শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২

টেলর সুইফটকে ছাড়িয়ে শীর্ষে অরিজিৎ সিং

বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৪ জুলাই ২০২৫, ০৪:৫৮ পিএম
টেলর সুইফটকে ছাড়িয়ে শীর্ষে অরিজিৎ সিং

ভারতীয় সংগীতশিল্পী অরিজিৎ সিং আবারও গড়লেন এক নতুন ইতিহাস। বিশ্বখ্যাত সংগীত স্ট্রিমিং প্ল্যাটফর্ম স্পটিফাইয়ে অনুসারীর সংখ্যায় তিনিই এখন বিশ্বের শীর্ষ শিল্পী। ২০২৫ সালের ১ জুলাই পর্যন্ত অরিজিৎ সিংয়ের অনুসারীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫১ মিলিয়ন, যা তাকে টেলর সুইফট, এড শিরান, বিলি আইলিশ, এমনকি কে-পপ ব্যান্ড বিটিএসের চেয়েও এগিয়ে দিয়েছে।

স্পটিফাইয়ে বর্তমানে শীর্ষস্থানীয় শিল্পীদের অনুসারীর সংখ্যা হলো- অরিজিৎ সিং ১৫১ মিলিয়ন, টেলর সুইফট ১৩৯ মিলিয়ন, এড শিরান ১২১ মিলিয়ন, বিলি আইলিশ ১১৪ মিলিয়ন, দ্য উইকেন্ড ১০৭.২ মিলিয়ন, আরিয়ানা গ্রান্দে ১০৫.৮ মিলিয়ন, এমিনেম ১০১.৭ মিলিয়ন, বিটিএস প্রায় ৮০ মিলিয়ন।

২০১৯ সালে ভারতে স্পটিফাই চালু হওয়ার পর মাত্র ছয় বছরের মধ্যে অরিজিৎ সিং এশিয়া থেকে উঠে এলেন এই আন্তর্জাতিক সাফল্যের শীর্ষে। তিনি শুধু গায়ক নন, একাধারে সুরকার ও সংগীত প্রযোজক হিসেবেও সফল।

২০২৪ সালে অরিজিৎ সিংয়ের গাওয়া একাধিক গান শ্রোতাদের মন জয় করেছে। বিশেষ করে-তুম হি হো, কেশরিয়া, তুম কেয়া মিলে, ধুন (সাইয়ারা সিনেমা), জানে তু (ছাবা সিনেমা) গানগুলো স্থান পেয়েছে বছরের সর্বাধিক স্ট্রিমিং হওয়া গানের তালিকায়।

২০২৩ সালের আগস্ট মাসেও সাময়িকভাবে অরিজিৎ টেলর সুইফটকে ছাড়িয়ে যান। তবে ২০২৪ সালে তিনি স্থায়ীভাবে শীর্ষস্থান দখল করেন এবং ২০২৫ সালের জুলাইতে এসে সেই অবস্থান আরও সুদৃঢ় হয়।

মন্তব্য করুন

বিয়ে না করেই মা হচ্ছেন ভারতীয় এই অভিনেত্রী
বিয়ে না করেই মা হচ্ছেন ভারতীয় এই অভিনেত্রী
তানিজন তিশার ২৫ লাখ টাকার চ্যালেঞ্জ
তানিজন তিশার ২৫ লাখ টাকার চ্যালেঞ্জ
ঈশালের স্বপ্ন
ঈশালের স্বপ্ন
রাজশাহীতে ওয়ারফেজ
রাজশাহীতে ওয়ারফেজ