শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২

ভিমরুলের কামড়ে হাসপাতালে ৩ শিশু

ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ : ০৬ জুলাই ২০২৫, ০১:০৩ পিএম
আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। ছবি : কালবেলা
আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। ছবি : কালবেলা

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ফুল ছেঁড়ার সময় ভিমরুলের কামড় খেয়ে একই পরিবারের তিন শিশু আহত হয়েছে। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।

রোববার (৬ জুলাই) সকাল সোয়া ১০টার দিকে উপজেলার সাহেবাবাদ ইউনিয়নের টাটেরা মহিলা মাদ্রাসা সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা এখন শঙ্কামুক্ত বলে জানিয়েছেন সংশ্লিষ্ট চিকিৎসক।

আহতরা হলো—সাহেবাবাদ ইউনিয়নের টাটেরা মহিলা মাদ্রাসা সংলগ্ন এলাকার মো. রাফির ছেলে সাদ্দাম হোসেন (৪), বিল্লাল হোসেনের মেয়ে লামিয়া (১২) ও সামিয়া (১৪)।

ভিমরুলের কামড়ে আহত শিশু সাদ্দাম হোসেনের বাবা মো. রাফি বলেন, খেলার জন্য বাড়ির পাশের ঝোপ থেকে ফুল ছিঁড়তে গিয়েছিল তারা। এ সময় ফুলগাছে থাকা ভিমরুল তাদের কামড়ায়। চিৎকার শুনে আমরা তাদের উদ্ধার করে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। সেখানে তাদের চিকিৎসা দেওয়া হয়।

ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক তোফায়েল আহমেদ ভূঁইয়া কালবেলাকে বলেন, ভিমরুলের কামড়ে আহত তিন শিশুকে চিকিৎসা দেওয়া হয়েছে। তারা এখন শঙ্কামুক্ত। তাদের চিকিৎসাপত্র ও পরামর্শ দিয়ে বাড়ি পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

হেফাজত আমিরের সঙ্গে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
হেফাজত আমিরের সঙ্গে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
মেঘনায় মাছ নেই, কিস্তির চাপে জর্জরিত জেলেরা
মেঘনায় মাছ নেই, কিস্তির চাপে জর্জরিত জেলেরা
বিদেশি পিস্তলসহ সন্ত্রাসী রয়েল আটক
বিদেশি পিস্তলসহ সন্ত্রাসী রয়েল আটক
শতকোটি টাকার সম্পত্তি আ.লীগ নেতা দুই ভাইয়ের কবজায়  
শতকোটি টাকার সম্পত্তি আ.লীগ নেতা দুই ভাইয়ের কবজায়