বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫, ১৩ ভাদ্র ১৪৩২

শাকিবকে ছোট করতে চাইনি: জাহিদ হাসান

বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৩ জুলাই ২০২৫, ০৪:৪৬ পিএম
আপডেট : ১৪ আগস্ট ২০২৫, ০১:৩৬ পিএম
শাকিব খান ও জাহিদ হাসান। ছবি : সংগৃহীত
শাকিব খান ও জাহিদ হাসান। ছবি : সংগৃহীত

ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খানকে নিয়ে সম্প্রতি করা মন্তব্য প্রসঙ্গে অভিনেতা জাহিদ হাসান তার আগের বক্তব্যের ব্যাখ্যা দিয়েছেন। তিনি স্পষ্ট করেছেন যে, তার উদ্দেশ্য শাকিব খানকে ছোট করা ছিল না; বরং তার বক্তব্য ভুলভাবে উপস্থাপিত হয়েছে অথবা তিনি সঠিকভাবে বোঝাতে পারেননি।

কিছুদিন আগে এক সাক্ষাৎকারে জাহিদ হাসান শাকিবকে ‘মেগাস্টার শাকিব খান’ উপাধি দেওয়া নিয়ে আপত্তি জানিয়েছিলেন। তিনি বলেছিলেন, “তাকে শুধু শাকিব খান বলা হয় না। বলে ‘মেগাস্টার শাকিব খান’। অন্য সবাইকে বলা হয় চিত্রনায়ক। কেন, এটা বুঝি না। সে তো একজন অভিনেতা। তাকে আগেই একটা ট্যাগ লাগিয়ে দেওয়া হয়। এটা তার জন্য কতটা ভালো হচ্ছে বা মন্দ হচ্ছে জানি না। তবে শব্দটা কানে লাগে।”

এই মন্তব্য নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শাকিব ভক্তদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। এরপরই জাহিদ হাসান একটি টেলিভিশন চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে নিজের অবস্থান পরিষ্কার করেন।

জাহিদ হাসান বলেন, ‘আমি নিজেই তো ছোট মানুষ। তাকে (শাকিব খান) ছোট করতে যাব কেন। আমার বক্তব্য হয়তো ভুলভাবে উপস্থাপন করা হয়েছে, না হয় আমি ভালোভাবে বুঝাতে পারিনি।’ তিনি আরও বোঝাতে চেয়েছেন যে, ‘যে নাম নিজেই অনেক বড়, তার আগে বাড়তি কোনো বিশেষণ দেওয়ার প্রয়োজন পড়ে না। যেমন টম ক্রুজ, শাহরুখ খান, সালমান খান, বা ম্যারাডোনা। তাদের নামই যথেষ্ট। এটাই বোঝাতে চেয়েছি। হয়তো অনেকে ভুল বুঝে কষ্ট পেয়েছেন।’

এই অভিনেতা দৃঢ়ভাবে বলেছেন, ‘আমি কাউকে ছোট করতে চাইও না, আমি পাগল নাকি! আমি নিজেই মানুষ হিসেবে অনেক ছোট। আর আমাদের শাকিব তো আমাদেরই সম্পদ। আমাদের তার পাশে থাকতে হবে। নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি করে তাকে ছোট করে তোলা কখনোই উচিত না।’

মন্তব্য করুন

শুটিং সেটে হঠাৎ অসুস্থ স্বস্তিকা, কী হয়েছিল? 
শুটিং সেটেই অসুস্থ হয়ে পড়েন অভিনেত্রী স্বস্তিকা দত্ত। ওপার বাংলার এই অভিনেত্রী একটি ছবির শুটিং করছিলেন। হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়া হয়। বিষয়টি নিজেই জানিয়েছেন স্বস্তিকা। তিনি জানান, আমি বুঝি, সব ঘটনার পেছনে কোনো একটা কারণ থাকে। ২ জুলাই ‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’ ছবির শুটিং করছিলাম আমি। তখন হঠাৎ অসহ্য যন্ত্রণা শুরু হয়। মনে হচ্ছিল, পৃথিবীর সবচেয়ে কঠিন যন্ত্রণা। সঙ্গে সঙ্গে আমাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। নিজের অসুস্থতা নিয়ে স্বস্তিকা জানালেন, তার কর্নিয়া আঘাতপ্রাপ্ত হয়েছে।  তিনি বলেন, আসলে কীভাবে, কখন, কোথায়, আমি জানি না। আমি কঠিন যন্ত্রণার সঙ্গে লড়াই করছি। আমার সব সহ-অভিনেতাকে সহযোগিতা করার জন্য ধন্যবাদ। এই ছবি আমার কাছে খুব বিশেষ। প্রতিজ্ঞা করছি, যাই ঘটে যাক, এই ছবিকে আমি আরও বিশেষ করে তুলব। আমার চিকিৎসার কথা মাথায় রেখেই আমার পরিচালক ও প্রযোজকরা শুটিং-এর দিনক্ষণ সাজাচ্ছেন। নিজের চোখের খেয়াল রাখার চেষ্টা করছি এবং শুটিংও করছি।
শুটিং সেটে হঠাৎ অসুস্থ স্বস্তিকা, কী হয়েছিল? 
আবারও জয়ার সিনেমার ট্রেলার শেয়ার করলেন অমিতাভ বচ্চন
বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চন। এর আগে জয়া আহসান অভিনীত ‘দশম অবতার’ সিনেমার ট্রেলার শেয়ার করেছিলেন তিনি। এবার আরও একবার এই অভিনেত্রীর নতুন সিনেমা ‘ডিয়ার মা’-এর ট্রেলার  নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে শেয়ার করলেন। পূর্বঘোষণা অনুযায়ী, ৩ জুলাই প্রকাশ পেয়েছে জয়া আহসান অভিনীত ‘ডিয়ার মা’ সিনেমার ট্রেলার। অনিরুদ্ধ রায় চৌধুরীর পরিচালনায় এতে প্রথমবারের মতো মায়ের চরিত্রে দেখা যাবে জয়াকে। যার একঝলক ট্রেলারে তুলে ধরেছেন নির্মাতা। এরপর ট্রেলারটির ইউটিউব লিংক নিজের ফেসবুক পেজে শেয়ার করতে দেখা যায় অমিতাভ বচ্চনকে, যা মুহূর্তেই নজর কাড়ে বাংলাদেশি দর্শকদের। এরপরই অনেকেই অভিনন্দন জানাতে থাকেন জয়া আহসানসহ ‘ডিয়ার মা’ টিমকে। ট্রেলার লিংক শেয়ার করে অমিতাভ বচ্চন ক্যাপশনে লেখেন, ‘টনি দা... সবসময় আমার শুভেচ্ছা রইল।’ ‘ডিয়ার মা’ মুক্তি পাবে আগামী ১৮ জুলাই। এর আগে ২৮ জুন ছবিটির টিজার প্রকাশ পেয়েছিল। আর ৩ জুলাই এসেছে ট্রেলার। সিনেমার প্রচারণায় ব্যস্ত জয়া আহসান বর্তমানে রয়েছেন কলকাতায়। ‘ডিয়ার মা’ সিনেমায় জয়া আহসানের সঙ্গে আরও অভিনয় করেছেন শাশ্বত চট্টোপাধ্যায়, ধৃতিমান চট্টোপাধ্যায় এবং মালায়ালাম অভিনেত্রী পদ্মপ্রিয়া জনকীরামন।  
আবারও জয়ার সিনেমার ট্রেলার শেয়ার করলেন অমিতাভ বচ্চন
চূড়ান্ত হলো শাকিব খানের নতুন সিনেমা
ঢালিউডের মেগাস্টার শাকিব খান আগামী বছরের (২০২৬) ঈদুল ফিতরকে লক্ষ্য করে একটি নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন। বুধবার (২ জুলাই) রাতে এই চুক্তি সম্পন্ন হয়। সিনেমাটির নাম এখনো চূড়ান্ত হয়নি, তবে এটি পরিচালনা করবেন জনপ্রিয় নির্মাতা আবু হায়াত মাহমুদ। আবু হায়াত মাহমুদ, যিনি আড়াই শতাধিক নাটক, একাধিক ওটিটি কনটেন্ট এবং টিভিসি-ডকুফিল্ম নির্মাণের জন্য পরিচিত, এবারই প্রথম শাকিব খানকে নিয়ে বড় পর্দার সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন। নতুন এ সিনেমাটি প্রযোজনা করছে ‘ক্রিয়েটিভ ল্যান্ড’। এর মাধ্যমে শিরিন সুলতানা প্রথমবারের মতো চলচ্চিত্র প্রযোজনায় নাম লেখালেন। জানা গেছে, সিনেমাটির গল্প লিখেছেন মেজবাহ উদ্দিন সুমন এবং চিত্রনাট্য তৈরি করেছেন মেজবাহ উদ্দিন সুমন ও মোহাম্মদ নাজিম উদ্দিন। সিনেমাটি প্রসঙ্গে নির্মাতা আবু হায়াত মাহমুদ বিস্তারিত কিছু জানাতে চাননি। তিনি শুধু বলেছেন, “এটা হবে একটি অ্যাকশন ফিল্ম, যেটি দর্শক ‘লার্জার দ্যান লাইফ’ হিসেবে বড় পর্দায় দেখতে পাবেন। সবেমাত্র আমরা শাকিব ভাইকে গতকাল চুক্তিবদ্ধ করিয়েছি। সিনেমার নাম, অন্যান্য অভিনেতা-অভিনেত্রী কারা থাকবেন, সেগুলো আগামীতে জানানো হবে।” এই ঘোষণার পর থেকেই শাকিব ভক্তদের মধ্যে দারুণ উত্তেজনা তৈরি হয়েছে।
চূড়ান্ত হলো শাকিব খানের নতুন সিনেমা