শুক্রবার, ৩০ জানুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩৩

ফরিদুজ্জামান ফরহাদের পক্ষে নড়াইলে গণসংযোগ 

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি
প্রকাশ : ০৪ জুলাই ২০২৫, ০২:৪৭ পিএম
আপডেট : ০৪ জুলাই ২০২৫, ০৩:২১ পিএম
ড. ফরিদুজ্জামান ফরহাদের পক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন দলের নেতাকর্মীরা। ছবি : কালবেলা
ড. ফরিদুজ্জামান ফরহাদের পক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন দলের নেতাকর্মীরা। ছবি : কালবেলা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নড়াইল-২ আসনে ধানের শীষের মনোনয়নপ্রত্যাশী জাতীয়তাবাদী সমমনা জোটের আহ্বায়ক ও ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদের পক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন দলের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (৩ জুলাই) বিকেলে নড়াইল শহরের রূপগঞ্জ হাট, বাজারসহ শহরের বিভিন্ন জায়গায় এই গণসংযোগ ও জনগণের মাঝে লিফলেট বিতরণ করা হয়। লিফলেট বিতরণের সময় সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ ও উদ্দীপনা লক্ষ করা যায়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন নড়াইল জেলা এনপিপির সিনিয়র সহসভাপতি কাজী শওকত আলী ও লোহাগড়া উপজেলা এনপিপির সাধারণ সম্পাদক মোল্যা বদিয়ার রহমান, লোহাগড়া উপজেলা এনপিপি যুব ফ্রন্টের সভাপতি মেহেদী হাসান অপু, সাধারণ সম্পাদক ইয়াছিন সরদার ও যুব ফ্রন্ট ইউনিয়ন সভাপতি মইনুল ইসলাম দ্বীপ, হৃদয় মোল্যা প্রমুখ।

এ বিষয়ে মুঠোফোনে ড. ফরিদুজ্জামান ফরহাদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ আসনে বিএনপি থেকে মনোনয়ন পেয়ে আমি ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করেছিলাম। বিগত ১৬ বছর বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে সব সময় রাজপথে থেকে লড়াই-সংগ্রাম করেছি।

তিনি আরও বলেন, আমি আশা করি—বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নড়াইল-২ আসন থেকে আমাকে এবারও নমিনেশন দেবেন। আমাকে নমিনেশন দেওয়া হলে বিজয়ী হয়ে এই এলাকার মানুষের কল্যাণে কাজ করে যাবো।

মন্তব্য করুন

হেফাজত আমিরের সঙ্গে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
হেফাজত আমিরের সঙ্গে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
মেঘনায় মাছ নেই, কিস্তির চাপে জর্জরিত জেলেরা
মেঘনায় মাছ নেই, কিস্তির চাপে জর্জরিত জেলেরা
বিদেশি পিস্তলসহ সন্ত্রাসী রয়েল আটক
বিদেশি পিস্তলসহ সন্ত্রাসী রয়েল আটক
শতকোটি টাকার সম্পত্তি আ.লীগ নেতা দুই ভাইয়ের কবজায়  
শতকোটি টাকার সম্পত্তি আ.লীগ নেতা দুই ভাইয়ের কবজায়