শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২

তারেক রহমানের নেতৃত্বে জুলাই আন্দোলন সফল হয়েছিল : মীর সপু

কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৪ জুলাই ২০২৫, ০৫:১১ পিএম
মুন্সীগঞ্জের কুসুমপুর মাঠে জুলাই-আগস্ট বিপ্লবের শহীদদের স্মরণে আয়োজিত দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠানে কথা বলেন মীর সরফত আলী সপু। ছবি : কালবেলা
মুন্সীগঞ্জের কুসুমপুর মাঠে জুলাই-আগস্ট বিপ্লবের শহীদদের স্মরণে আয়োজিত দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠানে কথা বলেন মীর সরফত আলী সপু। ছবি : কালবেলা

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে এবং দলের সর্বস্তরের মানুষের সম্মিলিত প্রচেষ্টায় জুলাই-আগস্ট আন্দোলন সফল হয়েছিল বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু।

শুক্রবার (০৪ জুলাই) সকালে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার কুসুমপুর মাঠে জুলাই-আগস্ট বিপ্লবের শহীদদের স্মরণে আয়োজিত দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ কর্মসূচিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, জুলাই-আগস্টে কোমলমতি শিশুদের আত্মত্যাগের মধ্যদিয়েই স্বৈরাচারের পতন ঘটেছিল। আজ দেশে একটি শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক পরিবেশ বিরাজ করছে, কিন্তু সেই পরিবেশকে প্রশ্নবিদ্ধ করতে একটি অপশক্তি আবারও সক্রিয় হয়েছে।

দিনব্যাপী এই মেডিকেল ক্যাম্পে ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতালের এনেস্থেসিয়া বিভাগের প্রধান প্রফেসর ডা. মোশাররফ হোসেনের নেতৃত্বে একদল বিশেষজ্ঞ চিকিৎসক উপস্থিত থেকে সেবা প্রদান করেন। ফ্রি মেডিকেল ক্যাম্পে বিভিন্ন বয়সী প্রায় ৫০০ জন রোগী বিনামূল্যে চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধ গ্রহণ করেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ডা. জাহেদুল কবির জাহিদ, মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আওলাদ হোসেন উজ্জ্বল ও জসিম মোল্লা, জেলা নারী ও শিশু অধিকার ফোরামের সাংগঠনিক সম্পাদক মাহামুদ হাসান ফাহাদসহ স্থানীয় নেতৃবৃন্দ।

মন্তব্য করুন

আন্দোলনে লাল ব্যাচ ধারণ নিয়ে ২ দাবি
আন্দোলনে লাল ব্যাচ ধারণ নিয়ে ২ দাবি
জামায়াত আমিরের শাশুড়ি মারা গেছেন
জামায়াত আমিরের শাশুড়ি মারা গেছেন
৩২ নম্বর ভাঙার ঘটনাকে বীভৎস মববাজি বললেন রুমিন ফারহানা
৩২ নম্বর ভাঙার ঘটনাকে বীভৎস মববাজি বললেন রুমিন ফারহানা
শহীদ মুত্তাকিনের অসুস্থ স্ত্রীর খোঁজ নিল বিএনপি
শহীদ মুত্তাকিনের অসুস্থ স্ত্রীর খোঁজ নিল বিএনপি