শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২

বিয়ে না করেই মা হচ্ছেন ভারতীয় এই অভিনেত্রী

বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৬ জুলাই ২০২৫, ০২:৫৯ পিএম
অভিনেত্রী ও নৃত্যশিল্পী ভাবনা রামান্না। ছবি : সংগৃহীত
অভিনেত্রী ও নৃত্যশিল্পী ভাবনা রামান্না। ছবি : সংগৃহীত

ভারতের কন্নড় ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী ও নৃত্যশিল্পী ভাবনা রামান্না এবার জীবনে নতুন এক অধ্যায় শুরু করছেন। ৪০ বছর বয়সী, এখনো অবিবাহিত এই অভিনেত্রী আইভিএফ পদ্ধতিতে যমজ সন্তানের মা হতে চলেছেন। খবর: নিউজ এইটিন।

ইনস্টাগ্রামে বেবি বাম্পের ছবি পোস্ট করে নিজের ছয় মাসের অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানান ভাবনা। লেখেন, ‘নতুন অধ্যায়, নতুন ছন্দ। কখনো ভাবিনি এমনটা বলব—আমি মা হতে চলেছি। যমজ সন্তান আসছে, আমি কৃতজ্ঞ।’

এই বয়সে এবং অবিবাহিত অবস্থায় মা হওয়া সহজ ছিল না বলে জানান তিনি। অনেক আইভিএফ ক্লিনিক তাকে ফিরিয়ে দেয়। অবশেষে চিকিৎসক সুষমার সহায়তায় প্রথম প্রচেষ্টাতেই সফল হন তিনি।

পরিবারের সমর্থনের কথাও জানিয়েছেন ভাবনা। বলেন, ‘বাবা, ভাই-বোনেরা ভালোবাসা দিয়ে পাশে থেকেছে। কেউ কেউ প্রশ্ন তুললেও আমি জানতাম—আমি প্রস্তুত।’

সন্তানদের পিতৃপরিচয় প্রসঙ্গে ভাবনা বলেন, ‘তাদের বাবা থাকবে না—এটা ঠিক। কিন্তু ভালোবাসা, সংস্কৃতি আর আত্মবিশ্বাসে বেড়ে উঠবে তারা।’

মা হওয়ার এই সিদ্ধান্ত প্রসঙ্গে ভাবনা বলেন, ‘এটা কোনো বিদ্রোহ নয়; বরং নিজের সত্যকে সম্মান করার সিদ্ধান্ত। যদি আমার গল্প একজন নারীকেও অনুপ্রাণিত করে, সেটাই যথেষ্ট।’

মন্তব্য করুন

তানিজন তিশার ২৫ লাখ টাকার চ্যালেঞ্জ
তানিজন তিশার ২৫ লাখ টাকার চ্যালেঞ্জ
ঈশালের স্বপ্ন
ঈশালের স্বপ্ন
রাজশাহীতে ওয়ারফেজ
রাজশাহীতে ওয়ারফেজ
দর্শক মজা পাবেন: তানজিকা
দর্শক মজা পাবেন: তানজিকা