শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২

জুলাই অভ্যুত্থান স্মরণে দেশজুড়ে আইডিয়া প্রতিযোগিতা

কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৪ জুলাই ২০২৫, ১২:৩১ এএম
আপডেট : ০৪ জুলাই ২০২৫, ০৭:৫২ এএম
জুলাই অভ্যুত্থানকে কেন্দ্র করে সারা দেশে আয়োজন করা হচ্ছে জাতীয় আইডিয়া প্রতিযোগিতা। ছবি : সংগৃহীত
জুলাই অভ্যুত্থানকে কেন্দ্র করে সারা দেশে আয়োজন করা হচ্ছে জাতীয় আইডিয়া প্রতিযোগিতা। ছবি : সংগৃহীত

জুলাই অভ্যুত্থানকে কেন্দ্র করে সারা দেশে আয়োজন করা হচ্ছে জাতীয় আইডিয়া প্রতিযোগিতা। স্থানীয় সরকার বিভাগ ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এ প্রতিযোগিতা আয়োজন করা হবে বলে স্থানীয় সরকার বিভাগের এক প্রজ্ঞাপনে বলা হয়েছে।

শিক্ষার্থী, তরুণ ও সৃজনশীল নাগরিকদের উদ্ভাবনী চিন্তা, সামাজিক দায়বদ্ধতা ও অংশগ্রহণমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার লক্ষ্য এ উদ্যোগ নেওয়া হয়েছে। নির্বাচিত আইডিয়া বাস্তবায়নের জন্য প্রতিটি প্রকল্পের ব্যয় সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত বরাদ্দ করা হয়েছে।

স্থানীয় সরকার বিভাগের জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা সমাজ উন্নয়ন, প্রযুক্তি, পরিবেশ, স্বাস্থ্য, সচেতনতা ও নাগরিক অংশগ্রহণমূলক যে কোনো বিষয়ে উদ্ভাবনী আইডিয়া জমা দিতে পারবে।

অংশগ্রহণকারীরা অনলাইনের মাধ্যমে নির্ধারিত ফরম পূরণ করে চলতি মাসের ১-১০ জুলাইয়ের মধ্যে কর্তৃপক্ষের কাছে আইডিয়া জমা দেবেন। জমা দেওয়া আইডিয়ার ভিত্তিতে ১১ জুলাই প্রাথমিক বাছাই ও ১২ জুলাই চূড়ান্ত বাছাই অনুষ্ঠিত হবে।

কর্তৃপক্ষের সহায়তায় বাছাইকৃত আইডিয়াগুলো প্রতিযোগীরা ১৩-৩১ জুলাইয়ের মধ্যে মাঠপর্যায়ে বাস্তবায়ন করতে হবে। আগামী ৫ আগস্ট প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, আইডিয়া প্রতিযোগিতায় দলীয়ভাবে ১৫-৩০ বছর বয়সী তরুণ-তরুণী অংশগ্রহণ করতে পারবেন। প্রতিটি দলে নারী সদস্যের অগ্রাধিকার নিশ্চিত করতে হবে। দেশীয় সংস্কৃতি ও অভ্যুত্থানের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রতিটি আইডিয়া জমা দিতে হবে।

এ ক্ষেত্রে আইডিয়া জমা দেওয়ার জন্য প্রতিযোগীদের শিরোনাম, ভূমিকা, স্থানসহ আইডিয়ার বিবরণ, উদ্দেশ্য ও প্রত্যাশিত প্রভাব সম্পর্কে বর্ণনা করতে হবে।

এ ছাড়া আইডিয়া বাস্তবায়নে দলের সদস্যদের সুনির্দিষ্ট ভূমিকা, সৃজনশীলতা ও উদ্ভাবনের ক্ষমতা, প্রস্তাবের স্বতন্ত্রতা এবং কাঙ্ক্ষিত ফলাফল উল্লেখ করতে হবে।

প্রতিযোগীরা আইডিয়া হিসেবে দেয়ালচিত্র, পথনাটক বা মঞ্চনাটক, প্রদর্শনী বা প্রামাণ্যচিত্র, জনসচেতনতামূলক কার্যক্রমসহ অন্য ধারণা দিতে পারবেন।

মন্তব্য করুন

তিন বিভাগে অতি ভারি বর্ষণ, পাহাড়ধসের শঙ্কা
তিন বিভাগে অতি ভারি বর্ষণ, পাহাড়ধসের শঙ্কা
দুপুরের মধ্যে যেসব জেলায় হতে পারে ঝড়বৃষ্টি 
দুপুরের মধ্যে যেসব জেলায় হতে পারে ঝড়বৃষ্টি 
আজ যেসব এলাকায় গ্যাস থাকবে না
আজ যেসব এলাকায় গ্যাস থাকবে না
বাংলা ব্লকেডে স্থবির ঢাকা, কোটা বাতিলে এক দফা কর্মসূচি ঘোষণা
৭ জুলাই / বাংলা ব্লকেডে স্থবির ঢাকা, কোটা বাতিলে এক দফা কর্মসূচি ঘোষণা