শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২
আসামির হুমকি

‘একটা মার্ডার করেছি, আরও ১০০টা করব’

গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশ : ০৪ জুলাই ২০২৫, ০৬:২২ এএম
আপডেট : ০৪ জুলাই ২০২৫, ০৭:৪৪ এএম
অভিযুক্ত কাঞ্চন। ছবি : সংগৃহীত
অভিযুক্ত কাঞ্চন। ছবি : সংগৃহীত

‘আমি পূর্বপাড়ার কাঞ্চন। একটা মার্ডার করেছি, আরও ১০০টা মার্ডার করব’। ভিডিওতে এভাবেই কথাগুলো বলছিলেন গাইবান্ধায় রকি হত্যা মামলার প্রধান আসামি কাঞ্চন।

বুধবার (২ জুলাই) রাতে ইংরেজিতে ‘শাওন জামান’ নামের একটি ফেসবুক আইডি থেকে ভিডিওটি প্রকাশ হয়। এ ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়।

অভিযুক্ত কাঞ্চন শহরের পূর্বপাড়া এলাকার নওয়াব আলীর ছেলে। ২০২১ সালের ১১ জুলাই ফুলছড়ি উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশিকুর রহমান রকি হত্যা মামলার প্রধান আসামি কাঞ্চন।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভিডিওটি শেয়ার করে এক আইনজীবী লেখেন, আমি হাইকোর্ট বিভাগের আইনজীবী। কাঞ্চনের হাতে আমার পরিবার বারবার হুমকি ও হামলার শিকার। ৪৭ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, কাঞ্চন প্রকাশ্যেই হুমকি দিচ্ছেন, তিনি একটি হত্যা করেছেন, প্রয়োজনে আরও শতাধিক করতে পারেন।

আইনজীবী আরও লেখেন, পূর্বপাড়ায় আমাদের বাড়ির সীমানাপ্রাচীর ভেঙে প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়া হয়। আর এ হুমকি যিনি দিয়েছেন তিনি চাঞ্চল্যকর রকি হত্যা মামলার এক নম্বর আসামি কাঞ্চন। তিনি একজন মাদক কারবারি।

এ ছাড়া কাঞ্চন একাধিকবার আমার বাসায় অস্ত্র নিয়ে হামলা করেন।‌ পুলিশকে একাধিকবার জানালেও কার্যকর ব্যবস্থা নেয়নি তারা। সর্বশেষ বুধবার রাতে করা জিডিকেও অভিযোগ হিসেবে রেকর্ড করেছে থানার পুলিশ।

তিনি পোস্টে লেখেন, এটা কি সেই নতুন বাংলাদেশ? যেখানে হত্যা মামলার আসামি আইনজীবীর পরিবারের ওপর সন্ত্রাস চালায় আর প্রশাসন চুপ থাকে? একই সঙ্গে তিনি দেশবাসীর কাছে পরিবারের নিরাপত্তা কামনা করেন।

গাইবান্ধা সদর থানার ওসি শাহিনুর ইসলাম বলেন, ওই ঘটনায় রাতেই প্রাচীর ভাঙচুর ও হুমকি-ধমকির অভিযোগে একটি মামলা হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

গাইবান্ধার পুলিশ সুপার নিশাত এঞ্জেলা বলেন, ভিডিওটি এখনও দেখিনি। তদন্ত করে দেখা হবে। পুলিশের বিরুদ্ধে ওঠা অভিযোগের সত্যতা মিললে অভিযুক্ত পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

হেফাজত আমিরের সঙ্গে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
হেফাজত আমিরের সঙ্গে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
মেঘনায় মাছ নেই, কিস্তির চাপে জর্জরিত জেলেরা
মেঘনায় মাছ নেই, কিস্তির চাপে জর্জরিত জেলেরা
বিদেশি পিস্তলসহ সন্ত্রাসী রয়েল আটক
বিদেশি পিস্তলসহ সন্ত্রাসী রয়েল আটক
শতকোটি টাকার সম্পত্তি আ.লীগ নেতা দুই ভাইয়ের কবজায়  
শতকোটি টাকার সম্পত্তি আ.লীগ নেতা দুই ভাইয়ের কবজায়