শুক্রবার, ২৯ আগস্ট ২০২৫, ১৪ ভাদ্র ১৪৩২

‘রঙবাজার’ আসছে ‌দুর্গাপূজায়

বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ০৩ জুলাই ২০২৫, ১২:৫৮ পিএম
‘রঙবাজার’ আসছে ‌দুর্গাপূজায়

একটি যৌনপল্লি উচ্ছেদের ঘটনা নিয়ে প্রায় দুই বছর আগে পরিচালক রাশিদ পলাশ নির্মাণ করেছিলেন সিনেমা ‘রঙবাজার’। আসছে ‌দুর্গাপূজায় দেশ-বিদেশে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি।

গোলাম রাব্বানীর চিত্রনাট্য ও সংলাপে সিনেমার গল্পে উঠে এসেছে ৪০০ বছরের পুরোনো যৌনপল্লি এক রাতেই গুঁড়িয়ে দেওয়ার সত্য ঘটনা। করোনা-পরবর্তী সময়ে যেসব সিনেমা ব্যবসা সফল হয়েছে তার মধ্যে ‘পরাণ’ অন্যতম। এটি সফলতার পর আবারও নতুন সিনেমা আনতে যাচ্ছে প্রযোজনা সংস্থা লাইভ টেকনোলজি।

‘রঙবাজার’ সিনেমাটির গল্প সম্পর্কে জানতে চাইলে নির্মাতা রাশিদ পলাশ বলেন, ‘সত্য ঘটনা অবলম্বনে এই সিনেমার গল্প তৈরি করেছেন তানজিব অতুল। এর চিত্রনাট্য লিখেছেন গোলাম রাব্বানী। আশা করছি গল্পটি দর্শককে মুগ্ধ করবে।’

‘রঙবাজার’ ছবির বিভিন্ন চরিত্রে কাজ করেছেন শম্পা রেজা, তানজিকা আমিন, নাজনীন হাসান চুমকি, জান্নাতুল পিয়া, মৌসুমি হামিদ, লুৎফর রহমান জর্জ, মিঠুসহ এক ঝাঁক শিল্পী।

রাজবাড়ির গোয়ালন্দের দৌলতদিয়ায় হয়েছে সিনেমাটির শুটিং। শুটিংয়ের সময় কোনো জটিলতা তৈরি হয়েছিল কি না জানতে চাইলে পলাশ বলেন, ‘টানা শুটিং করেছিলাম দৌলতদিয়ায়। সেখানে সবচেয়ে বড় যৌনপল্লিতে আমরা দীর্ঘদিন শুট করেছি। সব অভিনয়শিল্পী সেখানেই ছিলেন। সেখানে যাওয়ার আগে শিল্পীদের মধ্যে একটা সাসপেন্স কাজ করছিল। কী পরিস্থিতির সম্মুখীন হতে হয়, সেটা নিয়ে তারা চিন্তিত ছিল।’ লাইভ টেকনোলজি প্রযোজিত এই সিনেমায় তিনটি গান রয়েছে। সংগীত আয়োজন করেছেন জাহিদ নীরব।

মন্তব্য করুন

জয়ার বাগানে ফল ধরেছে
জয়া আহসান। অভিনয়ের পাশাপাশি তার বাগান করার শখ রয়েছে। যা পূরণে তিনি এরই মধ্যে বাগানও করেছেন। এবার তার বাগানে ফল ধরেছে। যার ভিডিও ও ছবি নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন তিনি। শেয়ার করা ছবিতে দেখা যায় পেঁপে গাছের সঙ্গে হাসি মুখে দাঁড়িয়ে আছেন জয়া। গাছে অনেকগুলো কাঁচা পেঁপে। যা দেখে আনন্দিত তিনি। এরপর একটি ভিডিও শেয়ার করেন এই অভিনেত্রী। তাতে দেখা যায় জয়ার তার বাড়ির বাগান দিয়ে হাঁটছেন আর বলছেন, ‘এটি আঁশফল গাছ। আনন্দ লাগছে, আমাদের গাছে ফল ধরেছে।’ এর আগেও জয়া তার ছাদবাগানের ফল, ফুলের ছবি নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন। এদিকে ১৮ জুলাই মুক্তি পাবে অনিরুদ্ধ রায়চৌধুরী পরিচালিত ‘ডিয়ার মা’। সিনেমায় প্রথমবারের মতো জয়াকে মায়ের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। সিনেমায় জয়া আহসান ছাড়া আরও অভিনয় করেছেন শাশ্বত চট্টোপাধ্যায়, ধৃতিমান চট্টোপাধ্যায়, চন্দন রায় স্যানাল প্রমুখ।
জয়ার বাগানে ফল ধরেছে
মান্না ছিলেন বাংলাদেশের ‘জেমস বন্ড’ : জাহিদ হাসান
২০০৮ সালের ১৭ ফেব্রুয়ারি পৃথিবী থেকে বিদায় নিলেও চিত্রনায়ক মান্না আজও তার ভক্তদের হৃদয়ে অমলিন। তার অকাল প্রয়াণের ১৭ বছর পেরিয়ে গেলেও জনপ্রিয়তা বা আবেদন কোনোটাই কমেনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রয়াত এই অভিনেতার সঙ্গে তার গভীর সখ্যতা এবং বিভিন্ন স্মৃতি রোমন্থন করেছেন জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান। তার মতে, মান্না ছিলেন বাংলাদেশের ‘জেমস বন্ড’। জাহিদ হাসান জানান, একবার একটি অনুষ্ঠানে উপস্থাপনা করার সময় তিনি মান্নাকে বাংলাদেশের পিয়ার্স ব্রসনান বলে উল্লেখ করেছিলেন। তিনি মনে করতেন, মান্নাকে দেখলে জেমস বন্ডের মতোই লাগত। এই কথাটা তিনি মান্নাকেও সরাসরি জানিয়েছিলেন। অভিনেতা বলেন, ‘আমাদের দেশের শিল্পীদের বড় করতে আমার ভালো লাগে। আমি ছোট করব কেন?’ নায়ক মান্নার সঙ্গে লন্ডন সফরের একটি মজার স্মৃতিও তুলে ধরেন জাহিদ হাসান। তিনি জানান, একবার লন্ডনে থাকার সময় মান্নার ভাত খাওয়ার তীব্র ইচ্ছা হয়েছিল। মাত্র তিন-চার দিন ফাস্ট ফুড খাওয়ার পরেই এই নায়ক ভাত খাওয়ার জন্য এতটাই উদগ্রীব হয়ে পড়েছিলেন, প্রায় চারশ কিলোমিটার দূরে তারা ভাত খেতে গিয়েছিলেন। জাহিদ হাসান বিস্ময় প্রকাশ করে মান্নাকে বলেছিলেন, ‘মান্না ভাই এটা কোনো কথা? ভাত খাওয়ার জন্য আপনার এমন করতে হবে? পাঁচ দিন ভাত না খেলে কী হয়?’ উত্তরে মান্না বলেছিলেন, ‘বুঝ না, ভাত খাব তো।’
মান্না ছিলেন বাংলাদেশের ‘জেমস বন্ড’ : জাহিদ হাসান
পঞ্চম সপ্তাহে ১০ হলে ‘টগর’
বেশ আশা নিয়ে এবারের ঈদে মুক্তি পায় আদর আজাদ ও পূজা চেরি অভিনীত সিনেমা ‘টগর’। তবে মুক্তির পরপরই ‘তাণ্ডব’, ‘উৎসব’, ‘ইনসাফ’, ‘নীলচক্র’ ও ‘এশা মার্ডার: কর্মফল’ সিনেমার সঙ্গে প্রতিযোগিতায় টিকতে না পেরে বক্স অফিসে ব্যাপকভাবে ভরাডুবির মুখে পড়ে মুভিটি। তবে ঈদের পঞ্চম সপ্তাহে এসে দেশের ১০টি প্রেক্ষাগৃহে আবার প্রদর্শিত হচ্ছে ‘টগর’। আলোক হাসানের পরিচালনায় তৈরি ‘টগর’ মুক্তির প্রথম দিন থেকেই দর্শকের কাছ থেকে হতাশাজনক প্রতিক্রিয়া পায়। যার ফলে এটি সিনেপ্লেক্স থেকেও নামিয়ে দেওয়া হয়। ঢাকা ও ঢাকার বাইরে যে ১০টি হলে ‘টগর’ বর্তমানে প্রদর্শিত হচ্ছে তা হলো—আনন্দ (ঢাকা), বিজিবি (ঢাকা), নিউ মেট্রো (নারায়ণগঞ্জ), পৃথিবী কমপ্লেক্স (জয়পুরহাট), রাজতিলক (রাজশাহী), মধুমতি (ভৈরব), শ্রীবাস (সান্তাহার), নিউ গুলশান (জিনজিরা), শাপলা (শ্রীপুর) ও সোনিয়া (বগুড়া)। আদর আজাদ ও পূজা চেরি ছাড়াও সিনেমাটিতে আরও অভিনয় করেছেন রোজী সিদ্দিকী, সুমন আনোয়ার প্রমুখ।
পঞ্চম সপ্তাহে ১০ হলে ‘টগর’
তাহসানের সঙ্গে বিচ্ছেদ মানতেই পারছিলেন না মিথিলা
জনপ্রিয় অভিনয়শিল্পী ও সংগীতশিল্পী দম্পতি তাহসান খান ও রাফিয়াত রশিদ মিথিলার ১১ বছরের দাম্পত্য জীবনের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে ২০১৭ সালের অক্টোবরে। ২০০৬ সালের ৩ আগস্ট এই জুটি বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাদের একমাত্র সন্তান আইরা তেহরীম খান। সম্প্রতি এক পডকাস্টে অংশ নিয়ে বিচ্ছেদের সময়কার মানসিক অবস্থা ও সংগ্রামের কথা প্রকাশ করেছেন মিথিলা। তিনি বলেন, বিচ্ছেদটা মেনে নেওয়াই ছিল সবচেয়ে কঠিন বিষয়। তখন তিনি খুব অল্প বয়সী, একজন তরুণী মা। তার সন্তান তখন এক বছরের। সে সময় মিথিলা ভেবেছিলেন, হয়তো সবকিছু ঠিক হয়ে যাবে। বিচ্ছেদ পর্যন্ত গড়াবে না। কিন্তু শেষ পর্যন্ত সম্পর্কটি আর টেকেনি। মিথিলা বলেন, “যে কোনো বিচ্ছেদ বা সম্পর্ক ভেঙে যাওয়া সহজ না- খুবই কঠিন। আমি তখন মানসিকভাবে এতটা দৃঢ় ছিলাম না যে কোনো বড় সিদ্ধান্ত নিতে পারি। আমার এক বছরের বাচ্চা ছিল। নিজের জীবনের জন্য সিদ্ধান্ত নেওয়ার মতো অবস্থায় ছিলাম না।” তিনি আরও বলেন, “২৩ বছর বয়স থেকে আমি আমার জীবনকে একভাবে ভেবে এসেছিলাম। হঠাৎ করে জীবনটা পুরো বদলে যায়। আমি শ্বশুরবাড়ির মানুষদের সঙ্গে থেকেছি। একটা জায়গায় আমি ভবিষ্যৎ দেখতাম, কিন্তু হঠাৎ বুঝলাম সেটা আমার জায়গা না।” মিথিলা তখন চাকরি করতেন, কিন্তু ব্যক্তিগত জীবনে অর্থনৈতিক স্বাধীনতা ছিল সীমিত। তার ভাষায়, “আমার একটা গাড়িও ছিল না। কিন্তু আমি গাড়িতে চলাফেরার অভ্যস্ত ছিলাম, আমার বাচ্চাও তাই ছিল। আমি তখন বুঝে গিয়েছিলাম- জীবনে নিজের জায়গা থাকাটা খুব দরকার।” এই অভিজ্ঞতার ভিত্তিতে মিথিলা মনে করেন, নারীর অর্থনৈতিক স্বাধীনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, “মেয়েদের নিজের জায়গা বলতে কিছু থাকে না। কখনো শ্বশুরবাড়ি, কখনো বাবার বাড়ি। এখন আমার নিজের জায়গা আছে। মেয়েদের সবার আগে দরকার অর্থনৈতিক স্বাধীনতা। তা না হলে জীবনের বড় সিদ্ধান্তগুলো নেওয়া খুব কঠিন হয়ে যায়।” ২০১৫ সালে তারা আলাদা থাকতে শুরু করেন এবং মিথিলা দীর্ঘ সময় ধরে চেষ্টা করেছেন সম্পর্কটিকে টিকিয়ে রাখার। অবশেষে ২০১৭ সালে তারা বিচ্ছেদের সিদ্ধান্ত নেন। বিয়ের পর তাহসান ও মিথিলা একসঙ্গে অভিনয় করেছেন একাধিক জনপ্রিয় নাটকে- আমার গল্পে তুমি, মিস্টার অ্যান্ড মিসেস, ল্যান্ডফোনের দিনগুলোতে প্রেম, মধুরেন সমাপয়েত- যেগুলো দর্শকের ভালোবাসা পেয়েছে। তারা একসঙ্গে গানও গেয়েছেন।
তাহসানের সঙ্গে বিচ্ছেদ মানতেই পারছিলেন না মিথিলা
শাকিব খানের নতুন সিনেমার নায়িকা কে
শাকিব খানের নতুন সিনেমার নায়িকা কে
শাকিবের জন্য লাইনে দাঁড়িয়ে টিকিট কেটেছেন আরশ খান
শাকিবের জন্য লাইনে দাঁড়িয়ে টিকিট কেটেছেন আরশ খান
চূড়ান্ত হলো শাকিব খানের নতুন সিনেমা
চূড়ান্ত হলো শাকিব খানের নতুন সিনেমা
শাকিবকে ছোট করতে চাইনি: জাহিদ হাসান
শাকিবকে ছোট করতে চাইনি: জাহিদ হাসান