শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২

স্ত্রী হত্যায় স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

রাজবাড়ী প্রতি‌নি‌ধি
প্রকাশ : ০৩ জুলাই ২০২৫, ০২:৫৯ পিএম
প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।

রাজবাড়ীতে পা‌রিবা‌রিক কল‌হের জে‌রে স্ত্রী নাজমা বেগমকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা মামলায় এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দি‌য়ে‌ছেন আদালত।

বৃহস্প‌তিবার (৩ জুলাই) সকালে রাজবাড়ীর জেলা ও দায়রা জজ আদাল‌তের বিচারক জয়নাল আবেদীন এ রায় দেন। রায়ের সময় দণ্ডপ্রাপ্ত আসামি পলাতক ছিলেন।

দণ্ডপ্রাপ্ত ওই ব্যক্তির নাম মো. মকিম মোল্লা। তিনি কালুখালী উপজেলার চরকুলটিয়া গ্রামে আজিজ মোল্লার ছেলে।

মামলার নথি থে‌কে জানা যায়, গত ২০২১ সালের ২১ ফেব্রুয়ারি বোনের বাড়ি থেকে ফেরার পথে কালুখালী উপজেলার কাশমিয়ার বিল এলাকায় ধারা‌লো অস্ত্র দি‌য়ে নাজমা বেগমকে হত্যা করে তার দ্বিতীয় স্বামী মকিম মণ্ডল। মূলত দ্বিতীয় স্বামীর কাছ থেকে প্রথম স্বামীর কাছে যাওয়ায় ক্ষোভে ম‌কিম মণ্ডল তা‌কে হত‌্যা ক‌রে। পরদিন ২২ ফেব্রুয়ারি সকালে মরদেহ উদ্ধার করে পুলিশ। ওই‌দিন নিহতের ভাই মো. ইমাম আলী বাদী হয়ে কালুখা‌লী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

রাজবাড়ীর জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক জানান, আদালত দীর্ঘ শুনানি শেষে এ রায় প্রদান ক‌রেন। একই স‌ঙ্গে দ‌ণ্ডিত ব্যক্তি‌কে দশ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হ‌য়ে‌ছে। এ রায়ে বিচারপ্রার্থী ন্যায়বিচার পেয়েছে।

মন্তব্য করুন

হেফাজত আমিরের সঙ্গে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
হেফাজত আমিরের সঙ্গে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
মেঘনায় মাছ নেই, কিস্তির চাপে জর্জরিত জেলেরা
মেঘনায় মাছ নেই, কিস্তির চাপে জর্জরিত জেলেরা
বিদেশি পিস্তলসহ সন্ত্রাসী রয়েল আটক
বিদেশি পিস্তলসহ সন্ত্রাসী রয়েল আটক
শতকোটি টাকার সম্পত্তি আ.লীগ নেতা দুই ভাইয়ের কবজায়  
শতকোটি টাকার সম্পত্তি আ.লীগ নেতা দুই ভাইয়ের কবজায়