শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২

সাবেক সিইসি শামসুল হুদা মারা গেছেন

কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০১ জানুয়ারি ১৯৭০, ০৬:০০ এএম
সাবেক সিইসি শামসুল হুদা মারা গেছেন

সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ টি এম শামসুল হুদা আর নেই। গতকাল শনিবার সকালে তিনি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৮৩ বছর। তিনি স্ত্রী ও এক মেয়ে রেখে গেছেন।

শামসুল হুদার শ্যালক আশফাক কাদেরী বলেন, সকাল ৯টার দিকে গুলশানের বাসায় এ টি এম শামসুল হুদা মারা গেছেন। পরে তাকে বেসরকারি ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরহুমের জানাজা শেষে বনানী কবরস্থানে দাফন করা হবে।

এ টি এম শামসুল হুদা ১৯৪২ সালে ফরিদপুর জেলার সদর উপজেলায় জন্ম নেন। স্বাধীনতা পরবর্তী সময়ে তিনি পাকিস্তান সিভিল সার্ভিস থেকে বাংলাদেশ সিভিল সার্ভিসে যোগদান করেন। তিনি বাগেরহাট মহকুমার প্রশাসক, পানিসম্পদ মন্ত্রণালয় ও ব্যাংকিং বিভাগের সচিব এবং বাংলাদেশ কৃষি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকসহ একাধিক গুরুত্বপূর্ণ পদে দায়িত্বপালন করেন। সাবেক এই সিইসির মৃত্যুতে শোক জানিয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন।

ফখরুদ্দীন আহমদের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকারের সময় ২০০৭ সালের ৫ ফেব্রুয়ারি এ টি এম শামসুল হুদা সিইসির দায়িত্ব নিয়েছিলেন। তিনি নবম জাতীয় সংসদ নির্বাচনে নেতৃত্ব দেন। ২০১২ সাল পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করেন। কমিশনার হিসেবে তার সঙ্গী ছিলেন বর্তমান শ্রম এবং নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন।

মন্তব্য করুন

ক্রীড়াঙ্গনকেও কলুষিত করেছে শেখ হাসিনা
মেজর হাফিজ / ক্রীড়াঙ্গনকেও কলুষিত করেছে শেখ হাসিনা
স্বৈরাচারী ব্যবস্থা এখনো বহাল আছে
বদিউল আলম মজুমদার / স্বৈরাচারী ব্যবস্থা এখনো বহাল আছে
ফ্যাসিবাদের দোসররা এখনো স্বাস্থ্য খাতের গুরুত্বপূর্ণ পদে রয়েছেন
ডা. রফিক / ফ্যাসিবাদের দোসররা এখনো স্বাস্থ্য খাতের গুরুত্বপূর্ণ পদে রয়েছেন
খিলক্ষেত থেকে নিখোঁজ জনতা ব্যাংকের ডিজিএম
খিলক্ষেত থেকে নিখোঁজ জনতা ব্যাংকের ডিজিএম