শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২

কলম্বোতে ২৪৮ রানে অলআউট বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৫ জুলাই ২০২৫, ০৬:৫৬ পিএম
আপডেট : ০৫ জুলাই ২০২৫, ০৬:৫৯ পিএম
কলম্বোতে ২৪৮ রানে অলআউট বাংলাদেশ

দ্বিতীয় ওয়ানডেতে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ভালো শুরু হলেও শেষ পর্যন্ত মাঝপথে বারবার হোঁচট খেয়ে ২৪৮ রানে গুটিয়ে গেছে বাংলাদেশ। ম্যাচের শুরুতে দ্রুত উইকেট হারিয়ে বিপদে পড়লেও পারভেজ হোসেন ইমন ও তাওহীদ হৃদয় দারুণ এক জুটি গড়ে দলকে টেনে তোলেন।

ইমন শুরু থেকেই আগ্রাসী ব্যাটিং করেন। পাওয়ারপ্লেতে শ্রীলঙ্কার বোলারদের উপর চড়াও হয়ে ৪৬ বলে হাফসেঞ্চুরি পূর্ণ করেন এই বাঁহাতি ব্যাটার। তার ৬৭ রানের ইনিংসটি সাজানো ছিল ৬টি চার ও ৩টি ছক্কায়। অন্যপ্রান্তে হৃদয় খেলেন ধীরস্থির কিন্তু মূল্যবান এক ইনিংস।

ইমনের আক্রমণাত্মক ব্যাটিংয়ের পর একটি অসাধারণ গুগলিতে তাকে বোল্ড করেন হাসারাঙ্গা। এরপরেই ম্যাচের মোড় ঘুরে যায়। পেসাররা শর্ট বলের ফাঁদে ফেলে আরও কয়েকটি দ্রুত উইকেট তুলে নেন। এক পর্যায়ে স্কোরবোর্ডে ১৫৯/৫ অবস্থায় পৌঁছে বিপদে পড়ে বাংলাদেশ।

তবে, জাকের আলী ও হৃদয় কিছুটা ক্ষণিক স্বস্তি এনে দেন। হৃদয় ধীরে ধীরে অর্ধশতক পূর্ণ করে দলকে ২০০ পার করান। কিন্তু শেষ পর্যন্ত তার অযথা রানের জন্য ছুটে রান আউট হয়ে যাওয়া দলের জন্য বড় আঘাত হয়ে আসে। জাকের আলিও ২৪ রান করে আউট হন।

ইনিংসের শেষদিকে তানজিম হাসান সাকিব দুর্দান্ত এক ছোট্ট ঝড় তুলেছিলেন। মাত্র ২১ বলে ৩৩ রান করে গুরুত্বপূর্ণ অবদান রাখেন তিনি, যার মধ্যে ছিল ২টি চার ও ২টি বিশাল ছক্কা।

শেষ পর্যন্ত বাংলাদেশ থামে ৪৫.৫ ওভারে ২৪৮ রানে। বল হাতে শ্রীলঙ্কার হয়ে সবচেয়ে সফল ছিলেন আসিথা ফার্নান্দো, মাত্র ৩৫ রানের বিনিময়ে ৪টি উইকেট শিকার করেন তিনি। হাসারাঙ্গা ৩টি, চামিরা ও আসালাঙ্কা নেন একটি করে উইকেট।

এই স্কোর কিছুটা কম হলেও, শুরুতে পাওয়া মোমেন্টাম কাজে লাগিয়ে লড়াই করার মতো পুঁজি দাঁড় করিয়েছে বাংলাদেশ। শ্রীলঙ্কার সামনে চ্যালেঞ্জিং এক লক্ষ্য, যেখানে স্পিন এবং কাটারদের ভূমিকা গুরুত্বপূর্ণ হবে।

মন্তব্য করুন

অস্ট্রেলিয়ার টেস্ট দেখতে মাঠে ঢুকে পড়ল কুকুর
অস্ট্রেলিয়ার টেস্ট দেখতে মাঠে ঢুকে পড়ল কুকুর
শেষ ওয়ানডের আগে শঙ্কায় শান্ত
শেষ ওয়ানডের আগে শঙ্কায় শান্ত
গ্লোবাল সুপার লিগে ফিরলেন সাকিব, রংপুরের বিপক্ষে মাঠে নামার সম্ভাবনা
গ্লোবাল সুপার লিগে ফিরলেন সাকিব, রংপুরের বিপক্ষে মাঠে নামার সম্ভাবনা
রোমাঞ্চকর জয়ের পর আইসিসি থেকে সুখবর পেলেন মিরাজরা
রোমাঞ্চকর জয়ের পর আইসিসি থেকে সুখবর পেলেন মিরাজরা