শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২

তিন মাস পর বাংলাদেশির মরদেহ ফেরত দিল ভারতীয় পুলিশ

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি
প্রকাশ : ০৫ জুলাই ২০২৫, ০৬:৫৬ পিএম
সীমান্তের ওপারে মারা যাওয়া ওয়াসিমের মরদেহ প্রায় ৩ মাস পর ফেরত দিয়েছে ভারতীয় পুলিশ। ছবি : সংগৃহীত
সীমান্তের ওপারে মারা যাওয়া ওয়াসিমের মরদেহ প্রায় ৩ মাস পর ফেরত দিয়েছে ভারতীয় পুলিশ। ছবি : সংগৃহীত

ঝিনাইদহের মহেশপুর সীমান্তের ওপারে মারা যাওয়া বাংলাদেশি যুবক ওয়াসিম আকরামের মরদেহ প্রায় ৩ মাস পর ফেরত দিয়েছে ভারতীয় পুলিশ।

শনিবার (৫ জুলাই) দুপুর ১টার দিকে উপজেলার পলিয়ানপুর সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) পতাকা বৈঠকের মাধ্যমে ভারতীয় পুলিশ বাংলাদেশ পুলিশের কাছে মরদেহ হস্তান্তর করে।

এ সময় নিহতের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। পরে মহেশপুর থানা পুলিশ ওয়াসিম আকরামের মরদেহ স্থানীয় ইউপি চেয়ারম্যান শামসুল আলম, বাগাডাঙ্গ গ্রামের ইউপি সদস্য ওবায়দুল ইসলামের উপস্থিতিতে তার বাবা ও আপন বড় ভাইয়ের কাছে হস্তান্তর করেন।

স্থানীয় ইউপি চেয়ারম্যান শামসুল আলম মৃধা বলেন, গত ১১ এপ্রিল রাতে পলিয়ানপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যায় ওয়াসিমসহ বেশ কয়েকজন। ফেরার পথে বিএসএফের হাতে ধরা পড়ে সে, বাকিরা পালিয়ে আসে। পরের দিন সকালে ভারতের অভ্যন্তরে ইসামতি নদীতে ওই যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী। ওয়াসিমের মরদেহ বিএসএফের উপস্থিতিতে ভারতীয় পুলিশ উদ্ধার করে নিয়ে যায়। দীর্ঘ প্রায় তিন মাস অনেক চেষ্টার পর তার মরদেহ ফেরত আনা সম্ভব হয়েছে।

মহেশপুর থানার ওসি সাইফুল ইসলাম বলেন, নিহত যুবকের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, গত (১১ এপ্রিল) সকালে পলিয়ানপুর সীমান্তের পিলার-৬০/২০-আর এর ভারতীয় ইসামতি নদীতে ওয়াসিমের মরদেহ পাওয়া যায়। পরে তার মরদেহ বিএসএফের উপস্থিতিতে ভারতীয় পুলিশ উদ্ধার করে নিয়ে যায়। দুই দেশের দীর্ঘ চিঠি চালাচালি শেষে ওয়াসিমের মরদেহ প্রায় ৩ মাস পর ফেরত দেয় ভারতীয় পুলিশ।

মন্তব্য করুন

হেফাজত আমিরের সঙ্গে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
হেফাজত আমিরের সঙ্গে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
মেঘনায় মাছ নেই, কিস্তির চাপে জর্জরিত জেলেরা
মেঘনায় মাছ নেই, কিস্তির চাপে জর্জরিত জেলেরা
বিদেশি পিস্তলসহ সন্ত্রাসী রয়েল আটক
বিদেশি পিস্তলসহ সন্ত্রাসী রয়েল আটক
শতকোটি টাকার সম্পত্তি আ.লীগ নেতা দুই ভাইয়ের কবজায়  
শতকোটি টাকার সম্পত্তি আ.লীগ নেতা দুই ভাইয়ের কবজায়