শুক্রবার, ২৯ আগস্ট ২০২৫, ১৪ ভাদ্র ১৪৩২

বিশ্বশান্তি কামনায় শেষ হলো রথযাত্রা উৎসব

উৎসব
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০১ জানুয়ারি ১৯৭০, ০৬:০০ এএম
বিশ্বশান্তি কামনায় শেষ হলো রথযাত্রা উৎসব

বিশ্বশান্তি ও মঙ্গল কামনায় গতকাল শনিবার উৎসবমুখর পরিবেশে রাজধানী ঢাকাসহ সারা দেশে উল্টো রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে। এর মধ্য দিয়ে ভগবান শ্রীশ্রী জগন্নাথদেবের এবারের রথযাত্রা মহোৎসব সমাপ্ত হলো। ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে রাজধানীতে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ-ইসকন বাংলাদেশ আয়োজিত এ উৎসবে বৈরী আবহাওয়া উপেক্ষা করে শামিল হন হাজারো মানুষ। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে বিকেলে ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে উল্টো রথযাত্রা শুরু হয়ে ইসকন স্বামীবাগ আশ্রমে গিয়ে শেষ হয়। এর আগে গত ২৭ জুন ইসকন স্বামীবাগ আশ্রম থেকে রথযাত্রা শুরু হয়ে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে গিয়ে পৌঁছায়। ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনের প্রথম সচিব (রাজনৈতিক) গোকুল ভি কে তখন রথযাত্রার উদ্বোধন করেন।

এদিকে উল্টো রথযাত্রা শুরুর আগে ঢাকেশ্বরী জাতীয় মন্দির প্রাঙ্গণে ইসকন বাংলাদেশের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার। তিনি বলেন, রথযাত্রার মধ্য দিয়ে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা এক হয়ে যেতে পারি। এই যে ঐক্য, সেটা আমাদের মধ্যে সারা বছর বজায় থাকুক। এ রথযাত্রা এমন সময় অনুষ্ঠিত হচ্ছে, যখন আমরা জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি পালন করছি। সেই গণঅভ্যুত্থানে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষই অংশ নিয়েছিল। অভ্যুত্থানের মূল স্পিরিট ছিল একটি বৈষম্যমুক্ত দেশ গড়া। আমরা সেই চেষ্টা করে যাচ্ছি। কিন্তু বিষয়টা এত সহজ নয়—অনেক জটিল, অনেক কঠিন। সুতরাং বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ার যে স্বপ্ন, সেটা আমাদের ধারণ করতে হবে। আমাদের মধ্যে সব রকম সহিংসতা, হিংসা-বিদ্বেষ বন্ধ হোক; সমগ্র পৃথিবীতে শান্তি বিরাজ করুক—রথযাত্রা মহোৎসবে এ প্রার্থনাই করি।

গণফোরাম এবং বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট সুব্রত চৌধুরী বলেন, সনাতনী সমাজের ওপর বিভিন্ন সময় অত্যাচার, নির্যাতন-নিপীড়নের মাধ্যমে আমাদের মধ্যে প্রতিদিন-প্রতিনিয়ত যে ভয়ভীতি সঞ্চারিত হয়, সেটার অবসান হতে হবে। প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থেকে শুরু করে সর্বত্র আমাদের সঙ্গে বিমাতাসুলভ আচরণ করা হচ্ছে। এ মঞ্চ থেকে আমরা দাবি জানাব, বাংলাদেশে যুগ যুগ ধরে আমরা যে সাম্প্রদায়িক সম্প্রীতির অটুট বন্ধন রচনা করেছি, মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা যে বাংলাদেশের স্বপ্ন দেখেছিলাম, আজকে জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা সেই বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চাই। আশা করি, ড. মুহাম্মদ ইউনূস—আপনি আমাদের মনের কথা বুঝবেন, আমাদের ব্যথার কথা বুঝবেন। কেন আমরা লাঞ্ছিত হব, কেন অপমানিত হব? বাংলাদেশের সনাতনী সমাজ সবাই আমরা ঐক্যবদ্ধ। আমাদের মধ্যে কোনো বিভেদ নেই। আমরা চাই না, আমাদের এখানে আর কোনোভাবে অপমানিত-লাঞ্ছিত করা হোক। আমাদের প্রত্যাশা, আগামীর বাংলাদেশ হবে নতুন বাংলাদেশ, যেখানে কোনো বৈষম্য থাকবে না।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর বলেন, রথযাত্রা এমন এক উৎসব যার মাধ্যমে ভক্ত এবং ভগবান এক হয়ে রাস্তায় নেমে আসে। ভগবানকে পেয়ে ভক্ত তার সাধনায় একধাপ এগিয়ে যায়।

সভাপতির বক্তব্যে ইসকন বাংলাদেশের সাধারণ সম্পাদক চারুচন্দ্র দাস ব্রহ্মচারী বলেন, রথযাত্রা উৎসব এমন একটি মিলনমেলা, যেখানে শ্রীশ্রী জগন্নাথদেব সবাইকে দর্শন দিতে রাস্তায় বেরিয়ে পড়েন। তিনি কাউকে বঞ্চিত করেন না।

ইসকন বাংলাদেশের কার্যনির্বাহী কমিটির সদস্য বিমলা প্রসাদ দাসের সঞ্চালনায় আরও বক্তব্য দেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টার সহধর্মিণী ডা. রমা সাহা, মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি জয়ন্ত কুমার দেব, সাধারণ সম্পাদক ড. তাপস চন্দ্র পাল, ইসকন বাংলাদেশের যুগ্ম সম্পাদক জগৎগুরু গৌরাঙ্গ দাস ব্রহ্মচারী। অনুষ্ঠানে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সহসভাপতি অ্যাডভোকেট তাপস কুমার পালসহ অন্যরা উপস্থিত ছিলেন। পরে অতিথিরা মন্দির প্রাঙ্গণে থাকা রথের রশি টেনে উল্টো রথের বর্ণাঢ্য শোভাযাত্রার উদ্বোধন করেন।

হিন্দুদের ধর্মবিশ্বাস অনুযায়ী, রথযাত্রার দিন প্রভু জগন্নাথ, প্রভু বলদেব ও মাতা সুভদ্রাদেবী নিজ বাড়ি থেকে মাসির বাড়ি যান। সেখানে সপ্তাহকাল থেকে নিজ গৃহে ফেরেন। সে অনুযায়ী, গত ২৭ জুন নিজ বাড়িস্বরূপ স্বামীবাগের ইসকন আশ্রম থেকে আলাদা তিনটি রথে করে দেবদেবীদের নিয়ে যাওয়া হয় মাসির বাড়িস্বরূপ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে। সপ্তাহকাল পর গতকাল ঢাকেশ্বরী মন্দির থেকে দেবদেবীদের উল্টো রথযাত্রা করে ইসকন স্বামীবাগ আশ্রমে নিয়ে আসা হয়। উল্টো রথযাত্রায়ও ভগবান জগন্নাথদেবের হাজার হাজার ভক্ত পরিবার-পরিজন নিয়ে অংশগ্রহণ করেন। ধর্মীয় গান, কীর্তন এবং বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা ছাড়াও ঢাক-ঢোল, শঙ্খধ্বনি, উলুধ্বনি এবং মহামন্ত্র ‘হরিনাম’ এর মধ্য দিয়ে রথযাত্রাকে প্রাণবন্ত করে তোলেন ভক্তরা। অনেকে উল্টো রথযাত্রায় সরাসরি অংশগ্রহণ না করলেও বাড়ি-ঘর এবং রাস্তার দুধারে দাঁড়িয়ে রথের বর্ণাঢ্য শোভাযাত্রা দর্শন করে মনের ইচ্ছা পূরণ করেন। এ ছাড়া চট্টগ্রাম, কুড়িগ্রাম, সিলেট, জামালপুর, নাটোর, যশোরের চৌগাছা, মুন্সীগঞ্জের সিরাজদীখান, দিনাজপুরের ফুলবাড়ীসহ দেশের বিভিন্ন জায়গায় জগন্নাথদেবের উল্টো রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

মন্তব্য করুন

রিপাবলিক পার্টি / আসিফ নজরুল উপদেষ্টা পরিষদে গিয়ে মৃত হয়ে গেছেন
অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল উপদেষ্টা পরিষদে গিয়ে মৃত হয়ে গেছেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ রিপাবলিক পার্টির (বিআরপি) সভাপতি মেজর (অব.) মেহেদী হাসান। গতকাল বিকেলে জুলাই গণহত্যার বিচারকার্য স্থবিরতার প্রতিবাদে শাহবাগে আয়োজিত প্রতীকী কফিন মিছিল ও সমাবেশে এ মন্তব্য করেন তিনি। এ সময় ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’, ‘ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, খুনি হাসিনার ফাঁসি চাই’, ‘আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে’ ইত্যাদি স্লোগান দেন বিআরপির নেতাকর্মীরা। দ্রুত জুলাই সনদ ঘোষণা ও জুলাই গণহত্যাকারীদের বিচার দাবি করে দলটি। বিআরপির সভাপতি মেহেদী হাসান বলেন, জুলাই গণঅভ্যুত্থানের এক বছর হয়ে গেছে; কিন্তু এখন পর্যন্ত এর কোনো দৃশ্যমান বিচার হয়নি। আমার ভাইয়েরা কবরে শুয়ে আছে, অথচ খুনিরা এখনো বাইরে ঘুরে বেড়াচ্ছে। দলটির সাধারণ সম্পাদক মেজর (অব.) রাজিবুল হাসান বলেন, যে শহীদদের রক্তের ওপর এই অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, তারা সে শহীদদের রক্তের কোনো দাম দিচ্ছেন না। খুনিদের বিচার নিশ্চিতে তাদের কোনো কার্যক্রম দেখা যাচ্ছে না। আমরা এর নিন্দা ও প্রতিবাদ জানাই। এ সময় আরও উপস্থিত ছিলেন, দলটির সিনিয়র সহসভাপতি সাঈদ আলী সিকদার, সহসভাপতি ক্যাপ্টেন (অব.) শফিকুল ইসলাম, লেফটেন্যান্ট কর্নেল (অব.) ইমরান, অ্যাডভোকেট নাসিম উদ্দিন মোহাম্মদ বায়েজিদ ও যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন ইউনূস।
আসিফ নজরুল উপদেষ্টা পরিষদে গিয়ে মৃত হয়ে গেছেন
আবুধাবিতে সাড়ে ৮৩ কোটি টাকার লটারি জিতলেন প্রবাসী বাংলাদেশি
আবুধাবিতে এক প্রবাসী বাংলাদেশি আড়াই কোটি দিরহামের একটি লটারি জিতেছেন। বিজয়ী মোহাম্মদ নাসের আবুধাবির শিল্পনগরী মুসাফফাহর ১৩নং ইন্ডাস্ট্রিয়াল জোনে একটি বিল্ডিং ম্যাটেরিয়ালস শপে ইলেকট্রিশিয়ানের কাজ করেন। তিনি ও তার ১০ বন্ধু মিলে জুন মাসের বিগ টিকিট কিনেছিলেন। গত বৃহস্পতিবার আবুধাবি ডিউটি ফ্রির লাইভ র‍্যাফেল ড্রটি অনুষ্ঠিত হয়। র‍্যাফেল ড্রয়ে জ্যাকপট বিজয়ী নির্বাচিত হয় মোহাম্মদ নাসেরের টিকিট। এই পুরস্কারের আর্থিক মূল্য ২৫ মিলিয়ন দিরহাম বা সাড়ে ৮৩ কোটি টাকা। আবুধাবির জনপ্রিয় এ র‌্যাফেল ড্রতে আগের মাসে বিগ টিকিটে আরব আমিরাতের নাগরিক মুবারক ঘারিব রাশেদ সালেম আল দাহেরি ২০ মিলিয়ন বা ২ কোটি দিরহামের জ্যাকপট জিতেছিলেন। এবারের ২৭৬তম ই-ড্রয়ে আরেক বাংলাদেশি প্রবাসী মোহাম্মদ চৌধুরী দেড় লাখ দিরহাম জিতেছেন। বিগ টিকিট বিজয়ী মোহাম্মদ নাসের ১২ বছর ধরে তার বন্ধুদের সঙ্গে টিকিট কিনে আসছেন। বিগ টিকিটের ১০ বন্ধুর মধ্যে আরেকজন হলেন মোহাম্মদ সরোয়ার। তার গ্রামের বাড়ি ফটিকছড়ির পূর্ব সুয়াবিল।
আবুধাবিতে সাড়ে ৮৩ কোটি টাকার লটারি জিতলেন প্রবাসী বাংলাদেশি
‘থ্রি-জিরো’ অর্জনে মুসলিম বিশ্বের প্রতি পরিবেশ উপদেষ্টার আহ্বান
অধ্যাপক মুহাম্মদ ইউনূসের প্রবর্তিত ‘থ্রি-জিরো’ অর্জনে মুসলিম বিশ্বের নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেছেন, শূন্য দারিদ্র্য, শূন্য বেকারত্ব ও শূন্য নিট কার্বন নিঃসরণ—এই তিনটি শূন্য অর্জনে প্রয়োজন আন্তরিকভাবে সামাজিক দায়িত্ববোধের চর্চা। দারিদ্র্য, বেকারত্ব ও পরিবেশ বিপর্যয়ের মোকাবিলায় প্রকৃত সামাজিক ব্যবসার মডেল গ্রহণ করতে হবে। গতকাল শনিবার সকালে রাজধানীর গুলশানের হোটেল বেঙ্গল ব্লুবেরিতে অনুষ্ঠিত ‘আন্তর্জাতিক সামাজিক ব্যবসা সম্মেলন (আইএসবিএস) ২০২৫: মুসলিম বিশ্বের তিনটি শূন্য অর্জনে এনজিও নেতৃত্ব’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রিজওয়ানা হাসান বলেন, ‘আমরা মূল্যবোধের কথা বলছি, কিন্তু প্রয়োগ করছি না—এটাই সমস্যা। প্রকৃত পরিবর্তন তখনই আসে, যখন নৈতিক আদর্শকে কাজে লাগানো হয়।’ উপদেষ্টা বলেন, ‘আধুনিক পুঁজিবাদ প্রকৃতি ও সমাজের ওপর বিরূপ প্রভাব ফেলেছে। এখনই যদি আমরা আমাদের অর্থনৈতিক মডেল পরিবর্তন না করি, তাহলে এই শতকের শেষ নাগাদ অনেক দেশ পানির নিচে তলিয়ে যাবে এবং অনেক সভ্যতা হারিয়ে যাবে।’ তিনি ভোগ ব্যবস্থার পুনর্বিবেচনার ওপর জোর দিয়ে বলেন, ‘প্রয়োজন আর অতিরিক্ত চাহিদার মধ্যে পার্থক্য করতে শিখতে হবে। আমাদের যুদ্ধ বন্ধ করতে হবে—চিরতরে।’ ইসলামের মূল্যবোধের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘ইসলাম কেবল প্রচার নয়, কার্যকর উদ্যোগের নির্দেশ দেয়। এটি বৈষম্যের বিরুদ্ধে কথা বলে এবং মুনাফার নামে দুঃখ সৃষ্টি না করে উপার্জন করে তা অন্যের কল্যাণে ব্যয় করার শিক্ষা দেয়।’ তিনি আফসোস করে বলেন, ‘মানবিক সংকটে মুসলিম বিশ্ব একক কণ্ঠে কথা বলে না। নিরীহ ফিলিস্তিনিদের হত্যা করা হলে কেন মুসলিম রাষ্ট্রগুলো নীরব থাকে? নৈতিক সাহস ছাড়া ভ্রাতৃত্ববোধের কোনো অর্থ নেই।’ উপদেষ্টা রিজওয়ানা মানবিক ঐক্যের ডাক দিয়ে বলেন, ‘ঘৃণা নয়, বৈচিত্র্যকে গ্রহণ করাই মানবতার পথ। আমাদের উচিত সহমর্মিতা থেকে কথা বলা এবং সব সম্প্রদায়কে মূল্যায়ন করা। সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তুরস্কের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপমন্ত্রী ড. হালিস ইউনুস এরসোজ, গ্রামীণ ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আবদুল হান্নান চৌধুরী, তুরস্কের ইউএনআইডব্লিউয়ের মহাসচিব ও ফুজুল সেভিংস ফাইন্যান্স ইনকের চেয়ারম্যান ইউপ আকমাল, ইউএনআইডব্লিউয়ের হাই অ্যাডভাইজরি বোর্ডের সদস্য ও সওয়ারের চেয়ারম্যান এস এম রাশেদুজ্জামান, আইআইআইটি বাংলাদেশের প্রতিনিধি ও বিআইআইটির মহাপরিচালক ড. এম আবদুল আজিজ এবং ইউএনআইডব্লিউয়ের কাউন্সিল সদস্য ও কৃষিবিদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ড. আলী আফজাল।
‘থ্রি-জিরো’ অর্জনে মুসলিম বিশ্বের প্রতি পরিবেশ উপদেষ্টার আহ্বান
শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তদন্তে কমিটি
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. আজিজুল ইসলামের বিরুদ্ধে যৌন হয়রানি অভিযোগে তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ ছাড়া তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। গতকাল শনিবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক স্বাক্ষরিত দুটি পৃথক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে। চার সদস্যের তদন্ত কমিটিতে আহ্বায়ক করা হয়েছে আল-ফিকহ অ্যান্ড ল বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ নাজিমুদ্দিনকে। অন্য সদস্যরা হলেন লোক প্রশাসন বিভাগের অধ্যাপক ড. ফকরুল ইসলাম, বাংলা বিভাগের অধ্যাপক ড. খোন্দকার আরিফা আক্তার, আইন বিভাগের অধ্যাপক ড. মাকসুদা আক্তার। কমিটিকে আগামী ২০ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তদন্তে কমিটি
ঢাকার ৫৬ আসনের সম্ভাব্য এমপি প্রার্থীর নাম ঘোষণা করল খেলাফত মজলিস
ঢাকার ৫৬ আসনের সম্ভাব্য এমপি প্রার্থীর নাম ঘোষণা করল খেলাফত মজলিস
ক্রীড়াঙ্গনকেও কলুষিত করেছে শেখ হাসিনা
মেজর হাফিজ / ক্রীড়াঙ্গনকেও কলুষিত করেছে শেখ হাসিনা
স্বৈরাচারী ব্যবস্থা এখনো বহাল আছে
বদিউল আলম মজুমদার / স্বৈরাচারী ব্যবস্থা এখনো বহাল আছে
ফ্যাসিবাদের দোসররা এখনো স্বাস্থ্য খাতের গুরুত্বপূর্ণ পদে রয়েছেন
ডা. রফিক / ফ্যাসিবাদের দোসররা এখনো স্বাস্থ্য খাতের গুরুত্বপূর্ণ পদে রয়েছেন