শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২

বিদেশি পিস্তলসহ সন্ত্রাসী রয়েল আটক

যশোর প্রতিনিধি
প্রকাশ : ০৭ জুলাই ২০২৫, ০১:০৯ পিএম
আটক মো. রয়েল। ছবি : কালবেলা
আটক মো. রয়েল। ছবি : কালবেলা

যশোরের ঝিকরগাছায় বিদেশি পিস্তল, ম্যাগাজিনসহ এক যুবককে আটক করেছে থানা পুলিশ।

রোববার (৬ জুলাই) রাত ৯টার দিকে উপজেলার হাড়িয়াদেয়াড়া গ্রামে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

আটক মো. রয়েল (৩২) ওই গ্রামের শুকুর আলীর ছেলে। তার বিরুদ্ধে এর আগেও একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ঝিকরগাছা উপজেলার হাড়িয়াদেয়াড়া চাতালপাড়া এলাকায় রয়েলের বাড়িতে অভিযান চালায় থানা পুলিশ। এ সময় দোচালা টিনশেড ঘরের পশ্চিম পাশের কক্ষ থেকে তাকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করলে কোমরে থাকা একটি সচল বিদেশি পিস্তল ম্যাগাজিনসহ উদ্ধার করা হয়।

ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর মোহাম্মদ গাজী বলেন, আটক রয়েল দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত ছিলেন। তাকে অস্ত্র, ম্যাগাজিনসহ আটক করেছে পুলিশ। অস্ত্র আইনে মামলা দিয়ে তাকে আদালতে সোপর্দ করা হবে। রয়েলের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

মন্তব্য করুন

হেফাজত আমিরের সঙ্গে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
হেফাজত আমিরের সঙ্গে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
মেঘনায় মাছ নেই, কিস্তির চাপে জর্জরিত জেলেরা
মেঘনায় মাছ নেই, কিস্তির চাপে জর্জরিত জেলেরা
শতকোটি টাকার সম্পত্তি আ.লীগ নেতা দুই ভাইয়ের কবজায়  
শতকোটি টাকার সম্পত্তি আ.লীগ নেতা দুই ভাইয়ের কবজায়  
রেস্ট হাউসে নারীকাণ্ডের সেই ওসি প্রত্যাহার
রেস্ট হাউসে নারীকাণ্ডের সেই ওসি প্রত্যাহার