শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২

বিয়েতে রাজি না হওয়ায় অ্যাসিডে দগ্ধ মা-ভাইসহ তরুণী

যশোর প্রতিবেদক
প্রকাশ : ০১ জানুয়ারি ১৯৭০, ০৬:০০ এএম
বিয়েতে রাজি না হওয়ায় অ্যাসিডে দগ্ধ মা-ভাইসহ তরুণী

যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালীতে অ্যাসিড হামলায় এক পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন। ঘটনার মূলহোতা জসিম নামে এক যুবক, যিনি দীর্ঘদিন ধরে ওই পরিবারের এক মেয়েকে বিয়ের প্রস্তাব দিয়ে আসছিলেন। প্রস্তাব প্রত্যাখ্যান করায় প্রতিশোধ নিতে গিয়ে তিনি এমন হামলার পথ বেছে নেন।

বৃহস্পতিবার রাতে গদখালী গ্রামের ২৬ বছরের এক তরুণী, তার মা ও তৃতীয় শ্রেণিতে পড়ুয়া ভাইয়ের সঙ্গে ঘরে বসে ছিলেন। জানালার পাশে বসে থাকার সময় তাদের লক্ষ্য করে পাশের গ্রামের জসিম অ্যাসিড ছুড়ে মারেন। জসিম বহুদিন ধরে ওই তরুণীকে বিয়ের প্রস্তাব দিয়ে আসছিলেন। রাজি না হওয়ায় ক্ষুব্ধ হয়ে এ হামলা চালান তিনি। অ্যাসিডে ঝলসে যায় তিনজনের শরীর। প্রতিবেশীরা ছুটে এসে তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

যশোর জেনারেল হাসপাতালের চিকিৎসক তাহমিদ-উর-রহমান জানিয়েছেন, শিশুটির পা, হাত ও বুক দগ্ধ হয়েছে। অবস্থা ভালো নয়। ওই নারী ও তার মায়ের শরীরের বিভিন্ন অংশও দগ্ধ হয়েছে। তাদের ঢাকায় নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। রিপার বাবা বাদী হয়ে ঝিকরগাছা থানায় মামলা করেছেন। পুলিশ বলছে, তারা অভিযান চালাচ্ছে। তবে এখনো জসিমকে ধরা যায়নি।

পরিবারের পাশে তারেক রহমান: এ ঘটনায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের পক্ষ থেকে সহায়তার ঘোষণা দিয়েছেন। দলটির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত যশোর হাসপাতালে দগ্ধদের দেখতে যান। তিনি বলেন, চিকিৎসা ও মামলা পরিচালনায় দল তাদের পাশে থাকবে।

ওই নারী বলেন, গরিব মানুষ হিসেবে আইন-আদালত করতে পারতাম না। বিএনপির পাশে থাকার আশ্বাসে একটু সাহস পাচ্ছি। তবে আসামি গ্রেপ্তার না হওয়ায় আমার পরিবার এখনো ভয়ের মধ্যে আছে। আমরা চাই দ্রুত বিচার আর নিরাপদে ফিরে যাওয়ার নিশ্চয়তা।

মন্তব্য করুন

খরচে ষোলোআনা ফল শূন্য
খরচে ষোলোআনা ফল শূন্য
বিশেষ সহকারী
দুদককে থামিয়ে দিতে বিশেষ সহকারীর চিঠি
গাজা ধ্বংসে ইসরায়েলের নতুন কূটকৌশল
গাজা ধ্বংসে ইসরায়েলের নতুন কূটকৌশল
খসড়া টেলিকম নীতিমালা নিয়ে বিতর্ক তুঙ্গে
খসড়া টেলিকম নীতিমালা নিয়ে বিতর্ক তুঙ্গে