বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫, ১৩ ভাদ্র ১৪৩২

মালয়েশিয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক উদ্যোক্তা সম্মেলন- ২০২৫

মালয়েশিয়া প্রতিনিধি
প্রকাশ : ০৪ জুলাই ২০২৫, ০৭:১৮ পিএম
মালয়েশিয়ার কুয়ালালামপুরে বসতে যাচ্ছে আন্তর্জাতিক উদ্যোক্তা সম্মেলন। ছবি : কালবেলা
মালয়েশিয়ার কুয়ালালামপুরে বসতে যাচ্ছে আন্তর্জাতিক উদ্যোক্তা সম্মেলন। ছবি : কালবেলা

তরুণ উদ্যোক্তাদের নিয়ে মালয়েশিয়ার কুয়ালালামপুরে বসতে যাচ্ছে আন্তর্জাতিক উদ্যোক্তা সম্মেলন। ২১ ও ২২ আগস্ট রাজধানী কুয়ালালামপুরের ডব্লিউ ফ্যাক্টরি ইভেন্ট স্পেসে অনুষ্ঠিত হতে যাচ্ছে এ সম্মেলন। বিশ্বের নানা প্রান্ত থেকে আগত তরুণ উদ্ভাবক, উদ্যোক্তা এবং ব্যবসায়িক নেতৃবৃন্দ এই সম্মেলনে অংশ নেওয়ার কথা রয়েছে।

সম্মেলনের প্রধান আয়োজক জেসিআই পেতালিং জায়া এবং সহ-আয়োজক হিসেবে রয়েছে ইয়ুথ হাব ফাউন্ডেশন। এবারের সম্মেলনে মূল প্রতিপাদ্য ‘ বৈশ্বিক টেকসই ভবিষ্যতের জন্য তরুণদের ক্ষমতায়ন’। এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজকরা উদ্যোক্তা উন্নয়ন, জলবায়ু নেতৃত্ব এবং অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির মাধ্যমে বিশ্বব্যাপী ইতিবাচক পরিবর্তন আনার লক্ষ্যে কাজ করার আহ্বান জানিয়েছেন।

বিশ্বের নানা প্রান্ত থেকে আগত তরুণ উদ্ভাবক, উদ্যোক্তা এবং ব্যবসায়িক নেতৃবৃন্দ এই সামিটে অংশগ্রহণ করবেন এবং একটি টেকসই ও সহযোগিতামূলক ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

সম্মেলন উপলক্ষে ৩ জুলাই ২০২৫ তারিখে কুয়ালালামপুরের ডব্লিউ ফ্যাক্টরি ইভেন্ট স্পেস-এ এক সংবাদ সম্মেলন ও অংশীদারদের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন ইয়ুথ হাব ফাউন্ডেশনের পক্ষে চেয়ারম্যান ড. মোহাম্মদ আলী তারেক ও কোষাধ্যক্ষ সুমাইয়া জাফরিন চৌধুরী, প্রধান স্পন্সর- মানি এক্স এর ডেপুটি সিইও ও এক্সিকিউটিভ ডিরেক্টর মি. চু জুন কিয়ং, প্রতিষ্ঠাতা ও সিও মি. জোয়েল টান ওয়ে ইয়ং অফিশিয়াল টিকিটিং পার্টনার- টিকিট টু ইউ : ইভেন্ট ডিরেক্টর মি. হেনরি চিয়া স্পনসর- ইউনাইটেড ওভারসিস ব্যাংক (UOB) মালয়েশিয়া : স্ট্র্যাটেজিক অ্যালায়েন্স ম্যানেজার, বিজনেস ব্যাংকিং মিস গেইল ট্যাং ওয়েন ইয়িং কর্পোরেট ভিজিট ও মিডিয়া পার্টনার সিনচিউ মিডিয়া ডেইলি।

অনুষ্ঠানে অংশগ্রহণে আগ্রহীদের নিবন্ধনের লিংক https://tinyurl.com/IES2025

আয়োজকদের পক্ষ থেকে তরুণ উদ্যোক্তা, ব্যবসায়িক, সামাজিক উদ্ভাবক ও আগ্রহী অংশীদারদের এই আন্তর্জাতিক প্ল্যাটফর্মে অংশগ্রহণের জন্য আহ্বান জানানো হয়েছে।

মন্তব্য করুন

দায়িত্ব পালন করতে গিয়ে দগ্ধ রোমের দুই পুলিশ
ইতালির রোমে এলপিজি স্টেশনে ভয়াবহ বিস্ফোরণের সময় সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে গিয়ে গুরুতর দগ্ধ হয়েছেন ফ্রান্সেস্কো ও মার্কো নামে দুই পুলিশ। তারা Questura di Roma-তে কর্মরত ছিলেন। জানা গেছে, বিস্ফোরণের সময় আতঙ্কিত সাধারণ মানুষকে নিরাপদে সরিয়ে নিতে গিয়ে তারাই সবচেয়ে বেশি তাপপ্রবাহ ও দগ্ধতার শিকার হন। তাদের সাহসিকতা রোমজুড়ে প্রশংসিত হচ্ছে। চিকিৎসাধীন অবস্থায় জানিয়েছেন, প্রয়োজনে আবারও একই কাজ করতে দ্বিধা করব না। এরইমধ্যে হাজারো মানুষ তাদের দ্রুত আরোগ্যের জন্য শুভেচ্ছা জানিয়েছেন। বর্তমানে তারা রোমের Policlinico Umberto primo হাসপাতালে চিকিৎসাধীন আছেন। বিশেষজ্ঞ চিকিৎসকরা তাদের নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন। চিকিৎসকদের ভাষায়, তাদের অবস্থা স্থিতিশীল, তবে পূর্ণ সুস্থতা পেতে কিছুটা সময় লাগবে। সবার প্রত্যাশা এই দুই সাহসী অফিসার খুব দ্রুত সুস্থ হয়ে আবারও গর্ব ও ভালোবাসা নিয়ে তাদের সম্প্রদায়ের সেবায় ফিরে আসবেন।
দায়িত্ব পালন করতে গিয়ে দগ্ধ রোমের দুই পুলিশ
আবুধাবিতে সাড়ে ৮৩ কোটি টাকার লটারি জিতলেন প্রবাসী বাংলাদেশি
আবুধাবিতে এক প্রবাসী বাংলাদেশি আড়াই কোটি দিরহামের একটি লটারি জিতেছেন। বিজয়ী মোহাম্মদ নাসের আবুধাবির শিল্পনগরী মুসাফফাহর ১৩নং ইন্ডাস্ট্রিয়াল জোনে একটি বিল্ডিং ম্যাটেরিয়ালস শপে ইলেকট্রিশিয়ানের কাজ করেন। তিনি ও তার ১০ বন্ধু মিলে জুন মাসের বিগ টিকিট কিনেছিলেন।  বৃহস্পতিবার (৩ জুলাই) আবুধাবি ডিউটি ফ্রির লাইভ র‍্যাফেল ড্রটি অনুষ্ঠিত হয়।  র‍্যাফেল ড্রয়ে জ্যাকপট বিজয়ী নির্বাচিত হয় মোহাম্মদ নাসেরের টিকিট। এই পুরস্কারের আর্থিক মূল্য ২৫ মিলিয়ন দিরহাম বা সাড়ে ৮৩ কোটি টাকা। আবুধাবির জনপ্রিয় এ র‌্যাফেল ড্রতে আগের মাসে বিগ টিকিটে আরব আমিরাতের নাগরিক মুবারক ঘারিব রাশেদ সালেম আল দাহেরি ২০ মিলিয়ন বা ২ কোটি দিরহামের জ্যাকপট জিতেছিলেন। এবারের ২৭৬তম ই-ড্রয়ে আরেক বাংলাদেশি প্রবাসী মোহাম্মদ চৌধুরী দেড় লাখ দিরহাম জিতেছেন। বিগ টিকিট বিজয়ী মোহাম্মদ নাসের ১২ বছর ধরে তার বন্ধুদের সঙ্গে টিকিট কিনে আসছেন। জয়ের পর বিগ টিকিটের সঞ্চালক রিচার্ড ও বুশরার কাছে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে তিনি বলেন, ‘আজ আমার স্বপ্ন পূরণ হলো। আমার সারা শরীর কাঁপছে, এখনো বিশ্বাস করতে পারছি না যে আমার জীবনে কী ঘটে গেছে।’ বিগ টিকিটের ১০ বন্ধুর মধ্যে আরেকজন হলেন মোহাম্মদ সরোয়ার। তার গ্রামের বাড়ি ফটিকছড়ির পূর্ব সুয়াবিল। বর্তমানে তিনি চট্টগ্রামের মুরাদপুরে থাকেন। বিজয়ীদের কেউ কেউ দেশের বা আমিরাতের মূলধারার মিডিয়ায় নিজেদের ছবি বা বিস্তারিত তথ্য দিতে রাজি হননি। জানা গেছে, লটারির একটা অংশের টাকা দিয়ে মোহাম্মদ নাসের নিজ গ্রামে বাড়ি করবেন।
আবুধাবিতে সাড়ে ৮৩ কোটি টাকার লটারি জিতলেন প্রবাসী বাংলাদেশি
মালয়েশিয়ায় আটক বাংলাদেশিদের নিয়ে যে তথ্য দিলেন জুলকারনাইন
চরমপন্থি উগ্র মতবাদ এবং সন্ত্রাসবাদী আদর্শের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে আটক ৩৫ বাংলাদেশিকে নিয়ে নতুন তথ্য দিলেন অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের। শনিবার (০৫ জুলাই) বিকেলে, নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তথ্য দেন তিনি। পোস্টে তিনি আটকদের একটি তালিকাও প্রকাশ করেছেন। পোস্টে তিনি লেখেন, মালয়েশিয়া পুলিশ কর্তৃক ‘চরমপন্থি উগ্র মতবাদ’ এবং ‘সন্ত্রাসবাদী আদর্শ’-এর সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে ৩৬ জনকে আটক করার কথা গত ২৭ জুন একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রকাশ করে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুতিওন ইসমাইল।  বিস্তারিত অনুসন্ধানে জানা যায়, আটক ব্যক্তিদের মধ‍্যে ৩৫ বাংলাদেশি নাগরিক এবং একজন ইন্দোনেশিয়ার নাগরিক ছিলেন এবং এ বছরেরই এপ্রিল-মে-জুন তিন মাস ধরে পৃথক বিভিন্ন অভিযানে এদের আটক করা হয়। আনুষ্ঠানিকভাবে পুরো বিষয়টি প্রকাশ করা হয় গত ২৭ জুন।  তিনি লেখেন, মালয়েশিয়ার স্পেশাল ব্রাঞ্চের কাউন্টার টেররিজম ডিভিশন যেসব বাংলাদেশিকে আটক করেছে, তাদের অভিবাসন সংক্রান্ত কাগজপত্র যাচাই করে নিশ্চিত করা হয় যে, আটক ৩৫ জনের মধ্যে ১৪ জন (সংযুক্ত তালিকায় ৬-১৯ নং) বাংলাদেশি নাগরিক, মালয়েশিয়াতে অবৈধভাবে বসবাস করছিলেন।   তিনি আরও লেখেন, তাদের কাছে দেশটিতে থাকার কোনো বৈধ কাগজপত্র না পাওয়ার কারণে এই ১৪ জনকে ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করা হয় বাংলাদেশে ফেরত পাঠানোর জন্য এবং ইতোমধ্যে তালিকায় ৬ নম্বরে থাকা জাহেদ আহমেদ এবং ১০, ১১, ১৩, ১৫, ১৮ (ইমন মহিদউজ্জামান, আকরাম মো. ওয়াসিম, নজরুল ইসলাম, শেখ সালাম, মো. রেদওয়ানুল ইসলাম) কে বাংলাদেশে ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে এবং বাংলাদেশের নিরাপত্তা সংস্থা এদের সবাইকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। তালিকায় ৬-১৯ নম্বর পর্যন্ত থাকা বাকি ৮ জনকে আগামী ৭ আগস্ট বাংলাদেশে ফেরত পাঠানো হবে বলে বিভিন্ন সূত্র দাবি করেছে।  সংযুক্ত তালিকার ১-৫ নম্বরে থাকা ব্যক্তিদের দেশটিতে প্রচলিত প্রিভেনশন অব টেররিজম অ্যাক্টের আওতায় আটক করে চার্জ গঠন করা হয়েছে এবং সিরিয়াল ২০-৩৫ নম্বরের বাংলাদেশি নাগরিকদের একই অ্যাক্টের আওতায় আটক দেখিয়ে বিশদ তদন্ত চলছে।  সায়ের লেখেন, এক সংবাদ সম্মেলনে মালয়েশিয়ার পুলিশ প্রধান বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে শ্রমিকদের মধ্যে ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিগোষ্ঠীর মতাদর্শ প্রচার এবং তহবিল সংগ্রহ করে, বাংলাদেশি শ্রমিকদের এমন একটি চক্র ভেঙে দিয়েছে মালয়েশীয় কর্তৃপক্ষ। এই চক্র আন্তর্জাতিক মানি ট্রান্সফার সার্ভিস ও ই-ওয়ালেট ব্যবহার করে সিরিয়া ও বাংলাদেশে সন্ত্রাসী গোষ্ঠী ‘আইএসের জন্য’ অর্থ পাঠাত। মালয়েশিয়া পুলিশের স্পেশাল ব্রাঞ্চের কাউন্টার টেরোরিজম ডিভিশন তাদের অর্থ সংগ্রহের প্রমাণ পেয়েছে। তারা ঠিক কত অর্থ সংগ্রহ করেছে তা এখনো তদন্তাধীন। আমাদের ধারণা, সদস্য ফি এবং চাঁদা থেকেই এ অর্থ এসেছে বলে তিনি জানান। পুলিশের বরাত দিয়ে মালয়েশিয়া স্টার পত্রিকা লিখেছে, ‘গেরাকান মিলিটান রেডিক‍্যাল বাংলাদেশ’ বা ‘জিএমআরবি’ নামে পরিচিত এই চক্র হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামের মতো অ্যাপে সদস্য সংগ্রহ এবং উগ্র মতবাদের প্রচার করে আসছিল।
মালয়েশিয়ায় আটক বাংলাদেশিদের নিয়ে যে তথ্য দিলেন জুলকারনাইন