শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২

নেতানিয়াহুর ওপর খেপলেন ইসরায়েলের অর্থমন্ত্রী

কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ জুলাই ২০২৫, ০৩:২৪ এএম
আপডেট : ০৭ জুলাই ২০২৫, ০৭:১৯ এএম
নেতানিয়াহু ও স্মোট্রিচ। ছবি : সংগৃহীত
নেতানিয়াহু ও স্মোট্রিচ। ছবি : সংগৃহীত

গাজায় সাহায্য প্রবেশের সিদ্ধান্তকে গুরুতর ভুল বলে সমালোচনা করেছেন ইসরায়েলের অর্থমন্ত্রী। তিনি এ জন্য প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে দায়ী করেন। খবর রয়টার্সের।

ইসরায়েলের কট্টরপন্থি অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ রোববার মন্ত্রিসভার একটি সিদ্ধান্তের তীব্র সমালোচনা করে বলেছেন, গাজায় কিছু সাহায্য প্রবেশের অনুমতি দেওয়া গুরুতর ভুল, যা ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের উপকার করবে।

স্মোট্রিচ প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিরুদ্ধে অভিযোগ করেন, তিনি গাজায় হামাসের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনায় সরকারের নির্দেশনা অনুসরণে সামরিক বাহিনীর কমান্ড নিশ্চিত করতে পারেননি।

স্মোট্রিচ বলেছেন, তিনি নেতানিয়াহুর পরবর্তী পদক্ষেপ বিবেচনা করছেন। তবে জোট থেকে সরাসরি পদত্যাগের হুমকি দেওয়া থেকে বিরত ছিলেন স্মোট্রিচ।

স্মোট্রিচের মন্তব্য এসেছে যখন নেতানিয়াহু ওয়াশিংটনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে যুক্তরাষ্ট্র-সমর্থিত গাজায় ৬০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে আলোচনার জন্য সোমবার সাক্ষাৎ করতে চলেছেন।

স্মোট্রিচ এক্স-এ বলেন, মন্ত্রিসভা এবং প্রধানমন্ত্রী একটি গুরুতর ভুল করেছেন। এমন একটি পথ দিয়ে সাহায্য প্রবেশের অনুমোদন দিয়েছেন, যা হামাসেরও উপকার করবে।

যুক্তি দিয়ে তিনি বলেন, এই সাহায্য শেষ পর্যন্ত ইসলামপন্থি গোষ্ঠীটির হাতে পৌঁছাবে এবং যুদ্ধকালীন সময়ে শত্রুর জন্য লজিস্টিক সহায়তা হিসেবে কাজ করবে।

ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে, সরকার উত্তর গাজায় অতিরিক্ত সাহায্য প্রবেশের অনুমতি দেওয়ার জন্য ভোটাভুটির আয়োজন করেছে। কট্টরপন্থিদের অভিযোগ, গাজায় সাহায্য প্রবেশের অনুমতি দিতে নেতানিয়াহুর সায় রয়েছে। তবে এখনো ইসরায়েল সরকার গাজায় তাদের সাহায্য নীতিতে কোনো পরিবর্তন ঘোষণা করেনি।

মন্তব্য করুন

ইসরায়েলের সঙ্গে বড়সড় যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইরান
ইসরায়েলের সঙ্গে বড়সড় যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইরান
এরই মধ্যে ‘মধ্যপ্রাচ্যকে বদলে দিয়েছে ইসরায়েল’
এরই মধ্যে ‘মধ্যপ্রাচ্যকে বদলে দিয়েছে ইসরায়েল’
গাজা থেকে ইসরায়েলে রকেট হামলা
গাজা থেকে ইসরায়েলে রকেট হামলা
রকেটচালিত গ্রেনেড দিয়ে লোহিত সাগরে জাহাজে হামলা
রকেটচালিত গ্রেনেড দিয়ে লোহিত সাগরে জাহাজে হামলা