শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২

এই সুযোগ হেলায় হারানো যাবে না : আলী রীয়াজ

কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ জুলাই ২০২৫, ০৪:৩৮ পিএম
আপডেট : ০৩ জুলাই ২০২৫, ০৪:৪৮ পিএম
অধ্যাপক ড. আলী রীয়াজ। ছবি : সংগৃহীত
অধ্যাপক ড. আলী রীয়াজ। ছবি : সংগৃহীত

জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ বলেছেন, অনেক ত্যাগ ও রক্তের বিনিময়ে আমরা আজ এই জায়গায় পৌঁছাতে পেরেছি। সেই ইতিহাস সবসময় আমাদের স্মরণে রাখা জরুরি—এটাই হোক আমাদের দিকনির্দেশক। অনেক নিপীড়ন ও নির্যাতনের পর আমরা এখন একটি সম্ভাবনার মুখোমুখি দাঁড়িয়ে আছি। এই সুযোগ যেন অবহেলায় হারিয়ে না যায়।

বৃহস্পতিবার (৩ জুন) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে রাজনৈতিক দলের সঙ্গে আলোচনার সূচনা বক্তব্যে এসব কথা বলেন তিনি।

অধ্যাপক ড. আলী রীয়াজ আরও বলেন, প্রাথমিক পর্যায়ের আলোচনায় যেসব বিষয় এখনো অমীমাংসিত রয়ে গেছে, সেসব নিয়ে সবাই মিলে আলোচনায় বসার জন্য আমরা এগিয়ে যাব। আলোচনার পর যদি সবাই একমত হতে পারি, তাহলে আমি আশা করি আমরা একটি সিদ্ধান্তে পৌঁছাতে পারব—এটাই হবে সবচেয়ে ইতিবাচক অগ্রগতি। আলোচনা সফলভাবে এগোলে আমরা দিনটির সমাপ্তি টানতে পারব সন্তোষজনকভাবে।

আজকের বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মুহম্মদ তাহের, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন, লেবার পার্টির সভাপতি ডা. মোস্তাফিজুর রহমান ইরান, আমার বাংলাদেশ পার্টির সাধারণ সম্পাদক ফুয়াদ আব্দুল্লাহসহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

আলী রীয়াজ বৈঠকে সভাপতিত্ব করেন। আজকের বৈঠকে রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শন, বিচার বিভাগ বিকেন্দ্রীকরণ এবং জরুরি অবস্থা ঘোষণা নিয়ে আলোচনা হয়।

মন্তব্য করুন

তিন বিভাগে অতি ভারি বর্ষণ, পাহাড়ধসের শঙ্কা
তিন বিভাগে অতি ভারি বর্ষণ, পাহাড়ধসের শঙ্কা
দুপুরের মধ্যে যেসব জেলায় হতে পারে ঝড়বৃষ্টি 
দুপুরের মধ্যে যেসব জেলায় হতে পারে ঝড়বৃষ্টি 
আজ যেসব এলাকায় গ্যাস থাকবে না
আজ যেসব এলাকায় গ্যাস থাকবে না
বাংলা ব্লকেডে স্থবির ঢাকা, কোটা বাতিলে এক দফা কর্মসূচি ঘোষণা
৭ জুলাই / বাংলা ব্লকেডে স্থবির ঢাকা, কোটা বাতিলে এক দফা কর্মসূচি ঘোষণা