বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫, ১৩ ভাদ্র ১৪৩২

নতুন ফিচার নিয়ে এলো হোয়াটসঅ্যাপ

কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ জুলাই ২০২৫, ১২:৪৯ পিএম
হোয়াটসঅ্যাপ। ছবি : সংগৃহীত
হোয়াটসঅ্যাপ। ছবি : সংগৃহীত

মেটার মালিকানাধীন বিশ্বের জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। বার্তা, ছবি কিংবা ভিডিও আদান-প্রদানে বিশ্বজুড়ে কোটি কোটি মানুষ ব্যবহার করেন বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় এই প্ল্যাটফর্মটি। বিল্ড কোয়ালিটি, সহজ ব্যবহার পদ্ধতি আর নিরাপদ হওয়ায় মেটার এই অ্যাপটি গ্রাহকদের বেশি পছন্দ।

হোয়াটসঅ্যাপে অনেক দিন আগেই যুক্ত হয়েছে স্ট্যাটাস দেওয়ার সুবিধা। স্ট্যাটাসে যখন যা খুশি শেয়ার করা যাচ্ছে ফেসবুক ও ইনস্টাগ্রামের মতো। অন্যের স্ট্যাটাসে রিঅ্যাক্টও দেওয়া যায়। এবার আরেকটি নতুন ফিচার যুক্ত হচ্ছে এই প্ল্যাটফর্মে। অন্যের স্ট্যাটাস শেয়ার করার অপশন চালু করতে যাচ্ছে হোয়াটসঅ্যাপ।

ধরুন, আপনার কন্টাক্ট লিস্টে থাকা কেউ একজন একটি ভিডিও, গান বা লেখা স্ট্যাটাস দিয়েছেন। আপনার তা খুব পছন্দ হয়েছে। আপনি তা আপনার অ্যাকাউন্টে শেয়ার দিতে পারবেন। একইভাবে আপনার হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসও অন্যরা শেয়ার করতে পারবেন। কিন্তু তার জন্য স্ট্যাটাস বা স্টোরি দেওয়ার সময় ‘অ্যালাউ শেয়ারিং’ অপশনটি অন করে দিতে হবে। অন্যথায় মিলবে না শেয়ারের অপশন।

ফেসবুকে শেয়ারের ক্ষেত্রে মূল পোস্টটি যার করা, তার নাম দেখা যায়। নিশ্চয়ই ভাবছেন, এক্ষেত্রেও তা হবে কি না। উত্তর হচ্ছে, না। প্রাইভেসি পলিসি অনুযায়ী, মূল পোস্টটি কার করা তা দেখা যাবে না শেয়ারের ক্ষেত্রে।

মন্তব্য করুন

হোয়াটসঅ্যাপে নতুন দুই সুবিধা চালু
বর্তমানে বিভিন্ন অ্যাপে বার্তার মাধ্যমে নিয়মিত যোগাযোগ করেন অনেকেই। কিন্তু ব্যস্ততার কারণে অপরিচিত ব্যক্তিদের পাঠানো সব বার্তার উত্তর দেওয়া সব সময় সম্ভব হয় না। এ সমস্যা সমাধানে মেটা এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) চ্যাটবটের মাধ্যমে অন্যদের পাঠানো সব বার্তার সারসংক্ষেপ জানার সুযোগ চালু করেছে হোয়াটসঅ্যাপ। এতে বার্তাগুলো না পড়েই উল্লেখযোগ্য তথ্য জানার সুযোগ পাবেন ব্যবহারকারীরা। হোয়াটসঅ্যাপের তথ্যমতে, মেটার প্রাইভেট প্রসেসিং প্রযুক্তি কাজে লাগিয়ে অন্যদের পাঠানো সব বার্তার সারসংক্ষেপ স্বয়ংক্রিয়ভাবে লিখে দেবে ‘মেটা এআই’ চ্যাটবট। এআই প্রযুক্তির ‘এআই মেসেজ সামারি’ সুবিধাটি ঐচ্ছিক হওয়ায় ব্যবহারকারীরা নিজেদের প্রয়োজন অনুযায়ী চালু বা বন্ধ করতে পারবেন। প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্রে বসবাসকারীদের জন্য সুবিধাটি চালু করা হয়েছে। বছরের শেষ নাগাদ অন্যান্য দেশে সুবিধাটি চালু করা হবে। হোয়াটসঅ্যাপ বিজনেস ব্যবহারকারীদের জন্যও ভয়েস কলের পরিধি বাড়ানো হয়েছে। এত দিন এ সুবিধা শুধু ছোট ব্যবসাপ্রতিষ্ঠানের অ্যাকাউন্টে ব্যবহার করা গেলেও, এবার বড় ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো নিজেদের অ্যাকাউন্টের মাধ্যমে ভয়েস কল করতে পারবে। এর ফলে গ্রাহকরা সরাসরি ফোন করে ব্যবসায়িক প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। পাশাপাশি প্রতিষ্ঠানগুলোও গ্রাহকের নম্বরে কল করে বিভিন্ন সেবা দিতে পারবে। হোয়াটসঅ্যাপ জানিয়েছে, ভয়েস কলের পাশাপাশি ভয়েস বার্তা আদান-প্রদানের সুযোগও শিগগিরই চালু করা হবে। মেটা আরও জানিয়েছে, ভয়েস কল ও বার্তার সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ভয়েস এজেন্ট যুক্ত করা যাবে। প্রতিষ্ঠানগুলো চাইলে অন্যান্য প্রতিষ্ঠানের তৈরি এআই ভয়েস এজেন্ট যুক্ত করে হোয়াটসঅ্যাপেই স্বয়ংক্রিয়ভাবে গ্রাহকসেবা পরিচালনা করতে পারবে। সূত্র : দ্য ভার্জ, টেক ক্র্যাঞ্চ
হোয়াটসঅ্যাপে নতুন দুই সুবিধা চালু