শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২
ডা. রফিক

ফ্যাসিবাদের দোসররা এখনো স্বাস্থ্য খাতের গুরুত্বপূর্ণ পদে রয়েছেন

কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০১ জানুয়ারি ১৯৭০, ০৬:০০ এএম
ফ্যাসিবাদের দোসররা এখনো স্বাস্থ্য খাতের গুরুত্বপূর্ণ পদে রয়েছেন

বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম বলেছেন, জুলাই অভ্যুত্থানের এক বছর হতে চললেও বিগত ফ্যাসিস্ট আমলে যারা সর্বোচ্চ সুযোগ-সুবিধা নিয়েছেন, পতিত স্বৈরশাসকের দোসর হিসেবে কাজ করেছেন—তারা আজও এই বৈষম্যহীন বাংলাদেশের গুরুত্বপূর্ণ স্বাস্থ্যপদগুলোতে বহালতবিয়তে আসীন।

গতকাল শনিবার জাতীয় বক্ষব্যাধি হাসপাতালে কামরাঙ্গীরচর থানা যুবদলের আহ্বায়ক মো. হুমায়ুন কবিরের ছোট ভাই মো. সেন্টুকে দেখতে গিয়ে তিনি এসব কথা বলেন। সেন্টু ফুসফুসের জটিল রোগে আক্রান্ত।

সেন্টুর শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং হাসপাতালের দায়িত্বরত চিকিৎসকদের সঙ্গে কথা বলেন ডা. রফিক। রোগীর সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিতে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণে তিনি চিকিৎসকদের অনুরোধ করেন। পরে জাতীয় বক্ষব্যাধি, ক্যান্সার ও গ্যাস্ট্রোলিভার হাসপাতালের উপস্থিত চিকিৎসকদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।

মন্তব্য করুন

ক্রীড়াঙ্গনকেও কলুষিত করেছে শেখ হাসিনা
মেজর হাফিজ / ক্রীড়াঙ্গনকেও কলুষিত করেছে শেখ হাসিনা
স্বৈরাচারী ব্যবস্থা এখনো বহাল আছে
বদিউল আলম মজুমদার / স্বৈরাচারী ব্যবস্থা এখনো বহাল আছে
খিলক্ষেত থেকে নিখোঁজ জনতা ব্যাংকের ডিজিএম
খিলক্ষেত থেকে নিখোঁজ জনতা ব্যাংকের ডিজিএম
২৩ বছর পর পটুয়াখালী বিএনপির নতুন কমিটি উচ্ছ্বসিত নেতাকর্মীরা
২৩ বছর পর পটুয়াখালী বিএনপির নতুন কমিটি উচ্ছ্বসিত নেতাকর্মীরা