বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫, ১৩ ভাদ্র ১৪৩২

রাজনীতিতে নতুন চ্যালেঞ্জ ‘এআই প্রোপাগান্ডা’

মোকাবিলায় কাজ করছে দলগুলো
এহসান আব্দুল্লাহ
প্রকাশ : ৩০ নভেম্বর -০০০১, ১২:০০ এএম
আপডেট : ১৫ আগস্ট ২০২৫, ১২:৪০ পিএম
রাজনীতিতে নতুন চ্যালেঞ্জ ‘এআই প্রোপাগান্ডা’

বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশেও বিভিন্ন ক্ষেত্রে প্রতিনিয়ত বাড়ছে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার। তরুণ রাজনৈতিক কর্মীদের হাত ধরে দেশের রাজনৈতিক অঙ্গনেও সাম্প্রতিক সময়ে এই প্রযুক্তির ব্যবহার বহুগুণে বেড়েছে। বিশেষ করে বহুপ্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অনলাইন প্ল্যাটফর্মগুলোয় এআই দিয়ে তৈরি নানা ধরনের ভিডিও ও ছবির জোয়ার দেখা যাচ্ছে। এসব ভিডিও বা ছবির মাধ্যমে যেমন রাজনৈতিক দলগুলো নিজেদের পক্ষে প্রচার চালাচ্ছে, তেমনি একপক্ষ আরেকপক্ষের বিরুদ্ধে ‘প্রোপাগান্ডা’ ছড়ানোর কৌশল হিসেবেও এআই দিয়ে তৈরি ভিডিও বা ছবি ব্যবহার করছে বলে অভিযোগ উঠেছে। এ প্রবণতা একদিকে যেমন ডিজিটাল অপতথ্যের প্রবাহ বাড়াচ্ছে, তেমনি রাজনৈতিক দলগুলোর ভাবমূর্তিকে করছে বিতর্কিত। তবে এই ডিজিটাল অপতথ্যের প্রবাহ মোকাবিলায় নিজস্ব কর্মীদের নিয়ে কাজ করার কথা জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল।

গত বছর ৫ আগস্ট গণঅভ্যুত্থানে আওয়ামী লীগের সরকার পতনের পর থেকে দেশের অন্যতম প্রধান দুই রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও বাংলাদেশ জামায়াতে ইসলামীকে জড়িয়ে অনলাইনে চলছে নানা প্রচার-প্রচারণা। গণঅভ্যুত্থানের অন্যতম শক্তি তরুণদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) গঠনের পর দলটির নেতাকর্মীদের নিয়েও অনলাইনে নানা কার্যক্রম দেখা যায়, যার একটি বড় অংশজুড়ে রয়েছে নেতিবাচক প্রচারণা। আর এসব প্রচার-প্রচারণায় বা অপতথ্যের প্রচারে ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে এআই দিয়ে তৈরি ভিডিও ও ছবি। সামাজিক যোগাযোগমাধ্যমের অন্যতম প্রধান প্ল্যাটফর্ম ফেসবুককেন্দ্রিক এসব অপপ্রচারের জন্য বিএনপিকর্মীরা জামায়াত-শিবির ও এনসিপি নেতাকর্মীদের দায়ী করছেন। অন্যদিকে, জামায়াত-শিবির ও এনসিপি নেতাকর্মীরা এসব অপপ্রচারের জন্য বিএনপি ও পলাতক আওয়ামী লীগ নেতাকর্মীদের দায়ী করছেন। এসব নিয়ে ফেসবুকের কমেন্ট বক্সে তুমুল বিবাদেও জড়াচ্ছেন বিভিন্ন দলের নেতাকর্মীরা।

অপতথ্য নিয়ে গবেষণা করা প্রতিষ্ঠান ডিসমিস ল্যাবের সাম্প্রতিক এক প্রতিবেদনে উঠে এসেছে, শুধু প্রতিপক্ষের বিরোধিতা বা অপপ্রচার নয়, আগামী নির্বাচনকে কেন্দ্র করেন দলের প্রতি জনসমর্থন বাড়াতেও এআই ভিডিওর আশ্রয় নিচ্ছেন রাজনৈতিক নেতাকর্মীরা।

এসব বিষয়ে জানতে চাইলে বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি কালবেলাকে বলেন, ‘বিএনপি একটি গণমানুষের দল। সাধারণ মানুষকে নিয়ে আমরা সার্বক্ষণিকভাবে রাজনৈতিক অঙ্গনে আমাদের দলের কর্মসূচি ও কর্মকাণ্ড পরিচালনা করে আসছি। এ মুহূর্তে সামাজিক যোগাযোগমাধ্যমে এআই দিয়ে অনেক ফলস ও ফেক নিউজ চলে আসছে। এ কারণে দেশ, দল ও রাজনীতি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এআইয়ের মাধ্যমে যেসব ফলস নিউজ আসছে, সেগুলোর কাউন্টার ন্যারেটিভ তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে আমাদের অ্যাকটিভিস্টদের দ্বারা যেখানে প্রতিবাদ করা দরকার, সেখানে প্রতিবাদ করছি। তবে এআইয়ের ওপর সম্পূর্ণ নির্ভর করে সাধারণ মানুষের রাজনীতি করা যায় না।’

বিএনপির এই নেতা জানান, সোশ্যাল মিডিয়ায় বিএনপির যারা কাজ করছেন তারা এ সব ন্যারেটিভ মোকাবিলায় সক্রিয় আছেন। কেউ যদি এআই ব্যবহার করে বিএনপির বিরুদ্ধে কোনো ন্যারেটিভ তৈরি করতে চায়, সেখানে বাস্তবতার আলোকে কাউন্টার ন্যারেটিভ তুলে ধরতে বিএনপিকর্মীরা কাজ করে যাচ্ছেন।

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের কালবেলাকে বলেন, সাইবার স্পেসে রাজনৈতিক প্রচারণা ও প্রোপাগান্ডা নিয়ে কীভাবে কাজ করা যায়, তা নিয়ে দলের নীতিনির্ধারণী পর্যায়ে আলোচনা চলছে। রাজনৈতিক বা নির্বাচনী প্রচারে এআই ব্যবহার করা কোনো সমস্যা নয়, তবে কেউ যদি এর মাধ্যমে হিংসাত্মক ও ভুল তথ্য উপস্থাপন করে, তা দল ও রাজনৈতিক পরিবেশের জন্য হুমকি।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব কালবেলাকে বলেন, এআই দিয়ে তৈরি প্রোপাগান্ডা ও ভুয়া কনটেন্ট রাজনৈতিক সহনশীলতাকে ব্যাহত করবে। এনসিপিতে যেহেতু অধিকাংশ নেতৃত্বই তরুণ, তাই তারা এ ধরনের প্রোপাগান্ডা ডিবাঙ্ক (মিথ্যা প্রমাণ) করতে কাজ করে যাচ্ছে।

তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ ফাহিম মাশরুর কালবেলাকে বলেন, প্রযুক্তির এ সময়ে রাজনৈতিক অঙ্গনে এআই দিয়ে তৈরি প্রচারণা আটকে রাখা সম্ভব নয়। তবে এক্ষেত্রে ভিন্ন রাজনৈতিক দলের প্রতি ইঙ্গিত করে নেতিবাচক ও হিংসাত্মক কনটেন্ট প্রচার থেকে বিরত থাকা উচিত। এগুলো আসলে নেতাকর্মীরা করে থাকেন, রাজনৈতিক দলগুলোর উচিত নেতাকর্মীদের এ ব্যাপারে সতর্ক ও সচেতন করা। কারণ তরুণরা এসব বিষয়ে সচেতন হলেও যাদের প্রযুক্তি জ্ঞান কম, তাদের অনেকেই এআই দ্বারা প্রচারিত তথ্যের কারণে বিভ্রান্ত হতে পারেন।

মন্তব্য করুন

রিপাবলিক পার্টি / আসিফ নজরুল উপদেষ্টা পরিষদে গিয়ে মৃত হয়ে গেছেন
অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল উপদেষ্টা পরিষদে গিয়ে মৃত হয়ে গেছেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ রিপাবলিক পার্টির (বিআরপি) সভাপতি মেজর (অব.) মেহেদী হাসান। গতকাল বিকেলে জুলাই গণহত্যার বিচারকার্য স্থবিরতার প্রতিবাদে শাহবাগে আয়োজিত প্রতীকী কফিন মিছিল ও সমাবেশে এ মন্তব্য করেন তিনি। এ সময় ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’, ‘ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, খুনি হাসিনার ফাঁসি চাই’, ‘আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে’ ইত্যাদি স্লোগান দেন বিআরপির নেতাকর্মীরা। দ্রুত জুলাই সনদ ঘোষণা ও জুলাই গণহত্যাকারীদের বিচার দাবি করে দলটি। বিআরপির সভাপতি মেহেদী হাসান বলেন, জুলাই গণঅভ্যুত্থানের এক বছর হয়ে গেছে; কিন্তু এখন পর্যন্ত এর কোনো দৃশ্যমান বিচার হয়নি। আমার ভাইয়েরা কবরে শুয়ে আছে, অথচ খুনিরা এখনো বাইরে ঘুরে বেড়াচ্ছে। দলটির সাধারণ সম্পাদক মেজর (অব.) রাজিবুল হাসান বলেন, যে শহীদদের রক্তের ওপর এই অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, তারা সে শহীদদের রক্তের কোনো দাম দিচ্ছেন না। খুনিদের বিচার নিশ্চিতে তাদের কোনো কার্যক্রম দেখা যাচ্ছে না। আমরা এর নিন্দা ও প্রতিবাদ জানাই। এ সময় আরও উপস্থিত ছিলেন, দলটির সিনিয়র সহসভাপতি সাঈদ আলী সিকদার, সহসভাপতি ক্যাপ্টেন (অব.) শফিকুল ইসলাম, লেফটেন্যান্ট কর্নেল (অব.) ইমরান, অ্যাডভোকেট নাসিম উদ্দিন মোহাম্মদ বায়েজিদ ও যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন ইউনূস।
আসিফ নজরুল উপদেষ্টা পরিষদে গিয়ে মৃত হয়ে গেছেন
আবুধাবিতে সাড়ে ৮৩ কোটি টাকার লটারি জিতলেন প্রবাসী বাংলাদেশি
আবুধাবিতে এক প্রবাসী বাংলাদেশি আড়াই কোটি দিরহামের একটি লটারি জিতেছেন। বিজয়ী মোহাম্মদ নাসের আবুধাবির শিল্পনগরী মুসাফফাহর ১৩নং ইন্ডাস্ট্রিয়াল জোনে একটি বিল্ডিং ম্যাটেরিয়ালস শপে ইলেকট্রিশিয়ানের কাজ করেন। তিনি ও তার ১০ বন্ধু মিলে জুন মাসের বিগ টিকিট কিনেছিলেন। গত বৃহস্পতিবার আবুধাবি ডিউটি ফ্রির লাইভ র‍্যাফেল ড্রটি অনুষ্ঠিত হয়। র‍্যাফেল ড্রয়ে জ্যাকপট বিজয়ী নির্বাচিত হয় মোহাম্মদ নাসেরের টিকিট। এই পুরস্কারের আর্থিক মূল্য ২৫ মিলিয়ন দিরহাম বা সাড়ে ৮৩ কোটি টাকা। আবুধাবির জনপ্রিয় এ র‌্যাফেল ড্রতে আগের মাসে বিগ টিকিটে আরব আমিরাতের নাগরিক মুবারক ঘারিব রাশেদ সালেম আল দাহেরি ২০ মিলিয়ন বা ২ কোটি দিরহামের জ্যাকপট জিতেছিলেন। এবারের ২৭৬তম ই-ড্রয়ে আরেক বাংলাদেশি প্রবাসী মোহাম্মদ চৌধুরী দেড় লাখ দিরহাম জিতেছেন। বিগ টিকিট বিজয়ী মোহাম্মদ নাসের ১২ বছর ধরে তার বন্ধুদের সঙ্গে টিকিট কিনে আসছেন। বিগ টিকিটের ১০ বন্ধুর মধ্যে আরেকজন হলেন মোহাম্মদ সরোয়ার। তার গ্রামের বাড়ি ফটিকছড়ির পূর্ব সুয়াবিল।
আবুধাবিতে সাড়ে ৮৩ কোটি টাকার লটারি জিতলেন প্রবাসী বাংলাদেশি
‘থ্রি-জিরো’ অর্জনে মুসলিম বিশ্বের প্রতি পরিবেশ উপদেষ্টার আহ্বান
অধ্যাপক মুহাম্মদ ইউনূসের প্রবর্তিত ‘থ্রি-জিরো’ অর্জনে মুসলিম বিশ্বের নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেছেন, শূন্য দারিদ্র্য, শূন্য বেকারত্ব ও শূন্য নিট কার্বন নিঃসরণ—এই তিনটি শূন্য অর্জনে প্রয়োজন আন্তরিকভাবে সামাজিক দায়িত্ববোধের চর্চা। দারিদ্র্য, বেকারত্ব ও পরিবেশ বিপর্যয়ের মোকাবিলায় প্রকৃত সামাজিক ব্যবসার মডেল গ্রহণ করতে হবে। গতকাল শনিবার সকালে রাজধানীর গুলশানের হোটেল বেঙ্গল ব্লুবেরিতে অনুষ্ঠিত ‘আন্তর্জাতিক সামাজিক ব্যবসা সম্মেলন (আইএসবিএস) ২০২৫: মুসলিম বিশ্বের তিনটি শূন্য অর্জনে এনজিও নেতৃত্ব’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রিজওয়ানা হাসান বলেন, ‘আমরা মূল্যবোধের কথা বলছি, কিন্তু প্রয়োগ করছি না—এটাই সমস্যা। প্রকৃত পরিবর্তন তখনই আসে, যখন নৈতিক আদর্শকে কাজে লাগানো হয়।’ উপদেষ্টা বলেন, ‘আধুনিক পুঁজিবাদ প্রকৃতি ও সমাজের ওপর বিরূপ প্রভাব ফেলেছে। এখনই যদি আমরা আমাদের অর্থনৈতিক মডেল পরিবর্তন না করি, তাহলে এই শতকের শেষ নাগাদ অনেক দেশ পানির নিচে তলিয়ে যাবে এবং অনেক সভ্যতা হারিয়ে যাবে।’ তিনি ভোগ ব্যবস্থার পুনর্বিবেচনার ওপর জোর দিয়ে বলেন, ‘প্রয়োজন আর অতিরিক্ত চাহিদার মধ্যে পার্থক্য করতে শিখতে হবে। আমাদের যুদ্ধ বন্ধ করতে হবে—চিরতরে।’ ইসলামের মূল্যবোধের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘ইসলাম কেবল প্রচার নয়, কার্যকর উদ্যোগের নির্দেশ দেয়। এটি বৈষম্যের বিরুদ্ধে কথা বলে এবং মুনাফার নামে দুঃখ সৃষ্টি না করে উপার্জন করে তা অন্যের কল্যাণে ব্যয় করার শিক্ষা দেয়।’ তিনি আফসোস করে বলেন, ‘মানবিক সংকটে মুসলিম বিশ্ব একক কণ্ঠে কথা বলে না। নিরীহ ফিলিস্তিনিদের হত্যা করা হলে কেন মুসলিম রাষ্ট্রগুলো নীরব থাকে? নৈতিক সাহস ছাড়া ভ্রাতৃত্ববোধের কোনো অর্থ নেই।’ উপদেষ্টা রিজওয়ানা মানবিক ঐক্যের ডাক দিয়ে বলেন, ‘ঘৃণা নয়, বৈচিত্র্যকে গ্রহণ করাই মানবতার পথ। আমাদের উচিত সহমর্মিতা থেকে কথা বলা এবং সব সম্প্রদায়কে মূল্যায়ন করা। সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তুরস্কের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপমন্ত্রী ড. হালিস ইউনুস এরসোজ, গ্রামীণ ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আবদুল হান্নান চৌধুরী, তুরস্কের ইউএনআইডব্লিউয়ের মহাসচিব ও ফুজুল সেভিংস ফাইন্যান্স ইনকের চেয়ারম্যান ইউপ আকমাল, ইউএনআইডব্লিউয়ের হাই অ্যাডভাইজরি বোর্ডের সদস্য ও সওয়ারের চেয়ারম্যান এস এম রাশেদুজ্জামান, আইআইআইটি বাংলাদেশের প্রতিনিধি ও বিআইআইটির মহাপরিচালক ড. এম আবদুল আজিজ এবং ইউএনআইডব্লিউয়ের কাউন্সিল সদস্য ও কৃষিবিদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ড. আলী আফজাল।
‘থ্রি-জিরো’ অর্জনে মুসলিম বিশ্বের প্রতি পরিবেশ উপদেষ্টার আহ্বান
শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তদন্তে কমিটি
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. আজিজুল ইসলামের বিরুদ্ধে যৌন হয়রানি অভিযোগে তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ ছাড়া তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। গতকাল শনিবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক স্বাক্ষরিত দুটি পৃথক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে। চার সদস্যের তদন্ত কমিটিতে আহ্বায়ক করা হয়েছে আল-ফিকহ অ্যান্ড ল বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ নাজিমুদ্দিনকে। অন্য সদস্যরা হলেন লোক প্রশাসন বিভাগের অধ্যাপক ড. ফকরুল ইসলাম, বাংলা বিভাগের অধ্যাপক ড. খোন্দকার আরিফা আক্তার, আইন বিভাগের অধ্যাপক ড. মাকসুদা আক্তার। কমিটিকে আগামী ২০ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তদন্তে কমিটি
ঢাকার ৫৬ আসনের সম্ভাব্য এমপি প্রার্থীর নাম ঘোষণা করল খেলাফত মজলিস
ঢাকার ৫৬ আসনের সম্ভাব্য এমপি প্রার্থীর নাম ঘোষণা করল খেলাফত মজলিস
ক্রীড়াঙ্গনকেও কলুষিত করেছে শেখ হাসিনা
মেজর হাফিজ / ক্রীড়াঙ্গনকেও কলুষিত করেছে শেখ হাসিনা
স্বৈরাচারী ব্যবস্থা এখনো বহাল আছে
বদিউল আলম মজুমদার / স্বৈরাচারী ব্যবস্থা এখনো বহাল আছে
ফ্যাসিবাদের দোসররা এখনো স্বাস্থ্য খাতের গুরুত্বপূর্ণ পদে রয়েছেন
ডা. রফিক / ফ্যাসিবাদের দোসররা এখনো স্বাস্থ্য খাতের গুরুত্বপূর্ণ পদে রয়েছেন