শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২

মুরাদনগরে ধর্ষণকাণ্ডের মূল হোতা শাহ পরান কারাগারে

কুমিল্লা ব্যুরো
প্রকাশ : ০৫ জুলাই ২০২৫, ০৭:১৩ পিএম
কারাগারে নেওয়া হচ্ছে গ্রেপ্তার শাহ পরানকে। ছবি : কালবেলা
কারাগারে নেওয়া হচ্ছে গ্রেপ্তার শাহ পরানকে। ছবি : কালবেলা

কুমিল্লার মুরাদনগরে পাশবিকতার শিকার নারীকে বিবস্ত্র করে নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে মূল হোতা গ্রেপ্তার শাহ পরানকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

শনিবার (৫ জুলাই) বেলা সাড়ে ১২টায় কুমিল্লার আমলি আদালত-১১ এর বিচারক মমিনুল হক এ নির্দেশ দেন। পরে তাকে কারাগারে নিয়ে যাওয়া হয়।

কুমিল্লার আদালত পুলিশের পরিদর্শক মো. সাদেকুর রহমান কালবেলাকে জানান, আসামিকে আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা আগামীকাল রোববার রিমান্ডের আবেদন করবেন।

এর আগে গত ২৬ জুন রাতে মুরাদনগরের বাহেরচর পাঁচকিত্তা গ্রামে এক নারীকে ধর্ষণের পর নির্যাতন করা হয়। এরপর ধর্ষক ও ধর্ষিতাকে নির্যাতনের দুটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। এ ঘটনায় ভুক্তভোগী ওই নারী বাদী হয়ে পৃথক দুটি মামলা করেন।

আইনশৃঙ্খলা বাহিনী এখন পর্যন্ত ধর্ষণের একমাত্র অভিযুক্ত ফজর আলীসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে। তাদের মধ্যে ফজর আলী চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। বাকি ৫ আসামি হলেন ধর্ষক ফজর আলীর ভাই শাহপরান, একই এলাকার সুমন, রমজান, আরিফ ও অনিককে ৩ জুলাই আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে।

মুরাদনগর থানার ওসি জাহিদুর রহমান কালবেলাকে বলেন, দেশজুড়ে চাঞ্চল্য তৈরি করা এ ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে। এ ঘটনায় অন্য কারো সংশ্লিষ্টতা পেলে তাকেও আইনের আওতায় আনা হবে।

মন্তব্য করুন

হেফাজত আমিরের সঙ্গে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
হেফাজত আমিরের সঙ্গে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
মেঘনায় মাছ নেই, কিস্তির চাপে জর্জরিত জেলেরা
মেঘনায় মাছ নেই, কিস্তির চাপে জর্জরিত জেলেরা
বিদেশি পিস্তলসহ সন্ত্রাসী রয়েল আটক
বিদেশি পিস্তলসহ সন্ত্রাসী রয়েল আটক
শতকোটি টাকার সম্পত্তি আ.লীগ নেতা দুই ভাইয়ের কবজায়  
শতকোটি টাকার সম্পত্তি আ.লীগ নেতা দুই ভাইয়ের কবজায়