শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২

আবুধাবিতে সাড়ে ৮৩ কোটি টাকার লটারি জিতলেন প্রবাসী বাংলাদেশি

আরব আমিরাত প্রতিনিধি
প্রকাশ : ০১ জানুয়ারি ১৯৭০, ০৬:০০ এএম
আবুধাবিতে সাড়ে ৮৩ কোটি টাকার লটারি জিতলেন প্রবাসী বাংলাদেশি

আবুধাবিতে এক প্রবাসী বাংলাদেশি আড়াই কোটি দিরহামের একটি লটারি জিতেছেন। বিজয়ী মোহাম্মদ নাসের আবুধাবির শিল্পনগরী মুসাফফাহর ১৩নং ইন্ডাস্ট্রিয়াল জোনে একটি বিল্ডিং ম্যাটেরিয়ালস শপে ইলেকট্রিশিয়ানের কাজ করেন। তিনি ও তার ১০ বন্ধু মিলে জুন মাসের বিগ টিকিট কিনেছিলেন। গত বৃহস্পতিবার আবুধাবি ডিউটি ফ্রির লাইভ র‍্যাফেল ড্রটি অনুষ্ঠিত হয়। র‍্যাফেল ড্রয়ে জ্যাকপট বিজয়ী নির্বাচিত হয় মোহাম্মদ নাসেরের টিকিট। এই পুরস্কারের আর্থিক মূল্য ২৫ মিলিয়ন দিরহাম বা সাড়ে ৮৩ কোটি টাকা।

আবুধাবির জনপ্রিয় এ র‌্যাফেল ড্রতে আগের মাসে বিগ টিকিটে আরব আমিরাতের নাগরিক মুবারক ঘারিব রাশেদ সালেম আল দাহেরি ২০ মিলিয়ন বা ২ কোটি দিরহামের জ্যাকপট জিতেছিলেন। এবারের ২৭৬তম ই-ড্রয়ে আরেক বাংলাদেশি প্রবাসী মোহাম্মদ চৌধুরী দেড় লাখ দিরহাম জিতেছেন।

বিগ টিকিট বিজয়ী মোহাম্মদ নাসের ১২ বছর ধরে তার বন্ধুদের সঙ্গে টিকিট কিনে আসছেন। বিগ টিকিটের ১০ বন্ধুর মধ্যে আরেকজন হলেন মোহাম্মদ সরোয়ার। তার গ্রামের বাড়ি ফটিকছড়ির পূর্ব সুয়াবিল।

মন্তব্য করুন

স্বৈরাচারী ব্যবস্থা এখনো বহাল আছে
বদিউল আলম মজুমদার / স্বৈরাচারী ব্যবস্থা এখনো বহাল আছে
ফ্যাসিবাদের দোসররা এখনো স্বাস্থ্য খাতের গুরুত্বপূর্ণ পদে রয়েছেন
ডা. রফিক / ফ্যাসিবাদের দোসররা এখনো স্বাস্থ্য খাতের গুরুত্বপূর্ণ পদে রয়েছেন
খিলক্ষেত থেকে নিখোঁজ জনতা ব্যাংকের ডিজিএম
খিলক্ষেত থেকে নিখোঁজ জনতা ব্যাংকের ডিজিএম
২৩ বছর পর পটুয়াখালী বিএনপির নতুন কমিটি উচ্ছ্বসিত নেতাকর্মীরা
২৩ বছর পর পটুয়াখালী বিএনপির নতুন কমিটি উচ্ছ্বসিত নেতাকর্মীরা