শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২
শরতের মোমিজি বা ম্যাপল
মেহের নীগার, জাপান
প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৪, ০৯:১৫ পিএম
আপডেট : ০৬ ডিসেম্বর ২০২৪, ১০:২২ পিএম

শরৎ এক অদ্ভুত ঋতু! এসময় চারদিকে বসন্তের ফুলের মতো পাতারা রঙিন হয়ে ওঠে। সেই পাতার মধ্যে অন্যতম জাপানের ‘মোমিজি’। কানাডা বা আমেরিকায় এটি ‘ম্যাপল’ নামে পরিচিত। মোমিজি দেখার জন্য বিখ্যাত কিছু জায়গার মধ্যে জাপানের চিবার ইয়োরো ভ্যালি একটি অন্যতম স্থান। এটি অনেক পুরোনো ছোট্ট একটি গ্রাম। এটি কোনো পার্ক নয়। পুরো গ্রামটি হেঁটে এই সৌন্দর্য উপভোগ করতে হয়। পুরো গ্রামটি ঘুরে দেখতে হলে লেগে যাবে পুরো একটি দিন।

বসন্তের ফুলের মতো রঙিন হয়ে ওঠা মোমিজি। ছবি : মেহের নীগার

মন মাতানো জাপানি মোমিজি। ছবি : মেহরে নীগার

জাপানের চিবার ইয়োরো ভ্যালিতে মোমিজির সৌন্দর্য উপভোগ করতে পর্যটকরা ভিড় জমান। ছবি : মেহের নীগার

মোমিজির মুগ্ধতা। ছবি : মেহের নীগার

জাপানের চিবার ইয়োরো ভ্যালি। ছবি : মেহের নীগার

শরতে পর্যটকদের জন্য সাজানো হয় ইয়োরো ভ্যালিকে। ছবি : মেহের নীগার

মন্তব্য করুন

আরও ছবি দেখুন