শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২

হবিগঞ্জে ছাত্রলীগের দুই নেতা আটক

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ০৬ জুলাই ২০২৫, ০২:৪৭ এএম
আপডেট : ০৬ জুলাই ২০২৫, ০৭:৩১ এএম
আটক ছাত্রলীগ নেতারা। ছবি : সংগৃহীত
আটক ছাত্রলীগ নেতারা। ছবি : সংগৃহীত

সিলেটের হবিগঞ্জে ছাত্রলীগের সক্রিয় নেতাকে আটক করেছে পুলিশ। ব্যবসায়ীকে মারধরে অভিযোগে চুনারুঘাট থানা পুলিশ তাদের আটক করে।

আটক ‍দুই নেতা হলেন আল রাজি অনিক ও সাইফুর রাব্বি। তারা চুনারুঘাট উপজেলা ছাত্রলীগের সক্রিয় নেতা ছিলেন। শনিবার (৬ জুলাই) রাত ১০টায় পৌরসভার হাজীপুর বিলপাড়ার বাসিন্দা ব্যবসায়ী জামিল আহমেদ সুমনকে মারধরের অভিযোগ তাদের আটক করা হয়।

মারধরের শিকার ব্যবসায়ী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। তাদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সাধারণ ছাত্রদের ওপর ছাত্রলীগের হয়ে হামলার অভিযোগও রয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, শনিবার রাত সাড়ে ৮টায় চুনারুঘাট বাজারের রাজ্জাক ট্রেডার্সের সামনে পূর্বশত্রুতার জেরে ব্যবসায়ী সুমনের ওপর ছাত্রলীগ নেতা অনিকের নেতৃত্বে সাইফুর রহমান রাব্বি আরও কয়েকজন অতর্কিতভাবে হামলা চালায়। এ সময় হামলাকারীরা তাকে পেছন থেকে আঘাত করে মাটিতে ফেলে দেয়। পরে দুই ছাত্রলীগ নেতাসহ দুর্বৃত্তরা লাঠিসোটা দিয়ে বেধড়ক মারপিট করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন।

চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ মো. নুর আলম দুই ছাত্রলীগ নেতার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চত করেছেন। তিনি বলেন, তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

মন্তব্য করুন

হেফাজত আমিরের সঙ্গে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
হেফাজত আমিরের সঙ্গে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
মেঘনায় মাছ নেই, কিস্তির চাপে জর্জরিত জেলেরা
মেঘনায় মাছ নেই, কিস্তির চাপে জর্জরিত জেলেরা
বিদেশি পিস্তলসহ সন্ত্রাসী রয়েল আটক
বিদেশি পিস্তলসহ সন্ত্রাসী রয়েল আটক
শতকোটি টাকার সম্পত্তি আ.লীগ নেতা দুই ভাইয়ের কবজায়  
শতকোটি টাকার সম্পত্তি আ.লীগ নেতা দুই ভাইয়ের কবজায়