শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২

আবারও জয়ার সিনেমার ট্রেলার শেয়ার করলেন অমিতাভ বচ্চন

বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৪ জুলাই ২০২৫, ১২:২০ পিএম
আপডেট : ১৫ আগস্ট ২০২৫, ০১:০৭ পিএম
জয়ার সিনেমার ট্রেলার শেয়ার করলেন অমিতাভ বচ্চন। ছবি: সংগৃহীত
জয়ার সিনেমার ট্রেলার শেয়ার করলেন অমিতাভ বচ্চন। ছবি: সংগৃহীত

বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চন। এর আগে জয়া আহসান অভিনীত ‘দশম অবতার’ সিনেমার ট্রেলার শেয়ার করেছিলেন তিনি। এবার আরও একবার এই অভিনেত্রীর নতুন সিনেমা ‘ডিয়ার মা’-এর ট্রেলার নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে শেয়ার করলেন।

পূর্বঘোষণা অনুযায়ী, ৩ জুলাই প্রকাশ পেয়েছে জয়া আহসান অভিনীত ‘ডিয়ার মা’ সিনেমার ট্রেলার। অনিরুদ্ধ রায় চৌধুরীর পরিচালনায় এতে প্রথমবারের মতো মায়ের চরিত্রে দেখা যাবে জয়াকে। যার একঝলক ট্রেলারে তুলে ধরেছেন নির্মাতা।

এরপর ট্রেলারটির ইউটিউব লিংক নিজের ফেসবুক পেজে শেয়ার করতে দেখা যায় অমিতাভ বচ্চনকে, যা মুহূর্তেই নজর কাড়ে বাংলাদেশি দর্শকদের। এরপরই অনেকেই অভিনন্দন জানাতে থাকেন জয়া আহসানসহ ‘ডিয়ার মা’ টিমকে।

ট্রেলার লিংক শেয়ার করে অমিতাভ বচ্চন ক্যাপশনে লেখেন, ‘টনি দা... সবসময় আমার শুভেচ্ছা রইল।’

‘ডিয়ার মা’ মুক্তি পাবে আগামী ১৮ জুলাই। এর আগে ২৮ জুন ছবিটির টিজার প্রকাশ পেয়েছিল। আর ৩ জুলাই এসেছে ট্রেলার। সিনেমার প্রচারণায় ব্যস্ত জয়া আহসান বর্তমানে রয়েছেন কলকাতায়।

‘ডিয়ার মা’ সিনেমায় জয়া আহসানের সঙ্গে আরও অভিনয় করেছেন শাশ্বত চট্টোপাধ্যায়, ধৃতিমান চট্টোপাধ্যায় এবং মালায়ালাম অভিনেত্রী পদ্মপ্রিয়া জনকীরামন।

মন্তব্য করুন