শুক্রবার, ২৯ আগস্ট ২০২৫, ১৪ ভাদ্র ১৪৩২

যুদ্ধবিরতি কি মহাঝড়ের পূর্বলক্ষণ

হুমায়ূন কবির
প্রকাশ : ০১ জানুয়ারি ১৯৭০, ০৬:০০ এএম
যুদ্ধবিরতি কি মহাঝড়ের পূর্বলক্ষণ

চার রাত দুই দেশের মধ্যে দোষ চাপানোর খেলা চলল। দুই দেশের বড় শহরের আকাশ দিয়ে পাল্টাপাল্টি উড়ে গেল ক্ষেপণাস্ত্র আর ড্রোন। মনে হচ্ছিল পারমাণবিক অস্ত্রধর প্রতিবেশী দুই দেশ বোধহয় সর্বাত্মক যুদ্ধে মেনেই গেল! এরপর হঠাৎ করে যুদ্ধবিরতি ঘোষণা—এটা ছিল ভারত-পাকিস্তানের সাম্প্রতিক যুদ্ধের চিত্র। একই দৃশ্য দেখা গেছে ইরান-ইসরায়েল সংঘাতে। ১২ দিনের যুদ্ধের পর সেখানে ঘোষিত হয়েছে যুদ্ধবিরতি। আসলে যুদ্ধবিরতি কী, এটি কেন জরুরি? এটি কি প্রকৃতপক্ষে যুদ্ধ থামায় নাকি মহাঝড়ের পূর্বলক্ষণ? ভারত-পাকিস্তান, ইরান-ইসরায়েল, যুক্তরাষ্ট্র-ভিয়েতনাম, আজারবাইজান-আর্মেনিয়া, ইথিওপিয়া-টাইগ্রে, মিয়ানমার-এনইউজিসহ বিভিন্ন পক্ষের মধ্যে ঘোষিত যুদ্ধবিরতি নিয়ে বিস্তারিত লিখেছেন হুমায়ূন কবির

১৩ জুন ইরানের পারমাণবিক ও সারমিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েল। প্রথমে কিংকর্তব্যবিমূঢ় হয়ে যায় তেহরান। আকস্মিক ধাক্কা সামলে জবাব দেয় তারা। পাল্টাপাল্টি

হামলা-পাল্টা হামলার মধ্যে ২২ জুন ইরানের তিন পারমাণবিক স্থাপনায় হামলা চালায় যুক্তরাষ্ট্র। এরপর ২৩ জুন ইরান-ইসরায়েল যুদ্ধ বন্ধে সম্মত বলে ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ২৪ জুন থেকে এটি কার্যকর হয়েছে।

সে সময় ইরান জানায়, ইসরায়েল যদি তাদের আক্রমণ বন্ধ করে দেয়, তবে তারা গোলাবর্ষণ বন্ধ করতে প্রস্তুত। অন্যদিকে ইসরায়েল বলে, ইরানে তাদের লক্ষ্য অর্জিত হওয়ায় তারা যুদ্ধবিরতিতে সম্মত হয়।

একই রকম পরিস্থিতি দেখা গিয়েছিল ভারত ও পাকিস্তানের সংঘাতের মধ্যে। ২২ এপ্রিল কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হন। এ ঘটনার জন্য পাকিস্তান সমর্থিত জঙ্গিগোষ্ঠীকে দায়ী করে ৭ মে সে দেশে হামলা চালায় ভারত। পাল্টা আঘাত করে ইসলামাবাদও। চার দিনের যুদ্ধ শেষে ১০ মে যুদ্ধবিরতি ঘোষিত হয়।

উভয় ক্ষেত্রে পরস্পরকে হুমকি ও সতর্কবার্তা দিয়ে চলছে। ভারত ও পাকিস্তান অস্ত্র মজুত-উন্নয়নেও জোর তৎপরতা চালাচ্ছে। ইরান ও ইসরায়েলও একই পথে হেঁটেছে। ভারত ও পাকিস্তান এবং ইরান ও ইসরায়েল যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলেছে। এতে যুদ্ধবিরতি আদৌ টেকসই হবে কি না, তা নিয়ে এরই মধ্যে শঙ্কা দেখা দিয়েছে।

এখন যদি যুদ্ধবিরতি বহাল থাকে, তাহলে আশা করা হচ্ছে যে, এটি একটি স্থায়ী শান্তিতে রূপ লাভ করবে। কিন্তু এর জন্য প্রচুর দক্ষ কূটনীতির প্রয়োজন হবে।

যুদ্ধবিরতি বলতে কী বোঝায়

জাতিসংঘের মতে, ‘যুদ্ধবিরতি’ শব্দটির কোনো একক, সর্বজনস্বীকৃত সংজ্ঞা নেই। যদিও শব্দটি সামরিক আদেশ ‘Cease fire—যুদ্ধবিরতি’ শব্দটির থেকে এসেছে, যা ‘Open fire—গুলি করো’ আদেশের বিপরীত।

এর মানে হলো যুদ্ধরত দুই পক্ষ তাদের মধ্যে আলোচনার মাধ্যমে যেসব শর্তসাপেক্ষে যুদ্ধ বন্ধ করতে সম্মত হয়, সেটিই যুদ্ধবিরতি। একে ‘শান্তি চুক্তি’ এবং ‘অস্ত্রসংবরণ’ বলা যেতে পারে।

জাতিসংঘ বলেছে, ‘যুদ্ধবিরতি’ এবং ‘সংঘর্ষ বন্ধ করা’র মধ্যে বেশ পার্থক্য রয়েছে। জাতিসংঘের মতে, ‘সংঘর্ষ বন্ধ করা’ সাধারণত যুদ্ধ বন্ধ করার জন্য একটি অনানুষ্ঠানিক চুক্তি।

সাধারণত ‘যুদ্ধবিরতি’ অনেকটা আনুষ্ঠানিক হয় এবং এতে কিছু শর্ত থাকে, যেগুলোর আওতায় দুই পক্ষ চুক্তিবদ্ধ হয় এবং কেউ চুক্তি ভঙ্গ করলে ফের যুদ্ধ শুরু হওয়ার ঝুঁকি থাকে।

চুক্তির উল্লেখযোগ্য দিক—যুদ্ধবিরতির উদ্দেশ্য, কখন থেকে এটি কার্যকর হবে, এর পরের রাজনৈতিক প্রক্রিয়া, এটি কোন ভৌগোলিক সীমারেখার মধ্যে অন্তর্ভুক্ত থাকবে, চুক্তিবদ্ধ পক্ষগুলো কোন কোন সামরিক কার্যকলাপ চালাতে পারবে, আর কোনটি পারবে না এবং যুদ্ধবিরতি কীভাবে পর্যবেক্ষণ করা হবে, তাও স্পষ্ট উল্লেখ থাকে।

যুদ্ধবিরতি কি স্থায়ী না কি কেবল অস্থায়ী

জাতিসংঘ বলছে, এটি উভয়ই হতে পারে। কখনো কখনো, যুদ্ধে লিপ্ত দুটি বিরোধী পক্ষ একটি অস্থায়ী বা প্রাথমিক যুদ্ধবিরতিতে সম্মত হয়। এটি সহিংসতা কমাতে বা মানবিক সংকট কমানোর লক্ষ্যেও হতে পারে।

যখন ইসরায়েল এবং হামাস-নেতৃত্বাধীন সশস্ত্র গোষ্ঠীগুলো ২০২৩ সালের ২৪ থেকে ৩০ নভেম্বরের মধ্যে একটি অস্থায়ী যুদ্ধবিরতিতে সম্মত হয়, তখন হামাস প্রায় ২৪০ জন বন্দির বিনিময়ে ১০৫ জন জিম্মিকে মুক্তি দেয়।

একটি প্রাথমিক যুদ্ধবিরতি অনেক সময় এমন একটি পরিবেশ তৈরি করতে পারে, যাতে তা শান্তি আলোচনায় সহায়তা করে এবং একটি স্থায়ী বা একটি নির্দিষ্ট যুদ্ধবিরতির পথ তৈরি করতে সাহায্য করে।

যেমন, ২০২১ সালের জুনের শেষের দিকে ইথিওপিয়ার সরকার টাইগ্রেতে মানবিক সহায়তা বিতরণের অনুমতি দেওয়ার জন্য একটি অনির্দিষ্টকালের জন্য মানবিক যুদ্ধবিরতি ঘোষণা করে। এই যুদ্ধবিরতির মূল উদ্দেশ্য ছিল টাইগ্রে অঞ্চলে মানবিক সংকট মোকাবিলা করা এবং বিদ্রোহীদের সঙ্গে আলোচনার মাধ্যমে সংঘাতের শান্তিপূর্ণ সমাধান খুঁজে বের করা।

তবে, অনেক সময় প্রাথমিক যুদ্ধবিরতি ভেস্তে গেলে যুদ্ধ তীব্র আকারও ধারণ করতে পারে। যেমন নাগর্নো-কারাবাখ অঞ্চল নিয়ে আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে বহুবার যুদ্ধ ও যুদ্ধবিরতি হয়েছে। বিশেষ করে ২০২০ সালের সেপ্টেম্বরে শুরু হওয়া সংঘর্ষ চলে ছয় সপ্তাহ ধরে। রাশিয়ার মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে এটির সমাপ্তি হয়। কিন্তু ২০২৩ সালের সেপ্টেম্বরে ফের সংঘাত ছড়িয়ে পড়ে।

বিশ্লেষকদের মতে, কিছু ক্ষেত্রে, যুদ্ধরত পক্ষের একজন বা উভয় পক্ষই যুদ্ধক্ষেত্রে নিজেদের অবস্থান শক্তিশালী করতে সময় ক্ষেপণের জন্য প্রাথমিক যুদ্ধবিরতিকে সুযোগ হিসেবে ব্যবহার করে থাকে। তবে দুটি বিবদমান পক্ষের মধ্যে সফল শান্তি আলোচনার পরই সাধারণত একটি স্থায়ী যুদ্ধবিরতি স্থাপন করার সুযোগ হয়। এতে সাধারণত যুদ্ধরত বাহিনীগুলোকে নিরস্ত্রীকরণ, তাদের সামরিক সক্ষমতা কমানো বা কোনো বাহিনীকে পুরোপুরি বিলুপ্ত ও নিরস্ত্র করার মতো প্রক্রিয়া জড়িত থাকে। চুক্তি স্বাক্ষরের পরে বহু বছর ধরে এসব প্রক্রিয়াও চলতে থাকে।

সীমিত যুদ্ধবিরতি মানে কী

ইসরায়েল এবং হামাস ২০২৩ সালের নভেম্বরে তাদের অস্থায়ী যুদ্ধবিরতিকে ‘মানবিক বিরতি’ বলে অভিহিত করেছিল। মানবিক বিরতি কখনো কখনো যুদ্ধের সহিংসতা কমাতে বা মানবিক সংকট কমানোর জন্য করা হয়।

২০০৪ সালে ইন্দোনেশিয়ায় সুনামির আঘাত হানার পর, ইন্দোনেশিয়ার সরকার এবং ‘ফ্রি আচেহ মুভমেন্ট’ উভয়ই যুদ্ধবিরতি ঘোষণা করে। যাতে তারা যে এলাকায় লড়াই করছে, সেখানে জরুরি সাহায্য পৌঁছে দেওয়া যায়।

অনেক সময় একটি নির্দিষ্ট এলাকায় যুদ্ধ বন্ধ করার জন্যও চুক্তি হতে পারে যাকে ভৌগোলিক যুদ্ধবিরতি বলা হয়। যেমন রাশিয়ার সঙ্গে যুদ্ধের মধ্যে ইউক্রেনের মারিউপোল বন্দরে যুদ্ধবিরতি হয়েছিল।

২০১৮ সালে জাতিসংঘ স্থানীয় জনগণকে রক্ষা করার জন্য লোহিত সাগরে ‘হোদেইদা’ বন্দরের আশপাশে যুদ্ধ বন্ধ করার জন্য ইয়েমেন সরকার এবং হুতিদের মধ্যে একটি চুক্তি করে। গত মার্চে মিয়ানমারে ভয়াবহ ভূমিকম্পের পর ক্ষতিগ্রস্তদের ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম পরিচালনার জন্য দেশটির জান্তা সরকার ও বিদ্রোহীদের মধ্যে যুদ্ধবিরতি হয়।

মন্তব্য করুন

মুক্তির লড়াইয়ের আরেক নাম ভিয়েতনাম
বিশ শতকের পঞ্চাশ থেকে সত্তরের দশক পর্যন্ত গোটা বিশ্ব এক অবিরত প্রাণক্ষয়ের সাক্ষি হয়েছিল। একের পর এক অন্যায় শাসনের বিরুদ্ধে সংগ্রাম করে গেছে ভিয়েতনাম। যুক্তরাষ্ট্রের সঙ্গে ভিয়েতনাম যুদ্ধের ভয়াবহতার ক্ষত আজও অনেকে বহন করে বেড়াচ্ছেন। যুদ্ধে যুক্তরাষ্ট্র পরাজিত হলেও ভয়াবহ এক গণহত্যা চালায়। ১৯৪৬-৫৪ পর্যন্ত ভিয়েতনামিরা প্রথম ইন্দোচীন যুদ্ধে লড়াই করে ফ্রান্সের ঔপনিবেশিক শাসন থেকে মুক্তি লাভ করে। এ যুদ্ধ শেষে ভিয়েতনামকে সাময়িকভাবে উত্তর ভিয়েতনাম ও দক্ষিণ ভিয়েতনামে ভাগ করা হয়। সাম্যবাদীরা পায় উত্তর ভিয়েতনামের নিয়ন্ত্রণ আর দক্ষিণ ভিয়েতনামে সাম্যবাদবিরোধী শাসন শুরু করে। তবে উত্তর ভিয়েতনামের সাম্যবাদীরা একটি একত্রিত সাম্যবাদী ভিয়েতনাম গঠন করতে চাচ্ছিল। ১৯৫৯-৭৫ পর্যন্ত দক্ষিণ-পূর্ব এশিয়ায় সংঘটিত একটি দীর্ঘমেয়াদি সামরিক সংঘাত এ ভিয়েতনাম যুদ্ধ। এটি দ্বিতীয় ইন্দোচীন যুদ্ধ নামেও পরিচিত। যুদ্ধের একপক্ষে ছিল উত্তর ভিয়েতনামি জনগণ ও ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট এবং অন্যপক্ষে ছিল দক্ষিণ ভিয়েতনামি সেনাবাহিনী ও মার্কিন সেনাবাহিনী। এ সময় যুক্তরাষ্ট্রের নীতিনির্ধারকরা কিছুটা উদ্বেগে ভুগতে শুরু করেন। তাদের মনে হয়েছিল, সমগ্র ভিয়েতনাম সাম্যবাদী শাসনের অধীনে এলে ‘ডমিনো তত্ত্ব’ অনুযায়ী দক্ষিণ-পূর্ব এশিয়ায় তা ছড়িয়ে পড়বে। এ উদ্বেগ থেকেই ভিয়েতনাম বিষয়ে যুক্তরাষ্ট্র জড়িয়ে পড়ে। তারা দক্ষিণ ভিয়েতনামে সাম্যবাদবিরোধী সরকার প্রতিষ্ঠায় সহায়তা করে। কিন্তু এ সরকারের নিপীড়নমূলক আচরণের প্রতিবাদে দক্ষিণ ভিয়েতনামে আন্দোলন শুরু হয় এবং ১৯৬০ সালে দক্ষিণ ভিয়েতনামের সরকারকে উৎখাতের লক্ষ্যে ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট গঠন করা হয়। ১৯৬৫ সালে মার্কিন যুক্তরাষ্ট্র দক্ষিণ ভিয়েতনামি সরকারের পতন রোধকল্পে সেখানে সৈন্য পাঠায়; কিন্তু এর ফলে যে দীর্ঘস্থায়ী যুদ্ধের সূত্রপাত হয়, তাতে শেষ পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্র জয়ী হতে পারেনি। এ যুদ্ধে প্রায় ৩২ লাখ ভিয়েতনামের নাগরিক মারা যান। যুক্তরাষ্ট্রের প্রায় ৫৮ হাজার সেনা নিহত হন। যুদ্ধ বন্ধে প্যারিসে শান্তিচুক্তির লক্ষ্যে ১৯৬৯-৭৩ সালের মধ্যে প্রকাশ্যে কিংবা গোপনে বেশ কিছু বৈঠক অনুষ্ঠিত হয়। ভিয়েতনামের পক্ষ থেকে জুয়ান থুই, লি ডাক থো এবং মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী হেনরি কিসিঞ্জার ফেব্রুয়ারি, ১৯৭০ থেকে শান্তি চুক্তির ব্যাপারে গোপনে আলাপ-আলোচনা চালাচ্ছিলেন। পরবর্তী সময়ে ১৯৭৩ সালের ২৩ জানুয়ারি প্যারিসে শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তিতে ৮০ দিনের মধ্যে মার্কিন যুদ্ধবন্দিদের মুক্তি দেওয়া, যুদ্ধবিরতি,দক্ষিণ ভিয়েতনামে সাধারণ নির্বাচন, দক্ষিণ ভিয়েতনামে মার্কিন সহায়তা অব্যাহত রাখা এবং উত্তর ভিয়েতনামের সেনাদের দক্ষিণ ভিয়েতনামে অবস্থান অন্তর্ভুক্ত ছিল। শান্তি চুক্তি স্বাক্ষরিত হলেও সময়ের প্রয়োজনে আলাপ-আলোচনা অব্যাহত থাকে। কিছু অঞ্চলে তখনো যুদ্ধ চলছিল। ২৯ মার্চের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহার করে। উত্তর ভিয়েতনামে বোমাবর্ষণ হতে থাকে। উভয়পক্ষই যুদ্ধবিরতি লঙ্ঘন করে। মে ও জুন, ১৯৭৩ সালে কিসিঞ্জার এবং থো শান্তি চুক্তির উত্তরণে প্রচেষ্টা চালাতে থাকেন। ১৩ জুন, ১৯৭৩ সালে মার্কিন যুক্তরাষ্ট্র এবং উত্তর ভিয়েতনাম যৌথভাবে প্যারিস চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়নের লক্ষ্যে স্বাক্ষর করে। ১৯৭৫ সালে সাম্যবাদী শাসনের অধীনে দুই ভিয়েতনাম একত্রিত হয়। ১৯৭৬ সালে এটি সরকারিভাবে ভিয়েতনাম সমাজতান্ত্রিক প্রজাতন্ত্র নাম ধারণ করে।
মুক্তির লড়াইয়ের আরেক নাম ভিয়েতনাম
একক যুদ্ধবিরতি ইথিওপিয়ার
আফ্রিকার দেশ ইথিওপিয়ায় ২০১৮ সালে আবি আহমেদ প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতায় আসেন। এরপর থেকেই দেশটির রাজনৈতিক ব্যবস্থার মধ্যে আমূল পরিবর্তন আসতে শুরু করে। প্রতিবেশী দেশ ইরিত্রিয়ার সঙ্গে দুই দশকের সংঘাতের অবসান ঘটানোয় শান্তিতে নোবেলও পান তিনি। কিন্তু নিজ দেশের স্বাধীনতাকামী অঞ্চল টাইগ্রেতে শান্তি প্রতিষ্ঠায় তিনি বরাবরই ব্যর্থ হয়েছেন। উলটো রাজনৈতিক সংস্কারের নামে টাইগ্রেয়ানদের কোণঠাসা করার বহু অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এর প্রভাবেই টাইগ্রে পিপলস লিবারেশন ফ্রন্ট পার্টির (টিপিএলএফ) সঙ্গে দেশটির কেন্দ্রীয় সরকারের বিরোধ চরম আকার ধারণ করে গত বছরের নভেম্বরে শুরু হয় রক্তক্ষয়ী সংঘর্ষ। প্রায় আট মাস টাইগ্রেয়ান নেতৃত্ব দমনে সেনাবাহিনী পাঠান আবি আহমেদ। পরবর্তী সময়ে ২০ জুন এককভাবে যুদ্ধবিরতি ঘোষণা করে ইথিওপিয়া সরকার। এরপর শুরু হয় শান্তি আলোচনার উদ্যোগ। কিন্তু রাজনৈতিক উত্তেজনার জেরে বেশ কয়েকবার শান্তি আলোচনা ভেস্তে যায়। এরই মধ্যে টাইগ্রেতে সীমিত আকারে পণ্য সরবরাহের অনুমতি দেয় সরকার। এর জেরে টিপিএলএফ সরকারকে প্রতিশ্রুতি ভঙ্গের দায়ে অভিযুক্ত করে। তবে সরকার কোন ধরনের আলোচনা হয়েছে বলে স্বীকার করেনি। বিশেষত মেলেকে এলাকায় প্রায়ই দুই পক্ষের গুলিবিনিময়ের অভিযোগ পাওয়া যায়।
একক যুদ্ধবিরতি ইথিওপিয়ার
আজারবাইজান আর্মেনিয়া যুদ্ধবিরতি
নাগোরনো-কারাবাখ অঞ্চল ঘিরে আজারবাইজান ও জাতিগত আর্মেনিয়ার মধ্যে সংঘাত ঠেকাতে আন্তর্জাতিক সম্প্রদায় বরাবরই ব্যর্থ। ২০২০ সালের ২৭ সেপ্টেম্বর আজারবাইজান আর্মেনিয়ার নিয়ন্ত্রণাধীন আর্তসাখে আক্রমণ চালায়। এভাবে শুরু হয় আজারবাইজান-আর্মেনিয় যুদ্ধ। যুদ্ধে আজারবাইজানের সেনাবাহিনী আর্তসাখ দখলে নেয়। আজারবাইজানের সরকার এ যুদ্ধকে ‘আর্মেনিয়ায় শান্তি স্থাপ্ন অভিযান’ এবং ‘প্রতি আক্রমণ অভিযান’ বলে অভিহিত করে। অন্যদিকে আর্মেনিয়ার সংবাদমাধ্যম এই যুদ্ধকে ‘আজারবাইজানি আগ্রাসন’ বলে আক্রমণ করে। এমন জটিল সময়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার বদলে ইইউ ও যুক্তরাষ্ট্র চোখ বন্ধ করে রাখে। তারা উল্টো আজারবাইজানের কাছে অস্ত্র বিক্রি করে মুনাফা করে। আজারবাইজানে সামরিক সরঞ্জাম বিক্রি করে ইসরায়েল ও তুরস্কও লাভবান হয়। আর রাশিয়া আর্মেনিয়া ও আজারবাইজান—দুই পক্ষের কাছেই অস্ত্র বিক্রি করে। প্রায় দশ দিন এ যুদ্ধ চলে। পরে রাশিয়ার মধ্যস্থতায় দুটি এবং যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় একটি, মোট তিনটি যুদ্ধবিরতি কার্যকর হয়। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যস্থতায় আজারবাইজানি রাষ্ট্রপতি ইলহাম আলিয়েভ এবং আর্মেনীয় প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ান চূড়ান্ত যুদ্ধবিরতি চুক্তিতে স্বাক্ষর করেন। এর মধ্য দিয়ে প্রায় দেড় মাস ধরে চলে আসা আজারবাইজানি-আর্মেনীয় যুদ্ধের অবসান ঘটে।
আজারবাইজান আর্মেনিয়া যুদ্ধবিরতি
আবার কি আক্রান্ত হতে পারে ইরান
যুদ্ধের উত্তেজনা থেকে মধ্যপ্রাচ্য গত ২৪ জুন থেকেই একটি ভঙ্গুর যুদ্ধবিরতির দিকে এগোচ্ছে। ২৩ জুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান-ইসরায়েলের ১২ দিনের যুদ্ধের সমাপ্তি ঘোষণা দেন, এতে সংঘাত দৃশ্যত শেষ হয়েছে, অন্তত এখন পর্যন্ত। কিন্তু যে ‘যুক্তি’তে ইরানে হামলা হয়েছিল, তা পূরণ না হওয়ায় ফের দেশটিতে হামলার শঙ্কা তৈরি হয়েছে। যুদ্ধবিরতি ঘোষণার পর ট্রাম্প, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং ইরানের নেতারা—সবাই দাবি করছেন, সংঘাত থেমেছে তাদের শর্তেই। তবে আসল ঘটনা কী, ইসরায়েল কী অর্জন করল, ইরান কি নিজের কৌশলগত সম্পদ রক্ষা করতে পারল, আর এই যুদ্ধবিরতিই কি শান্তির পথে যাত্রা? উঠছে এমন নানা প্রশ্নও। কীভাবে শুরু হলো সংঘর্ষ: ২২ জুন ইসরায়েলের অনুরোধে যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর ওপর হামলা চালায়। এরপর ট্রাম্প দাবি করেন, ফর্দো, নাতাঞ্জ ও ইস্পাহানে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো ‘সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া হয়েছে’। জবাবে ২৩ জুন ইরান মধ্যপ্রাচ্যের কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় বিমানঘাঁটি আল-উদেইদে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এ পর্যায়ে মনে হচ্ছিল, মধ্যপ্রাচ্য হয়তো দীর্ঘমেয়াদি এক যুদ্ধের মুখোমুখি। কিন্তু কয়েক ঘণ্টার মধ্যেই ট্রাম্প তার মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ঘোষণা দেন, ‘ইসরায়েল ও ইরান পূর্ণাঙ্গ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে।’ শেষমেশ ইসরায়েল সীমিত পরিসরে মধ্যপ্রাচ্যে তার শুরু করা যুদ্ধেও যুক্তরাষ্ট্রকে জড়াতে সক্ষম হয়েছে। এর আগে ১৯৬৭ ও ১৯৭৩ সালের যুদ্ধেও যুক্তরাষ্ট্র ইসরায়েলকে উপকরণ দিয়ে সহায়তা দিয়েছিল, কিন্তু সরাসরি অভিযান চালায়নি। এবার সেই ব্যবধানও ঘুচেছে। তবে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার চার ঘণ্টার মধ্যেই ইসরায়েল দাবি করে, ইরান থেকে ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তাদের আকাশসীমায় ঢুকেছে এবং সেগুলো প্রতিহত করা হয়েছে। পরে ইসরায়েল তেহরানের কাছে একটি রাডার স্টেশনে হামলা চালায়। এ ঘটনায় ক্ষুব্ধ হন ট্রাম্প। ইসরায়েল বহু বছর ধরেই বলে আসছে, ইরান তাদের অস্তিত্বের জন্য সবচেয়ে বড় হুমকি। কিন্তু তারা আগে কখনো ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর ওপর সরাসরি হামলা চালায়নি। ১৩ জুন ইসরায়েল সেই সীমারেখা অতিক্রম করে। নাতাঞ্জ ও ইস্পাহানে গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় বোমা হামলা চালায়। জবাবে ইসরায়েলে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা করে ইরান। ইসরায়েলের এ অভিযানকে আন্তর্জাতিক সম্প্রদায়ের অনেকে অবৈধ বলে বিবেচনা করলেও দেশটির দাবি, তারা আত্মরক্ষায় এ হামলা করেছে। আবার বিশ্ব সম্প্রদায়ের সবাই ইসরায়েলের এ দাবির ব্যাপারেও একমত নয় যে, ইরান পারমাণবিক বোমা তৈরি বা এ বোমা শিগগির দেশটির বিরুদ্ধে ব্যবহারের পরিকল্পনা করছে। তেল আবিব ইরানে এই ‘অপারেশন রাইজিং লায়ন’ চালিয়েছে এমন একসময়ে, যখন ইসরায়েল এর আগেই ইরানের আঞ্চলিক মিত্র হুতি বিদ্রোহী (ইয়েমেনে), হামাস (ফিলিস্তিনের গাজায়) ও হিজবুল্লাহকে (লেবাননে) একাধিকবার আঘাত করেছে। বিগত দুই বছরে হামাস ও হিজবুল্লাহ যথেষ্ট দুর্বলও হয়েছে। ইরান কি পারমাণবিক কর্মসূচি রক্ষা করতে পারল: ইসরায়েল দাবি করেছে, তারা ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর ওপরিভাগে ব্যাপক ক্ষতি করেছে, আর যুক্তরাষ্ট্রের দাবি, স্থাপনার ভূগর্ভস্থ অংশও ধ্বংস করা হয়েছে। যুক্তরাষ্ট্রের হামলার পর জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষক সংস্থা ‘আইএইএ’-এর প্রধান রাফায়েল গ্রোসি বলেন, ইরানের পারমাণবিক কর্মসূচি কেবল কয়েক মাস পিছিয়েছে। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো আইএইএর মতো মূল্যায়ন প্রকাশ করেছে। এ ছাড়া আইএইএ বলছে, ইরানের কাছে এখন প্রায় ৪০০ কেজি উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে। এর ভাগ্যে কী ঘটেছে, তা এখনো অজানা। ইরানের ওপর আরেকটি হামলার সম্ভাবনা কতটা: ইসরায়েল ও ইরান শুধু যুদ্ধবিরতিতে রাজি হয়েছে, শান্তিচুক্তি হয়নি। ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে ভবিষ্যতে দুটি সম্ভাব্য পথ খোলা আছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। প্রথমত, আবারও আইএইএর তত্ত্বাবধানে পারমাণবিক কর্মসূচি পরিচালনা এবং একটি নতুন চুক্তি করা; যেমনটা ২০১৫ সালে প্রেসিডেন্ট বারাক ওবামার সময় হয়েছিল (জেসিপিওএ)। যদিও সেই চুক্তি থেকে ইরান নয়, যুক্তরাষ্ট্রই একতরফা বেরিয়ে গিয়েছিল (ট্রাম্পের প্রথম মেয়াদে)। এমন চুক্তি করা হলে তেহরানের ওপর তার পারমাণবিক কর্মসূচি নিয়ে আন্তর্জাতিক চাপ কমবে। এ প্রচেষ্টায় ইউরোপীয় দেশগুলোর একটি ভূমিকা রয়েছে। যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি মিলে ২০ জুন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে বৈঠক করে। সেখানে ছিলেন ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতিবিষয়ক প্রধান কাজা কাল্লাসও। তিনি মার্কিন হামলা ঠেকানোর চেষ্টা করেন, কিন্তু ব্যর্থ হন। ইউরোপীয় ইউনিয়ন যদিও একা ইরানকে আপোসে রাজি করাতে সক্ষম নয়, তবু সংস্থাটি মার্কিন-ইসরায়েলি কড়া অবস্থানের বিপরীতে একটি ভারসাম্যমূলক অবস্থান নিতে পারে। এথেন্স বিশ্ববিদ্যালয়ের ভূরাজনীতির শিক্ষক ইয়োআনিস কোটুলাস বলেন, ‘ইরান কূটনৈতিকভাবে ইউরোপকে জড়ানোর চেষ্টা করবে, সেটি আরও বেশি তত্ত্বাবধানের প্রস্তাব দিয়ে (পারমাণবিক কর্মসূচিতে) এবং এ কর্মসূচির ব্যাপারে প্রতিশ্রুতি দিয়ে।’ তবে ইসরায়েল অতীতে ইরান ও পশ্চিমাদের মধ্যে যে কোনো পারমাণবিক চুক্তি বাতিল করার চেষ্টা করেছে। নতুন চুক্তিকেও তারা মেনে নেবে না বলেই মনে হয়। উপরন্তু, ইরান কি চুক্তির পথে হাঁটবে? যখন যুক্তরাষ্ট্র আগের চুক্তি ভেঙে দিয়েছে, পরে আলোচনার শর্তও বদলে দিয়েছে এবং শেষ পর্যন্ত আলোচনা চলার সময়ই ইসরায়েলের সঙ্গে মিলে তেহরানের পারমাণবিক স্থাপনাগুলোয় হামলা চালিয়েছে? সেন্ট অ্যান্ড্রুজ বিশ্ববিদ্যালয়ের ইরানবিষয়ক অধ্যাপক আলী আনসারি আলজাজিরাকে বলেন, ‘ইরানের ভেতরের রাজনৈতিক পরিস্থিতি ও পিছু হটার ভাষা অনুযায়ী এ ব্যাপারে সিদ্ধান্ত আসবে। তবে দেশটির কিছু কর্মী এরই মধ্যে পারমাণবিক কর্মসূচি বন্ধের দাবি তুলেছেন।’ অবশ্য এখন পর্যন্ত ইরান তার পারমাণবিক কর্মসূচি চালিয়ে যাওয়ার ব্যাপারে অনড়। সোমবার দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিটি একটি বিল অনুমোদন করেছে, যেখানে আইএইএর সঙ্গে সব ধরনের সহযোগিতা স্থগিত করার প্রস্তাব দেওয়া হয়েছে। অন্যদিকে ট্রাম্প সামাজিকমাধ্যমে আবারও জোর দিয়ে বলেন, ইরানের পারমাণবিক কর্মসূচিকে তিনি আবার চালু হতে দেবেন না। এই মৌলিক দ্বন্দ্ব যদি রয়ে যায়, তাহলে সামনে আবারও পাল্টাপাল্টি হামলা, এমনকি যুক্তরাষ্ট্রের নতুন করে জড়িয়ে পড়ার আশঙ্কা সময়ের ব্যাপারমাত্র।
আবার কি আক্রান্ত হতে পারে ইরান
ভারত-পাকিস্তানের সংঘাতের ভবিষ্যৎ
ভারত-পাকিস্তানের সংঘাতের ভবিষ্যৎ