শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২

ছবিতে প্রথমে কী দেখছেন, উত্তরই বলে দেবে আপনার ব্যক্তিত্ব কেমন

কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ জুলাই ২০২৫, ১০:০৪ এএম
আপডেট : ০৪ জুলাই ২০২৫, ১১:১১ এএম
অপটিক্যাল ইলিউশন। ছবি : সংগৃহীত
অপটিক্যাল ইলিউশন। ছবি : সংগৃহীত

অপটিক্যাল ইলিউশন বা দৃষ্টিভ্রম এখন অনেকের কাছেই পরিচিত একটি বিষয়। এটি এমন একধরনের ছবি বা ভিডিও, যা ভিন্ন ভিন্ন মানুষের কাছে ভিন্ন অর্থ প্রকাশ করে।

সোশ্যাল মিডিয়ায় তরুণ প্রজন্ম এ ধরনের ছবি দেখে মজা তো পান-ই, সঙ্গে সঙ্গে সমাধান করার চেষ্টাও করেন। এতে মস্তিষ্কের সৃজনশীলতা যেমন বাড়ে, তেমনি দৃষ্টিশক্তিও পরীক্ষিত হয়। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এমনই একটি অপটিক্যাল ইলিউশন- কেউ দেখছেন একজন নারী, আবার কারও চোখে ধরা পড়ছে ঘোড়া ও পাখি । অথচ প্রথম দর্শনেই এই ছবিটি লুকিয়ে রেখেছে একটি গভীর বার্তা: আপনি কেমন মানুষ। আপনার মানসিকতা কেমন, অর্থাৎ ব্যক্তিত্ব কেমন।

দৃষ্টিভ্রমের ধারণা নতুন নয়। এটি মূলত আমাদের চোখ ও মস্তিষ্কের সমন্বয়ে বিভ্রান্তি তৈরি করে। তবে কিছু ছবি শুধু বিভ্রম সৃষ্টি করে না, বরং মানুষের মনস্তত্ত্ব ও ব্যক্তিত্বও প্রকাশ করে।

ভাইরাল হওয়া এই ছবিটিও সেই ধরনেরই। যদিও অনেকেই এটিকে নিছক বিনোদন বলে উড়িয়ে দেন, মনোবিজ্ঞান কিন্তু তা মানতে নারাজ।

আপনি কী প্রথমে দেখেছেন?

প্রথম দেখাতেই যদি নারীর মুখ দেখেন : আপনি যদি ছবির দিকে তাকিয়ে প্রথমেই এক নারীর মুখ দেখতে পান, তাহলে আপনি সম্ভবত একজন বহির্মুখী মানুষ। আপনি প্রতিদিন অন্তত একজনের সঙ্গে কথা না বললে অস্বস্তি বোধ করেন, মন খারাপ হয়ে যায়। আপনি সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় এবং বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে অংশ নিতে ভালোবাসেন। অন্যদের সঙ্গে মিশে থাকা, কথা বল এবং জীবনের আনন্দ ভাগ করে নেওয়াতেই আপনি স্বস্তি পান।

প্রথম দেখাতেই যদি ঘোড়া ও পাখি দেখেন : ছবিতে প্রথমেই যদি আপনার চোখে ঘোড়া ও পাখির মুখ পড়ে, তাহলে আপনি বেশি অন্তর্মুখী স্বভাবের। আপনি একা থাকতে পছন্দ করেন এবং নিজের জগতে সময় কাটাতে ভালোবাসেন। যদিও আপনি সোশ্যাল মিডিয়ায় থাকতে পারেন, তবু সবার সঙ্গে সহজে কথা বলেন না। মুড না থাকলে আপনি চুপচাপ থাকতে পছন্দ করেন, আর এ কারণে সামাজিক অনুষ্ঠানে অনেক সময় নিজেকে মানিয়ে নিতে কঠিন মনে হয়।

ইলিউশনভিত্তিক কুইজ বা ফিচার কেন এত জনপ্রিয়?

সাইকোলজিক্যাল টেস্ট বা অপটিক্যাল ইলিউশনভিত্তিক কুইজ বা ফিচার এখন সোশ্যাল মিডিয়ায় অত্যন্ত জনপ্রিয়। কারণ এগুলো শুধু বিনোদন দেয় না, নিজের সম্পর্কে ভাবার সুযোগও দেয়। অনেকেই বলেন, এগুলো নিছক মজা, আবার অনেকে বিশ্বাস করেন- অবচেতন মন সত্যিই কিছু ইঙ্গিত দেয়।

মনোবিজ্ঞানীরা বলেন, ‘আমাদের ব্রেন যখন অস্পষ্ট বা দ্ব্যর্থবোধক কোনো ছবি দেখে, তখন যে উপাদান আগে শনাক্ত করে, তা আমাদের মানসিক অগ্রাধিকার বা প্রবণতার দিকে ইঙ্গিত দেয়।’

এখন সময় বন্ধুদের সঙ্গে শেয়ার করে জানার, তারা প্রথমে কী দেখল?

সূত্র: এই সময় অনলাইন

মন্তব্য করুন

০৬ জুলাই : কী ঘটেছিল ইতিহাসের এই দিনে
০৬ জুলাই : কী ঘটেছিল ইতিহাসের এই দিনে
দীর্ঘ জীবন ও তারুণ্যের রহস্য জানালেন ১০২ বছর বয়সী চিকিৎসক
দীর্ঘ জীবন ও তারুণ্যের রহস্য জানালেন ১০২ বছর বয়সী চিকিৎসক
ভালো ঘুমের জন্য ৬ ব্যায়াম
ভালো ঘুমের জন্য ৬ ব্যায়াম
দুর্বল শরীর? যেসব খাবার বাড়িয়ে তুলবে আপনার শক্তি
দুর্বল শরীর? যেসব খাবার বাড়িয়ে তুলবে আপনার শক্তি