শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২

চার ওমরাহ প্রতিষ্ঠানের লাইসেন্স স্থগিত, অনেককে জরিমানা

কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ জুলাই ২০২৫, ০৯:০৯ পিএম
পবিত্র কাবা। ছবি : সংগৃহীত
পবিত্র কাবা। ছবি : সংগৃহীত

আইন অমান্যকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়েছে সৌদি আরব। দেশটি চার ওমরাহ প্রতিষ্ঠানের লাইসেন্স স্থগিত করেছে। এছাড়া আরও অনেককে জরিমানা করা হয়েছে।

শুক্রবার (০৪ জুলাই) গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবের হজ ও উমরাহ মন্ত্রণালয় হাজিদের জন্য অপর্যাপ্ত আবাসন পরিসেবা সংক্রান্ত লঙ্ঘনের কারণে চারটি উমরাহ কোম্পানির কার্যক্রম স্থগিত করেছে। এ সময় বেশ কয়েকটি কোম্পানির ওপর আর্থিক জরিমানা আরোপ করেছে। উমরাহ যাত্রীদের জন্য প্রতিশ্রুত আবাসনসেবা নিশ্চিত করতে ব্যর্থ হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, হঠাৎ করে পরিচালিত একাধিক মাঠপর্যায়ের পরিদর্শনে দেখা যায়, কিছু কোম্পানি অনুমোদিত কর্মসূচির আওতায় চুক্তি অনুযায়ী মানসম্মত সেবা প্রদান করছে না। এতে হাজিদের নিরাপত্তা, স্বাচ্ছন্দ্য ও মর্যাদা ক্ষুণ্ন হচ্ছে বলে উল্লেখ করা হয়।

বিবৃতিতে বলা হয়, এসব অনিয়ম সেবাদাতাদের সাথে করা চুক্তির লঙ্ঘন এবং আমাদের প্রত্যাশিত মানদণ্ডের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ। হাজিদের আরাম, নিরাপত্তা এবং সম্মান নিশ্চিত করাই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার।

মন্ত্রণালয় জানিয়েছে, কোম্পানিগুলোর অনিয়মের মাত্রা ও পুনরাবৃত্তির ওপর ভিত্তি করে শাস্তির পরিমাণ নির্ধারণ করা হয়েছে। বরখাস্ত হওয়া চারটি কোম্পানির নাম বা আর্থিক জরিমানার পরিমাণ জানানো হয়নি।

সৌদি আরবের ভিশন ২০৩০ অনুযায়ী ধর্মীয় পর্যটন সম্প্রসারণ এবং উন্নয়নের লক্ষ্যে এ ধরনের পরিদর্শন ও নজরদারি অব্যাহত থাকবে বলেও মন্ত্রণালয় জানায়।

মন্তব্য করুন

ইসরায়েলের সঙ্গে বড়সড় যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইরান
ইসরায়েলের সঙ্গে বড়সড় যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইরান
এরই মধ্যে ‘মধ্যপ্রাচ্যকে বদলে দিয়েছে ইসরায়েল’
এরই মধ্যে ‘মধ্যপ্রাচ্যকে বদলে দিয়েছে ইসরায়েল’
গাজা থেকে ইসরায়েলে রকেট হামলা
গাজা থেকে ইসরায়েলে রকেট হামলা
নেতানিয়াহুর ওপর খেপলেন ইসরায়েলের অর্থমন্ত্রী
নেতানিয়াহুর ওপর খেপলেন ইসরায়েলের অর্থমন্ত্রী