শুক্রবার, ২৯ আগস্ট ২০২৫, ১৪ ভাদ্র ১৪৩২

নতুন বাংলাদেশ পাওয়ার একটাই পথ— ইসলাম : ড. মাসুদ

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ০৬ জুলাই ২০২৫, ০৫:৩৯ পিএম
পটুয়াখালীর বাউফলে শিক্ষা বৈঠক ও মতবিনিময় সভায় বক্তব্য দেন ড. মুহাম্মদ শফিকুল ইসলাম মাসুদ। ছবি : কালবেলা
পটুয়াখালীর বাউফলে শিক্ষা বৈঠক ও মতবিনিময় সভায় বক্তব্য দেন ড. মুহাম্মদ শফিকুল ইসলাম মাসুদ। ছবি : কালবেলা

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ও বাউফল উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ড. মুহাম্মদ শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, নতুন বাংলাদেশ পাওয়ার একটাই পথ, আর তা হলো ইসলাম।

রোববার (০৬ জুলাই) সকাল ১০টা দিকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নিজ নির্বাচনী এলাকা পটুয়াখালীর বাউফলে এক শিক্ষা বৈঠক ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

উপজেলার ৮ নম্বর মদনপুরা ইউনিয়নের উদ্যোগে কেন্দ্র ও বুথভিত্তিক দায়িত্বশীলদের নিয়ে মধ্যমদনপুরা মসজিদ মাঠে এ শিক্ষা বৈঠক ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এসময় ড. শফিকুল ইসলাম মাসুদ তার বক্তব্যের শুরুতে জুলাই আন্দোলনে শহীদের রুহের মাগফিরাত ও আহতদের সর্বাঙ্গিন কল্যাণ কামনা করেন। নিজ নির্বাচনী এলাকার নিজ ইউনিয়নের নেতাকর্মীসহ উপস্থিত সবার সামনে ছোটবেলার স্মৃতিচারণ ও তার মরহুম বাবার কথা স্মরণ করে আবেগ আপ্লুত হয়ে পড়েন।

এসময় রাজনৈতিক কারণে নিজ ইউনিয়ন মদনপুরা ও মদনপুরার মানুষের জন্য যথেষ্ট সময় দেওয়া হয় না তার কারণ উল্লেখ করে উপস্থিত সবার দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, আপনাদেরকে যথেষ্ট সময় দেওয়া হয় না। এজন্য আপনাদের মন খারাপের কোনো বিষয় নাই। আমি আপনাদের সন্তান। আপনাকেই দায়িত্ব নিতে হবে— শিক্ষক, মসজিদের ইমাম, বন্ধুবান্ধব থেকে চাকরিজীবী সবাইকে। বাউফলের অন্যান্য এলাকার সবাইকে বলবেন, মাসুদ আমাদের সন্তান, কেবল মদনপুরার জন্য নয়, গোটা বাংলাদেশের জন্য আমরা মাসুদকে ছেড়ে দিয়েছি। ইনশাআল্লাহ আগামী দিনে মদনপুরাকে গোটা বাউফল, বাউফলকে গোটা বাংলাদেশ এবং বাংলাদেশকে গোটা বিশ্বের দরবারে নিয়ে যাব।

আমি আপনাদের চোখের পানির ঋণ ইনশাআল্লাহ পরিশোধ করব উল্লেখ করে তিনি বলেন, এই মদনপুরাতে কোনো প্রোগামে এলে খবর দিতো যে, পুলিশ আসছে আপনারা পালিয়ে যান। আল্লাহ সেই পরিবেশ থেকে আমাদের মুক্তি দিয়েছেন। এখন সেই পরিবেশ আর নাই। আজকের এই সুন্দর পরিবেশ সেই জুলাই-আগস্টের শহীদ ও আহতদেরকে স্মরণ করিয়ে দেয়।

জামায়াত নেতা মাসুদ বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কাউকে এমপি বানানোর জন্য রাজনীতি করে না। আমরা রাজনীতি করি, আমরা আহ্বান জানাই। মানুষের তৈরি মতবাদ ৫৩ বছর আমরা দেখেছি, আমাদের পরিবর্তন হয় নাই। আপনারা এ বছর একটাবার আমাদের সুযোগ দেন, আমরা ইসলামকে সংসদে পাঠাতে চাই।

ড. মাসুদ বলেন, শেখ হাাসিনা জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করে গোটা বিশ্বকে জানিয়ে গেছে জুলাই আন্দোলনের মূল শক্তি ছিল বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং ইসলামী ছাত্রশিবির। কারণ সে জানাত, তার সব গোয়েন্দা সংস্থা তাকে তথ্য দিয়েছে এই আন্দোলনের সামনে-পেছনে, ডানে-বামে কারা, জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবির। এখনো বিভিন্ন ফুটেজ টেলিভিশনে পাবেন। অথচ এখনো কোনো কোনো মহল চোখ থাকতে অন্ধ হয়ে জামায়াতে ইসলামীর ভূমিকা খুঁজে তারা পায় না।

নিজ নির্বাচনী এলাকার বিষয়ে জামায়াত নেতা ড. মাসুদ বলেন, আমি বাউফলে কোনো রাজনীতি করি না। গোটা বাউফলবাসীই আমার রাজনীতি। আমি গোটা বাউফলবাসীকে ভালোবাসি। আমাদের এই সুন্দর বাউফলটাকে সাজানোর জন্য আমাদের সবাইকে কাজ করতে হবে। পরিবারতন্ত্র বাংলাদেশ কিংবা এই বাউফলের মানুষ আর বাছাই করবে না। বিগত ১৭ বছরে বাউফলের মানুষের থেকে আমরা বিচ্ছিন্ন থাকি নাই। তাদের দুঃখ-দুর্দশা লাঘবের জন্য কাজ করছি। ইসলামের ভিত্তিতে আমরা সন্ত্রাসমুক্ত, মাদকমুক্ত, ঘুষ-দুর্নীতিমুক্ত বাউফল বিনির্মাণে কাজ করে যাচ্ছি।

আমরা বলেছি, কোনো মানুষকে এই বাউফলের এমপি বানাব না। এমপি হবে এই বাউফলের মানুষের একজন খাদেম। একজন সেবক। এবার সততা, নৈতিকতা, দক্ষতা নিয়ে অন্যায়ের বিরুদ্ধে জনগণের পাশে দাঁড়াতে সক্ষম এমন একজন খাদেম হবে বাউফলের এমপি। একজন সেবক হবেন বাউফলের সাড়ে ৪ লাখ মানুষের এমপি। আমি আপনাদের পাশে থাকব।

তিনি উপস্থিত সবার উদ্দেশে বলেন, ফসল রক্ষার জন্য আগাছা দমন করতে হয়। এবার আমরা ফসল পাওয়ার জন্য আগাছা দমন করেই সাড়ে ৪ লাখ মানুষের দ্বারে ফসল পৌঁছে দেব ইনশাআল্লাহ।

মাওলানা মো. নুরুল্লাহর সভাপতিত্বে এসময় জামায়াতের উপজেলা আমির মাওলানা মো. ইসহাক মিয়া, উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা মু. রফিকুল ইসলাম, ইসলামী ছাত্রশিবিরের উপজেলা সভাপতি মো. লিমন হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

বৃদ্ধাকে মারধর করে টাকা ‘লুটে নিলেন’ জাসাস নেতা
নেত্রকোনার বারহাট্টায় শারিন আক্তার নামের এক বৃদ্ধাকে মারধর করে নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) এক নেতার বিরুদ্ধে।  সোমবার (৭ জুলাই) দুপুরে বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেন। এর আগে শনিবার রাতে বাহাদুরপুর গ্রামে ওই ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়। অভিযুক্ত অলি উল্লাহ রায়হান বারহাট্টা উপজেলা জাসাসের সদস্য সচিব। তিনি উপজেলা সদরের গোপালপুর এলাকার বাসিন্দা। আর ভুক্তভোগী শারিন আক্তার বাহাদুরপুর গ্রামের প্রয়াত মো. হাবিবুর রহমানের স্ত্রী। স্থানীয় বাসিন্দা ও লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, শারিন আক্তার সম্পর্কে অলি উল্লাহের মামি হন। সম্প্রতি শারিন আক্তারের সম্পতি নিয়ে অলি উল্লাহের সঙ্গে বিরোধ দেখা দেয়। এ নিয়ে দুই পরিবারের মধ্যে ঝগড়া-বিবাদ হয়। শনিবার দুপুরে অলি উল্লাহ তার সৎ মা হাসিনা মমতাজকে নিয়ে শারিনের বাড়িতে আসেন।  এ সময় শারিন ঘরের দরজা বন্ধ করতে চাইলে অলি উল্লাহ জোর করে ঘরে ঢোকেন। শারিন বাধা দিলে তাকে মারধর করা হয়। পরে তিনি ঘরের থাকা আসবাবপত্র ভাঙচুর করে দেড় লাখ টাকা ছিনিয়ে নেন। ঘটনার পর স্থানীয়রা শারিনকে উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসা দেন। এ ঘটনায় শারিনের মেয়ে পপি আজাদ ওই দিন রাতে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। পপি বলেন, অলি উল্লাহ আমাদের ঘরে ঢুকে জিনিসপত্র ভাঙচুরসহ আমার বৃদ্ধ মাকে বেধড়ক মারধর করে দেড় লাখ টাকা লুট করে নিয়ে গেছেন। এ ঘটনায় থানায় অভিযোগ দিয়েছি। তার রাজনৈতিক প্রভাবে পুলিশ মামলা নিচ্ছে না। এ ছাড়া কোনো পদক্ষেপও নিচ্ছে না পুলিশ। অলি উল্লাহ এখন আমাদের ভয়-ভীতি দেখাচ্ছেন। আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। অলি উল্লাহ তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলেন, আমি ঘরে ঢুকে হামলা বা ভাঙচুর কিংবা টাকা লুট করিনি। এটা মিথ্যা অপবাদ দেওয়া হচ্ছে। শারিন আক্তার সম্পর্কে আমার মামি হন। তার সঙ্গে জমিসংক্রান্ত বিষয় নিয়ে কথা বলতে গিয়েছিলাম। পরে তিনি দরজা বন্ধ করে দিলে আমার মা রাগান্তিত হয়ে কাঁচের গ্লাস ভেঙে ফেলেন। এ ছাড়া আর কিছু হয়নি। জেলা জাসাসের আহ্বায়ক সাদমান পাপ্পু জানান, বিষয়টি তার জানা নেই। এ ধরনের ঘটনা যদি ঘটে থাকে তবে বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রমাণিত হলে অলি উল্লাহের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান বলেন, এমন একটি অভিযোগ পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বৃদ্ধাকে মারধর করে টাকা ‘লুটে নিলেন’ জাসাস নেতা
জুলাই সনদের জন্য ৫ আগস্ট পর্যন্ত অপেক্ষা করা হবে : নাহিদ 
জুলাই সনদ, বিচার ও সংস্কার ছাড়া নির্বাচন হবে না বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলাম। তিনি বলেন, ৫ আগস্ট পর্যন্ত জুলাই সনদের জন্য অপেক্ষা করা হবে। আশা করা যায়, সরকারসহ সব পক্ষ এর মধ্যেই জুলাই সনদ ঘোষণা করবে। সোমবার (৭ জুলাই) সকালে জুলাই পদযাত্রার অংশ হিসেবে রাজশাহীতে অবস্থানকালে তিনি এ কথা বলেন।  জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জুলাই শহীদ ও যোদ্ধাদের স্বীকৃতি, জুলাই গণঅভ্যুত্থানে মানুষের আকাঙ্ক্ষা ধারণ করে জুলাই সনদ প্রণয়ন এবং সংবিধানের অংশ হিসেবে ঘোষণার দাবি করে আসছে এবং তা এই মাসের মধ্যেই ঘোষণার দাবি করে তরুণ এই রাজনৈতিক দল। সরকারও এই সময়ের মধ্যে সব রাজনৈতিক দলের ঐকমত্যের ভিত্তিতে জুলাই সনদ ঘোষণা করতে পারবে বলে আশা করছে। তবে গণ-অভুত্থান দিবস অর্থাৎ আগামী ৫ আগস্ট পর্যন্ত সরকারের ঘোষণার জন্য অপেক্ষা করবে এনসিপি। জুলাই সনদ, বিচার ও সংস্কার এবং জুলাই স্মরণে গত ১ জুলাই ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ পদযাত্রা কর্মসূচি শুরু করে এনসিপি। সর্ব উত্তরের জেলা পঞ্চগড় থেকে শুরু হওয়া দেশব্যাপী এই কর্মসূচির গত ৬ দিনে ১৪টি জেলায় পদযাত্রা শেষ হয়েছে। সোমবার নাটোর হয়ে সিরাজগঞ্জ ও পাবনায় যাবেন এনসিপি নেতারা।
জুলাই সনদের জন্য ৫ আগস্ট পর্যন্ত অপেক্ষা করা হবে : নাহিদ 
লরির চাকায় পিষ্ট পিকআপ চালক
চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে লরির চাকায় পিষ্ট হয়ে শুকলাল দাস (৪২) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।  সোমবার (৭ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে ভাটিয়ারী ইউনিয়নের মা ফাতেমা ফিলিং স্টেশনের সামনে এই ঘটনা ঘটে।  নিহত শুকলাল দাস ভাটিয়ারী ইউনিয়নের সোনারগাঁ গ্রামের জেলেপাড়া এলাকার তেজেন্দ্র দাসের ছেলে। তিনি পেশায় পিকআপ চালক। ‎হাইওয়ে পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, নিহত শুকলাল দাস সকালবেলা তার পিকআপটি রেখে রাস্তার পাশে দাঁড়ান। হঠাৎ একটি বেপরোয়া গতিতে আসা লরি তাকে ধাক্কা দিলে তিনি সড়কে পড়ে যান। পরে লরির নিচে চাপা পড়লে তার শরীরের ওপরের অংশ থেঁতলে যায়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। ‎নিহতের বড় ভাইয়ের ছেলে রানা বলেন, আমার চাচ্চু উনার পিকআপটি রেখে মহাসড়কের পাশে দাঁড়ায়। এ সময় একটি বেপরোয়া লরি ধাক্কা দিলে তিনি পড়ে যান। পরে লরির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান। তার তিনটি কন্যাসন্তান রয়েছে। ‎বার আউলিয়া হাইওয়ে থানার ওসি আব্দুল মমিন বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ঘাতক লরিটি আটক করা হয়েছে।
লরির চাকায় পিষ্ট পিকআপ চালক
ছুরিকাঘাতে শিক্ষার্থী খুন, আসামি গ্রেপ্তার
হবিগঞ্জ শহরের চৌধুরী বাজার এলাকায় চোরের ছুরিকাঘাতে জনি দাস নামের এক শিক্ষার্থী নিহতের ঘটনায় সন্দেহভাজন অভিযুক্ত সাজু মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।  সোমবার (৭ জুলাই) সকালে হবিগঞ্জ সদরের কামড়াপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। সাজু মিয়া আজমিরীগঞ্জ উপজেলার পশ্চিমবাগ গ্রামের বাসিন্দা। তিনি বর্তমানে শরের নাদিরাবাদ এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করেছিলেন।  হবিগঞ্জ সদর মডেল থানার ওসি একেএম সাহাবুদ্দিন শাহীন বিষয়টি নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার (৩ জুলাই) ভোরে শহরের চৌধুরী বাজারের দেয়ানত রাম সাহার বাড়ি এলাকার নরধন দাসের বাড়িতে চোর হানা দেয়। এ সময় তার ছেলে হবিগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী জনি দাস (১৭) চোরকে ঝাপটে ধরতে চাইলে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এ সময় তাকে বাঁচাতে তার বড় ভাই জয় দাস এগিয়ে আসলে তাকেও ছুরিকাঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় তাদেরকে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক জনিকে মৃত ঘোষণা করেন।  তিনি আরও বলেন, এ ঘটনার পর নিহতের বাবা নরধন দাস বাদী হয়ে শনিবার অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে সদর থানায় একটি হত্যা মামলা করেন। পরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। আসামি সাজুকে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
ছুরিকাঘাতে শিক্ষার্থী খুন, আসামি গ্রেপ্তার
কমিটি দিতে আড়াই লাখ দাবি, নেতা বললেন ‘এটা শুধুই মজা’
কমিটি দিতে আড়াই লাখ দাবি, নেতা বললেন ‘এটা শুধুই মজা’
হেফাজত আমিরের সঙ্গে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
হেফাজত আমিরের সঙ্গে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
মেঘনায় মাছ নেই, কিস্তির চাপে জর্জরিত জেলেরা
মেঘনায় মাছ নেই, কিস্তির চাপে জর্জরিত জেলেরা
বিদেশি পিস্তলসহ সন্ত্রাসী রয়েল আটক
বিদেশি পিস্তলসহ সন্ত্রাসী রয়েল আটক