ডসংখ্যক আয় করেছে। বক্স অফিস মোজোর তথ্য অনুযায়ী ছবিটি উদ্বোধনী দিনে আয় করেছে ১৪ মিলিয়ন ডলার। এটি এখন পর্যন্ত ফ্র্যাঞ্চাইজির মধ্যে সর্বোচ্চ ওপেনিং ডে কালেকশন যত টাকা খরচ করে বানানো হয়েছিল, মুক্তির এক সপ্তাহের মধ্যেই তা আয় করে ফেলেছে ‘২৮ ইয়ার্স লেটার’। সারা বিশ্বে ৫৬৯ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে। সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন কিলিয়ান মারফি।
দেশে মুক্তি পাচ্ছে হলিউডের দুই সিনেমা